অ্যাপশহর

এক ভ্যাকসিনেই AIDS মুক্তি! জাস্ট আর একধাপ দূরে

এইডস ভ্যাকসিনের চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হল দক্ষিণ আফ্রিকায়। বিজ্ঞানীরা এতটাই আশাবাদী, দাবি করেছেন নয়া ভ্যাকসিন এইডসের কফিনে শেষ পেরেক পুঁতে দেবে।

EiSamay.Com 1 Dec 2016, 7:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এইডস ভ্যাকসিনের চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হল দক্ষিণ আফ্রিকায়। বিজ্ঞানীরা এতটাই আশাবাদী, দাবি করেছেন নয়া ভ্যাকসিন এইডসের কফিনে শেষ পেরেক পুঁতে দেবে।
EiSamay.Com  world aids day south africa launches major new trial of aids vaccine
এক ভ্যাকসিনেই AIDS মুক্তি! জাস্ট আর একধাপ দূরে


তাঁরা জানিয়েছেন, এর পিছনে প্রায় তিরিশ বছরের গবেষণা রয়েছে। এত দিন ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে অবশেষে সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন। আবিষ্কৃত এইচআইভি ভ্যাকসিন যথেষ্টই কার্যকরী। ধৈর্য ধরে তাঁরা চূড়ান্ত পরীক্ষার অপেক্ষা করছেন। তাতে সাফল্য এলে, নিশ্চিত ভাবেই বিজ্ঞানীরা দাবি করতে পারবেন এইডসের কফিনে শেষ পেরেক এই নয়া ভ্যাকসিন।

জানি গিয়েছে, ১৮ থেকে ৩৫-এর মধ্যে বয়স এমন ৫,৪০০ জনের উপর নারী-পুরুষের উপর এই পরীক্ষা চালানো হবে। এ জন্য দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে।

মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জিস অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর ডিরেক্টর অ্যান্টনি ফাউসি জানিয়েছেন, এইচআইভি-র ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দেবে।

বিশ্বে এইচআইভি সংক্রমণের হার সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। ১৯.০২ শতাংশ। যে কারণে চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দক্ষিণ আফ্রিকাকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। প্রতিদিন নতুন করে ১০০০ জন তরুণ-তরুণী আক্রান্ত হচ্ছেন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল