অ্যাপশহর

এই ৯ লক্ষণে চিনে নিন 'খুনি' অবসাদ

আপনিও অবসাদগ্রস্ত নয়তো তো? নীচে উল্লিখিত ন'টি লক্ষণ যদি আপনার সঙ্গে মিলে যায়, নিশ্চিত থাকুন আপনিও ভুগছেন অবসাদে।

অবিনাশ কবিরাজ | EiSamay.Com 31 Aug 2017, 5:38 pm
আজেবাজে না খেয়েও দিনে দিনে ফুলছেন? রাতে ঘুমই আসে না? বা, যখনতখন অসময়ে ঘুম ভেঙে যায়? মেজাজ থাকে সপ্তমে? মানসিক অবসাদে ভুগছেন না তো? বর্তমান প্রফেশানের দৌলতেই ডিপ্রেশনের বাড়বাড়ন্ত। আপনিও অবসাদগ্রস্ত নয়তো তো? নীচে উল্লিখিত ন'টি লক্ষণ যদি আপনার সঙ্গে মিলে যায়, নিশ্চিত থাকুন আপনিও ভুগছেন অবসাদে।
EiSamay.Com 9 physical symptoms of depression
এই ৯ লক্ষণে চিনে নিন 'খুনি' অবসাদ


১. ঘুমে ব্যাঘাত: রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না? বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতেই ভোর? বা, মাঝরাতে কোনও কারণ ছাড়াই কাঁচা ঘুম চৌপাট? পরে আর ঘুমই আসছে না? ডিপ্রেশন নয়তো? কারণ, ডিপ্রেশন বা মানসিক অবসাদের অন্যতম প্রধান লক্ষণই হল অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত। এটা হয়, কারণ ডিপ্রেশনে আক্রান্তদের মাথায় একসঙ্গে অনেক চিন্তা পাক খায়। ঘুমের মধ্যেও তা থেকে নিজেকে তাঁরা বিচ্ছিন্ন করতে পারেন না।

২. ক্লান্তি: শারীরিক ও মানসিক ক্লান্তিও কিন্তু ডিপ্রেশনের গুরুত্বপূর্ণ লক্ষণ। দীর্ঘদিন ধরে অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত এই ক্লান্তি ডেকে আনে। কাজে মনোনিবেশ করতে সমস্যা হয়। কিছুই ভালো লাগে না।

৩. কেউ খায় বেশি, কারও আবার অরুচি: ডিপ্রেশনের প্রভাব পড়ে খিদেতেও। কারও খাওয়া কমে যায়। কেউ আবার প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলেন। অতিরিক্ত খেলে পরিণতি শরীরে মেদবাহুল্য। যা থেকে একাধিক অসুখের সম্ভাবনা তৈরি হয়। উলটো দিকে, কম খাওয়ার কারণে দ্রুত ওজন কমতে থাকে। তা-ও শরীরের পক্ষে ক্ষতিকারক। ফলে ডিপ্রেশনে আক্রান্তদের মুড ঠিক করতে গাণ্ডেপিণ্ডে না খিয়ে, উচিত সুষম খাদ্যে জোর দেওয়া।

৪. যৌনাকাঙ্ক্ষা বা কামশক্তি কমে আসে: কেউ দীর্ঘ সময় ধরে ডিপ্রেশনে ভুগলে, তার মধ্যে স্বাভাবিক ভাবেই যৌনাকাঙ্ক্ষা কমে আসে। মানসিক ও শারীরিক ক্লান্তি থেকেই সেক্সে আগ্রহ হারিয়ে যায়। আত্মবিশ্বাসও হারিয়ে যায়।

৫. ব্যথা-যন্ত্রণা: ডিপ্রেশনে ভুগলে শরীরের নানা জায়গায় ব্যথা-যন্ত্রণার উদ্রেক হয়। কখনও মাথাব্যথা, কখনও আবার গাঁটে ব্যথা। কখনও অন্য কোথাও। ওষুধে সাময়িক স্বস্তি মিললেও, ব্যথা ফিরে ফিরে আসে।

৬. সাইকোমোটর রিটার্ডেশন: কেউ একটানা ডিপ্রেশনে ভুগলে, তার মধ্যে ক্ষিপ্রতা কমে আসে। আক্ষরিক অর্থেই তার কাজে শ্লথগতি চলে আসে। চলাফেরায় তো বটেই এমনকী কথা বলার সময়েও তাঁদের মধ্যে আলিস্যি ফুটে ওঠে। এই অবস্থাকে বলা হয় সাইকোমোটর রিটার্ডেশন।

৭. অস্থিরতা: ডিপ্রেনশন মানুষকে অস্থির করে তোলে। ফলে, এই লক্ষণ দেখেও বোঝা যায় কেউ অবসাদগ্রস্ত কি না। সহজেই এঁরা মেজাজ হারিয়ে ফেলেন।

৮. মনোযোগের অভাব: এটাও আসে ডিপ্রেশন থেকে। রাতে ঘুম ঠিক না-হওয়ায়, কাজে ভুলভ্রান্তি বাড়ে। মনোনিবেশ করা যায় না। ঘন ঘন হাই ওঠে।

৯. হজমে সমস্যা: হজম সংক্রান্ত সমস্যা দেখা দিলে, ডিপ্রেশনে ভুগছেন কি না, তা-ও দেখতে হবে। শুধু বদহজমই না, গা গোলানো, বমি, ঘন ঘন পেট খারাপ এমন অনেক সমস্যা দেখা যায়। ওষুধে কিছুদিন ঠিক থাকে। তারপরে আবার!

প্রশ্ন থাকলে মেইল করুন: Avinash.Kaviraaj@gmail.com
লেখকের সম্পর্কে জানুন
অবিনাশ কবিরাজ

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল