অ্যাপশহর

আজব কাণ্ড! ঘুঁটেকে কেক হিসেবে খেয়ে রিভিউ দিলেন ক্রেতা

খাঁটি গোবরে তৈরি কেক কিনে তার স্বাদ নিয়েছেন তিনি। তারপর ধৈর্য ধরে লিখলেন রিভিউও। রিভিউ পড়ে সকলে খুব অবাক। এই নিয়ে খুব উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। সকলেরই কৌতূহলের কেন্দ্রে ওই ক্রেতার রিভিউ।

EiSamay.Com 22 Jan 2021, 2:45 pm

হাইলাইটস

  • এই রিভিউ পড়ে সকলে খুব অবাক। এই নিয়ে খুব উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
  • অনেকে বলছেন যে, যেহেতু অনলাইনে ঘুটেকে গোবরের কেক বা কাউ ডাং কেক হিসেব উল্লেখ করা থাকে
  • তাই সম্ভবত ওই ব্যক্তি এটি আসল কেক হিসেবে অর্ডার করেন এবং খেয়ে ফেলেন।
EiSamay.Com Cow Dung Cakes
ঘুঁটে
এই সময় ডিজিটাল ডেস্ক: কখনও ভেবেছেন ঘুঁটে কেউ খায়? প্রশ্নটি শুনলে খুব অবাক লাগলেও এমনই ঘটেছে বাস্তবে।
অনলাইন শপিং সাইট আমাজনের (Amazon) এক ক্রেতা ঠিক তেমনটাই করেছেন। অনলাইন শপিং সাইট অ্যামাজন থেকে বস্তুটি অর্ডার করেন। অ্যামাজনে বিক্রি হয় কাউ ডাং কেক হিসেবে। তিনি সেটি পয়সা দিয়ে অর্ডার করেন। এরপর খাঁটি গোবরে তৈরি কেকেক স্বাদও নিলেন তিনি। তারপর লিখলেন রিভিউও। আপাতত তাঁর সেই কাউ ডাং কেক খাওয়ার অভিজ্ঞতা নেটদুনিয়ায় ভাইরাল হয়। সকলেরই কৌতূহলের কেন্দ্রে ওই ক্রেতার রিভিউ।

খাঁটি গোবরে তৈরি কেক কিনে তার স্বাদ নিয়েছেন তিনি। তারপর ধৈর্য ধরে লিখলেন রিভিউও। আপাতত তাঁর সেই অভিজ্ঞতাই নেটদুনিয়ায় ভাইরাল। সকলেরই কৌতূহলের কেন্দ্রে ওই ক্রেতার রিভিউ। কাউ ডাং কেক খেয়ে রিভিউতে লেখেন, 'আমি এটি খেয়েছি, এর স্বাদ খুব খারাপ'। এটি ছিল ঘাসের মতো এবং স্বাদে কাদা জাতীয়। এটা খেয়ে আমার পেট খারাপ হয়। এটি প্রস্তুত করার সময় দয়া করে একটু পরিষ্কার ভাবে করুন। এছাড়াও, এই পণ্যটির স্বাদ এবং শুষ্ক করে প্রস্তুত করুন। রিভিউয়ে এত বিস্তারিত লিখেছেন তিনি।



এই রিভিউ পড়ে সকলে খুব অবাক। এই নিয়ে খুব উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে বলছেন যে, যেহেতু অনলাইনে ঘুটেকে গোবরের কেক বা কাউ ডাং কেক হিসেব উল্লেখ করা থাকে, তাই সম্ভবত ওই ব্যক্তি এটি আসল কেক হিসেবে অর্ডার করেন এবং খেয়ে ফেলেন। সেই কারণেই এইভাবে খেয়ে তিনি রিভিউ লিখেছেন!

এই রিভিউটি দেখে মজা পেয়ে তা ভাইরাল করেছেন সঞ্জয় অরোরা। সঙ্গে রিভিউয়ের স্ক্রিন শট। তবে গোবর কেক কিন্তু আমাজন খাওয়ার জন্য বিক্রি করছে না। তাতে স্পষ্ট লেখা, পুজো এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে। ১০০ শতাং খাঁটি গোবরে তৈরি এটি। যথাযথ যত্ন সহকারে তা তৈরি করা হয়েছে। এমনকী এই কেক বাড়িতে রেখে দিলে বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় বলেও আমাজন নিজেদের পণ্যের বিজ্ঞাপন করেছে। কিন্তু কোথাও খাওয়ার কথাই নেই। তা সত্ত্বেও ওই ক্রেতা সটান খেয়ে ফেললেন!

কয়েক বছর আগেও বেশির ভাগ গৃহস্থ বাড়িতে রান্নার জন্য রান্নাঘরে কিংবা সিঁড়ির নীচে কয়লা আর ঘুঁটের সহাবস্থান দেখতেই অভ্যস্থ ছিল৷ অথচ শহর তো বটেই, বিভিন্ন জেলার গ্রামাঞ্চলেও এখন রান্না করার ক্ষেত্রে ঘুঁটের ব্যবহার কমতে কমতে প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে৷ ফলে ভরসা হয়ে উঠেছে অনলাইন সংস্থার উপর।

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল