অ্যাপশহর

বাথরুম ব্যবহারের সময় আপনার এই অভ্যাসগুলি রয়েছে? সাবধান না হলেই বিপদ!

আমরা সবাই জানি যে নোংরা বাথরুমের ব্যবহার সংক্রমণ ছড়ায়, তবুও আমরা অজান্তেই কিছু ভুল করি, যা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করে। এমনকি বাথরুমের এই ভুল করলে পরিষ্কার বাথরুমও সংক্রমণের কারণ হয়ে উঠতে পারে।

Curated byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 21 Oct 2021, 10:14 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাথরুম ও টয়লেটে- বাথরুম ব্যবহারে অনেকেরই কিছু বদঅভ্যাস আছে যা করা একদম উচিত নয়। অনেকে এই কাজগুলো অভ্যাসবশত করে আবার অনেকে অজ্ঞতাবশত করে থাকে।
EiSamay.Com bad bathroom habits do not do these wrong things even in the bathroom otherwise it will harm the body
বাথরুম ব্যবহারের সময় আপনার এই অভ্যাসগুলি রয়েছে? সাবধান না হলেই বিপদ!


সচেতন থাকুন যে বাথরুম যেন কোনও ব্যাকটেরিয়া এবং জীবাণুর প্রজননক্ষেত্র না হয়ে দাঁড়ায়। এই অভ্যাসগুলোর কারণে আপনি আক্রান্ত হতে পারেন ভয়ংকর কোনও রোগে। আপাতদৃষ্টিতে বাথরুমকে পরিষ্কার মনে হলেও এর ভিতর কিছু জীবাণু থেকে যায়। আমাদের কিছু কাজে এই জীবাণুগুলো আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, রোগ ব্যাধি সৃষ্টি করে থাকে।

স্ট্রেপটোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস, ইকোলি এবং শিগেলা ব্যাকটেরিয়া থেকে শুরু করে হেপাটাইটিস এ ভাইরাস, বাথরুমের কোণে লুকিয়ে থাকা সাধারণ ঠান্ডা ভাইরাস অন্ত্রের সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ এবং ভাইরাল সংক্রমণের কারণ হতে পারে। তাই এখানে আমরা আপনাকে বাথরুমের কিছু অভ্যাস সম্পর্কে বলছি, যা আপনাকে সম্ভাব্য রোগের শিকার করতে পারে। প্রত্যেকেরই এই অভ্যাসগুলি পরিহার করা উচিত।

ফ্লাশ করার সময় টয়লেটের ঢাকনা বন্ধ না করা

আপনি কি কমোডের মুখ ঢাকা না দিয়ে ফ্লাশ করেন? আমেরিকান জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোলের বিশেষজ্ঞদের মতে, এর চেয়ে বেশি বদভ্যাস আর কিছুই হতে পারে না। কারণ ঢাকনা বন্ধ না করে ফ্লাশ করার অর্থ জীবাণুকে চতুর্দিকে ছড়িয়ে পড়তে সাহায্য করা। জল ফ্লাশ করার সঙ্গে সঙ্গে ভাইরাসের দখলে চলে আসতে পারে আপনার সাধের বাথরুম। তাই আজই এই অভ্যাস বদল করুন।

টুথব্রাশ বাথরুমে রাখছেন?

অনেকেই দাঁতের যত্নের বিষয়ে যতটা সচেতন, টুথব্রাশ নিয়ে ততটা সচেতন নন। অথচ, টুথব্রাশ জায়গা মতো না রাখলে, তা থেকে নানা ধরনের সংক্রমণ ছড়াতে পারে।যদিও বা রাখেন, তা হলেও কমোডের ধারে পাশে কোনও ভাবেই নয়। কারণ এই জায়গাগুলিতে জলীয়বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি। এবং তার ফলে ব্রাশে ব্যাকটিরিয়ার বাসা বাঁধার আশঙ্কাও বাড়ে। আর যদি ব্রাশে ঢাকা পরিয়ে রাখেন তাহলে জীবাণুর বংশবৃদ্ধির আশঙ্কা বাড়ে। কিন্তু ব্রাশের ঢাকাও মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে। না হলে ঢাকা পরিয়ে রেখেও কোনও লাভ হবে না।

বাথরুমে ভেজা তোয়ালে না রাখা

যারা বাথরুমে ঘন ঘন ঝুলন্ত তোয়ালে ব্যবহার করে তাদের সংক্রমণের ঝুঁকি বেশি। একটি গবেষণায় দেখা গেছে, বাথরুমে হুকের ওপর ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখলে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আসলে, একটি ভেজা এবং স্যাঁতসেঁতে তোয়ালে বাথরুমে ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাকটেরিয়াকে ধরে, যা ব্যাকটেরিয়া, ছাঁচ, ভাইরাসের প্রজনন স্থল। তাই নোংরা তোয়ালে থেকে ছত্রাক জন্মাতে পারে। অতএব, ভিজা তোয়ালে সবসময় শুকিয়ে নেওয়া উচিত। যাতে সমস্ত সংক্রামক জীবাণু মারা যায়।

বাথরুমের এক্সহস্ট ফ্যান

সাধারণত মানুষ বাথরুমের এক্সহস্ট ফ্যান চালু করতে ভুলে যান। আপনি যদি এই লোকদের মধ্যে একজন হন, তাহলে এক্সহস্ট ফ্যান চালু করার অভ্যাস তৈরি করে নিন। একটি গবেষণা অনুসারে জানা গিয়েছে, এক্সহস্ট ফ্যান বাথরুমে উপস্থিত ব্যাকটেরিয়া এবং জীবাণু দূর করে। অন্যথায়, এখানে বসবাসকারী ব্যাকটেরিয়া একটি দুর্গন্ধ সৃষ্টি করার পাশাপাশি অনেক সংক্রমণের কারণ হতে পারে।

টয়লেটে ফোন ব্যবহার করেন ?

অনেকেই কমোডে বসে চোখ বুলিয়ে নেনে ফেসবুকে অথবা সার্চ করেন গুগল। সাবধান! অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ! বিশেষজ্ঞদের মতে, বাথরুমে ফোন ব্যবহার করলে প্রাণঘাতি রোগ বাসা বাঁধতে পারে শরীরে!বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে ব্যাকটিরিয়া। পাশাপাশি, ঠিক ভাবে হাত না ধোওয়া বা কমোডের পাশেই ফোন রাখায় দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেল্লা, ই কোলাই, সিগেল্লা এবং ক্যামফাইলোব্যাকটরের মতো ব্যাকটিরিয়া।গবেষকদের মতে, মোবাইল অন থাকলে এবং ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে যা ব্যাকটিরিয়াদের বৃদ্ধিতে সাহায্য করে। মোবাইলের কভার রাবারের তৈরি, সেখানে বাসা বাঁধে বহু ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া। বাথরুমের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ঙ্কর ব্যাকটিরিয়া, হতে পারে টাইফয়েড।

বাথরুমের এই অভ্যাসগুলিও পরিবর্তন করুন

  • ভেজা ওয়াইপ, কনডম, ব্যান্ড এইডস, ন্যাপকিনের মতো জিনিস বাথরুমে ফেলে দেওয়া উচিত নয়
  • PubMed Central-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, একজনের টয়লেট সিটে দীর্ঘ সময় বসে থাকা এড়িয়ে চলা উচিত। এর ফলে অর্শ্বরোগ হতে পারে।
  • টয়লেটের পেছনের অংশ পরিষ্কার না করেও সংক্রমণ ছড়াতে পারে। তাই শীঘ্রই এই অভ্যাসটি পরিবর্তন করুন।
  • টয়লেটের ব্রাশ শুকাতে না দিলেও আপনাকে অসুস্থ করে তুলতে পারে।
  • প্রত্যেক ব্যক্তির মনে রাখা উচিত যে সবসময় পরিষ্কার এবং জীবাণুমুক্ত বাথরুম ব্যবহার করুন। এর বাইরে, আপনার বাচ্চাদের মধ্যেও বাথরুমে পরিষ্কার -পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলুন।
লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল