অ্যাপশহর

Exercise For Cholesterol: এই ৪ সহজ ব্যায়ামে ওষুধ ছাড়াই কমে কোলেস্টেরল! রোজ মাত্র ৩০ মিনিটেই মিলবে ফল

Exercise to Reduce Cholesterol: কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া মহা সমস্যার রোগ। বহু ভয়ংকর অসুখ পিছু নেয়। তবে আপনি চাইলে এই কয়েকটি ব্যায়ামের মাধ্যমেই অসুখ থেকে মুক্তি পেতে পারেন। আসুন জানা যাক।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 20 Mar 2023, 2:05 pm
কোলেস্টেরল একটি ভয়াবহ অসুখ। এই অসুখে আক্রান্ত হলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। বর্তমানে অনেকেই কোলেস্টেরল বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছেন। তাই সচেতনতা অবলম্বন করা ছাড়া অন্য কোনও উপায় হাতের কাছে নেই।
EiSamay.Com 4 easy exercise to reduce cholesterol naturally
Exercise For Cholesterol: এই ৪ সহজ ব্যায়ামে ওষুধ ছাড়াই কমে কোলেস্টেরল! রোজ মাত্র ৩০ মিনিটেই মিলবে ফল


চিকিৎসাবিজ্ঞান জানাচ্ছে, আমাদের সকলের মধ্যেই রয়েছে কোলেস্টেরল। এই পদার্থটি রক্তে উপস্থিত। তবে একটি নির্দিষ্ট মাত্রায় থাকলে তা দেহে জটিলতা তৈরি করে না। তবে সেই মাত্রার উপরে গেলেই চিত্তির।

জানার বিষয় হল, খারাপ ও ভালো দুই ধরনের কোলেস্টেরল রয়েছে। খারাপ কোলেস্টেরল হল এলডিএল। আর ভালো কোলেস্টেরল হল এইচডিএল। এই খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়লে বহু অসুখ আমাদের জাপটে ধরে।

তবে ভালো খবর হল কিছু কিছু ব্যায়াম রয়েছে যা নিয়মিত করলে কোলেস্টেরল কমে। এই ব্যায়ামগুলি ওষুধের উপর রোগীর নির্ভরতাও কমায়।

​কোলেস্টেরল থেকে বিপদ বড়​

মেয়ো ক্লিনিক জানাচ্ছে, কোলেস্টেরল শরীরে বৃদ্ধি পেলে অনেক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আসলে খারাপ কোলেস্টেরল রক্তনালীর ভিতরে জমে যায়। ফলে স্বাভাবিক রক্তচলাচল হয় না। এই কারণে কিছু অসুখ বাসা বাঁধে। এক্ষেত্রে রোগীর বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

সাধারণত কোলেস্টেরল বৃদ্ধির কোনও লক্ষণ প্রথম পর্যায়ে দেখা যায় না। তাই প্রতি বছরে অন্তত ১ বার টেস্ট করুন। আর কোলেস্টেরল ধরা পড়লে এই ব্যায়ামগুলি করতে হবে।

​হাঁটতে হবে মশাই​

মেডিক্যাল নিউজ টুডে জানাচ্ছে, কোলেস্টেরল বৃদ্ধি পেলে আপনাকে নিয়মিত হাঁটতে হবে। দেখা গিয়েছে, সপ্তাহে মাত্র ৫ দিন ৩০ মিনিট করে হাঁটলেই লাভ মেলে। তাই যাঁরা অন্য কোনও ব্যায়াম করতে পারবেন না, তাঁরা হাঁটতে পারেন। তবে হেলেদুলে হাঁটলে চলবে না। বরং আপনাকে জোর কদমে হাঁটতে হবে। জোরে হাঁটাকে বলা হয় ব্রিসক ওয়াকিং। এভাবে হাঁটলেই মিলবে উপকার।

দৌড়াতে পারেন​

হাঁটার থেকেও বেশি উপকার মেলে দৌড়ালে। দৌড়ের মাধ্যমে কোলেস্টেরল কমে খুব দ্রুত গতিতে। এমনকী ওজন কমে। আপনি ফিট থাকতে পারবেন। ২০১৯ সালে ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়েছে যে, নিয়মিত দৌড়ালে মৃত্যুর আশঙ্কা কয়েকগুণ কমে। এছাড়াও বিভিন্ন গবেষণায় এটাও প্রমাণিত যে দৌড়ালে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। তাই প্রতিদিন কিছুটা সময় অন্তত দৌড়ান।

সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন​

সাইকেল চালানো একটি এরোবিক এক্সারসাইজ। এই এক্সারসাইজ নিয়মিত করতে পারলেও কমে কোলেস্টেরল। জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো যে, নিয়মিত সাইকেল চালানো ব্যক্তিদের কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। এমনকী এনাদের কার্ডিওভাস্কুলার অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কয়েকগুণ কম। তাই সাইকেলে রোজ প্যাডেল করার অভ্যাস চালিয়ে যান।

​রেজিস্টেন্স ট্রেনিং করা দরকার​

রেজিস্টেন্স ট্রেনিং করতে পারলে অত্যন্ত উপকার মেলে। জিমে গিয়ে আপনি এই এক্সারসাইজ করতে পারেন। এছাড়া ঘরেও করা যেতে পারে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এক্ষেত্রে পুশআপ, স্টমাক ক্রাঞ্চেস, ওয়েট লিফটিং, চেস্ট প্রেসেস, ডেড লিফটস, কার্ল, স্কোয়াটের মতো ব্যায়াম নিয়মিত করুন। দেখবেন অনায়াসে কোলেস্টেরল কমছে।

Disclaimer: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: এই ৫ পানীয় মুখে তুললেই নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার
আরও পড়ুন: প্রস্রাবের রং ধূসর হলেই সোজা যান চিকিৎসকের কাছে! কী কী কারণে থাকতে পারে পিছনে? জানুন

লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর