অ্যাপশহর

এক সপ্তাহে পেটের মেদ যে ভাবে ঝরবে সুইট কর্নে! জানুন রেসিপি

সুইট কর্নের সঙ্গে সামান্য মাখন আর গোলমরিচ গুঁড়োতেই তৈরি হবে দারুণ এই চার্ট

EiSamay.Com 24 Jan 2021, 8:26 pm
স্টার্টার হিসেবে সুইট কর্নের চার্চ কিংবা ক্রিসপি চিলি বেবি কর্ন সবার প্রিয়। এছাড়াও কর্নের স্যুপ থেকে শুরু করে স্যান্ডউইচ কার না খেতে ভালোলাগে! আর এই ছোট্ট মিষ্টি ভুট্টার দানা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। হলুদ রঙের মিষ্টি এই ছোট দানা দেখলে লোভ সামলানো দায়। এছাড়াও কর্নে আছে লুটেন, জেক্সানথিন। যা চোখের জন্য খুবই উপকারী। আর ভুট্টাতে আছে প্রচুর পরিমাণ ফাইবার, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন। যা শরীর ভালো রাখে, হজম শক্তি বাড়িয়ে তোলে। ভুট্টা প্রথম আবিষ্কৃত হয় মেক্সিকোতে। কিন্তু তখন ভুট্টা খাওয়ার খুব একটা প্রচলন ছিল না। তবে ওজন কমাতে ভুট্টা খুবই উপকারী। প্রতিদিন ভুট্টা খেলে এক সপ্তাহেই জমবে পেটের ফ্যাট। এছাড়াও জেনে নিন, ভুট্টার আরও কী কী উপকারিতা রয়েছে। সেই সঙ্গে রইল একটি ডায়েট রেসিপিও।
EiSamay.Com sweetcorn for weight loss and know how to make healthy corn recipe
এক সপ্তাহে পেটের মেদ যে ভাবে ঝরবে সুইট কর্নে! জানুন রেসিপি


রক্তাল্পতা থেকে রক্ষা

কর্নের মধ্যে থাকে ভিটামিন বি১২, ফোলিক অ্যাসিড, আয়রন। যা রক্তে লোহিত রক্ত কনিকা বাড়াতে সাহায্য করে। এছাড়াও জটিল কার্বোহাইড্রেট সহজে ভেঙে হজম করিয়ে দেয় কর্ন। আর পুষ্টি তো আছেই। এক কাপ কর্নে ক্যালোরি থাকে ১২৫ ক্যালোরি, কার্বোহাইড্রেট ২৭ গ্রাম, প্রোটিন ৪ গ্রাম, সুগার ৯ গ্রাম, ফ্যাট ২ গ্রাম আর আয়রন ৭৫ মিলিগ্রাম।

এনার্জি বাড়ায়

যে কোনও খেলোয়াড়দের বলা হয় ব্রেকফাস্টে অবশ্যই কর্ন রাখতে। এছাড়াও যাঁরা বেশি ঘামেন তাঁদেরও কর্ন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কারণ কর্ন চটজলদি শক্তি দেয় শরীরকে। মস্তিষ্ক ও স্নায়ুকেও নিয়ন্ত্রণে রাখে কর্ন। সেই সঙ্গে শরীরকে নানা ভাবে সুস্থ রাখে মিষ্টি ভুট্টার দানা।

ওজন বাড়াতে চাইলে

ওজন কমাতে চাইলে যেমন ভুট্টা খুবই ভালো তেমনই ভুট্টায় থাকা স্টার্চ ওজন কমাতেও সাহায্য করে। তবে যাঁরা ওজন বাড়াতে চান তাঁদেরও নিয়মিত ভুট্টা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে ফাইবার, ক্যালোরি বেশি পরিমাণে থাকে। আর তাই যাঁরা অপুষ্টিতে ভুগছেন, ওজন বাড়াতে চাইছেন তাঁদের দুবেলা কর্ন খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

রক্তচাপ কম থাকলে

সুইট কর্নের মধ্যে থাকে ভিটামিন, খনিজ সহ আরও কিছু পুষ্টিকর উপাদান। এছাড়াও থাকে B1, B5 ইত্যাদি। সেই সঙ্গে রোগ প্রতিরোধকারী কোশ তৈরিতেও সাহায্য করে সুইট কর্ন। আর তাই যাঁরা ডায়াবিটিসে ভুগছেন, যাঁদের রক্তচাপের সমস্যা রয়েছে তাঁদের সুইট কর্ন খেতে বলা হয়। সেই সঙ্গে ত্বক ভালো রাখা, ফ্যাট কমানো এসবেও সাহায্য করে কর্ন।

যেভাবে বানাবেন ডায়েট কর্ন

সুইট কর্ন- ১০০ গ্রাম

পেঁয়াজ কুচি

ক্যাপসিকাম কুচি

টমেটো কুচি

গোলমরিচ গুঁড়ো

মাখন

নুন

লেবুর রস

কর্ন ভাপিয়ে নিন। এবার নুন, গোলমরিচের গুঁড়ো, মাখন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। বিকেলের স্ন্যাক্সের জন্য খুবই ভালো। পেটও ভরবে। আর ফ্যাটও নেই।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল