অ্যাপশহর

লিভারের রোগ প্রাণ নিল জনপ্রিয় অভিনেত্রী সুবি সুরেশের! কোন লক্ষণে হবেন সাবধান? জানুন

তিনি মালায়লম ইন্ড্রাস্টির প্রথমসারির মুখ। বহুদিন ধরেই লিভারের রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী সুবি সুরেশ। এই অসুখই প্রাণ কাড়ল তাঁর। এই রোগের লক্ষণ ও চিকিৎসা জানা খুবই জরুরি।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 23 Feb 2023, 11:15 am
লিভার ডিজিজে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অভিনেত্রী সুবি সুরেশ। মাত্র ৪১ বছর বয়সে তিনি এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। কিছুদিন ধরেই তিনি খুব অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। তারপর এদিন তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সব মহলেই। (ছবি সৌজন্যে: ফেসবুক @ https://www.facebook.com/SubiSureshOfficial)
EiSamay.Com actress subi suresh passes away due to liver disease know its symptoms
লিভারের রোগ প্রাণ নিল জনপ্রিয় অভিনেত্রী সুবি সুরেশের! কোন লক্ষণে হবেন সাবধান? জানুন


সুবি সুরেশ মালায়ালম ইন্ড্রিস্ট্রির জনপ্রিয় মুখ। তাঁর অভিনয় দক্ষতায় সবাই মুগ্ধ ছিলেন। তবে কিছুদিন লিভারের রোগে তিনি ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

এদিকে লিভার ডিজিজে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। এই অসুখে আক্রান্ত হচ্ছেন একের পর মানুষ। তারপরও একদমই হুশ নেই। বিশেষজ্ঞরা বলছেন, লিভার শরীরের নানান জটিল কাজ করে। এই অঙ্গটি বিভিন্ন উৎসেচক তৈরি করে। এমনকী দেহ থেকে খারাপ পদার্থকে বের করে দেয়।

তবে অনেক সময়ই এই অঙ্গেই দেখা দেয় বিভিন্ন অসুখ। তখন যদি একটু সতর্ক থাকা যায়, তবে এই রোগকে হারানো সম্ভব। আসুন জানা যাক এই রোগটির লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসার নানা দিক।

লিভার ডিজিজের লক্ষণ

মেয়ো ক্লিনিক জানাচ্ছে, এই লিভার ডিজিজের ক্ষেত্রে এই কয়েকটি লক্ষণ থাকতে পারে-
১. ত্বক ও চোখ হলুদ হয়ে যায়
২. পেটে ব্যথা হতে পারে
৩. পেট ফুলতে পারে
৪. ত্বক চুলকায়
৪. প্রস্রাব গাঢ় রঙের হতে পারে
৫. স্টুলের রং হয় ফ্যাকাসে
৬. ক্লান্তি থাকে খুব
৭. বমি বমি ভাব বা বমি হতে পারে
৮. খিদে চলে যায়

এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন।

কী কী কারণে সমস্যা হয়?

এই রোগের পিছনে নানা অসুখ থাকতে পারে। দেখা গিয়েছে, বিভিন্ন ভাইরাস যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইত্যাদি থাকতে পারে। এছাড়া ফ্যাটি লিভার ডিজিজও এই অসুখের কারণ। পাশাপাশি লিভার ক্যানসার, বাইল ডাক্ট ক্যানসার, লিভার অ্যাডিনোমা, ইউলসন ডিজিজ এই অসুখের নেপথ্যে থাকে। তাই সচেতন থাকাটা জরুরি। তবেই নিজেকে রক্ষা করতে পারবেন।

কী ভাবে রোগ নির্ণয়?

এই অসুখ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে দেওয়া হয় লিভার ফাংশন টেস্ট। যদি দেখা যায় যে এনজাইম বেশি রয়েছে, তখন অন্যান্য পরীক্ষা দেওয়া হয়। এই পর্যায়ে লিভারের সিটি স্ক্যান, এমআরআই দেওয়া হয়। তবে লিভারের সমস্যা গভীরে গিয়ে জানতে চাইলে ফাইব্রোস্ক্যান দেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে পরিষ্কার চিত্র সামনে আসে। এছাড়া চিকিৎসক চাইলে অন্য কিছু টেস্টও দিতে পারেন।

চিকিৎসা কী?

লিভারের রোগের নির্দিষ্ট কিছু ওষুধ রয়েছে। আপনাকে সেই ওষুধগুলি চিকিৎসকের পরামর্শ মতো খেতে হবে। এছাড়া ভাইরাসজনিত সমস্যা হলে তা নির্দিষ্ট সময়ে ঠিক হয়ে যায়। চিকিৎসা চলাকালীন খাওয়াদাওয়া করতে হয় হালকা। তেল, মশলা এড়িয়ে যাওয়া দরকার। পাশাপাশি মদ্যপান ছাড়তে হবে। এমনকী ধূমপান থেকেও দূরে থাকা দরকার। এছাড়া ওজন কমানোর দিকে নজর দিতে হয়। তবেই রোগী সুস্থ থাকতে পারেন। এখন থেকে এই বিষয়গুলি মাথায় রাখুন। আর প্রথমেই চিকিৎসকের নজরে আনুন রোগ। তবেই সুস্থ থাকবেন।

Disclaimer: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: এই ভাইরাসের কারণেই মহিলাদের হয় সার্ভাইক্যাল ক্যানসার, রোগের লক্ষণ জানলেই বাঁচবে জীবন
আরও পড়ুন: ভয়ংকর চোখের রোগ গ্লকোমার হাত থেকে বাঁচতে জেনে নিন এর কারণ! লক্ষণ মাথায় রেখে দ্রুত চিকিৎসা করান

লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর