অ্যাপশহর

রাজনন্দিনী পোলাও ভালো...ব্যর্থ প্রাণে জ্বালাও আলো!

মাছ-মাংস তো আমরা রোজই খেয়ে থাকি । এবার একটু জিভের স্বাদ বদল করা যাক।

EiSamay.Com 5 Sep 2018, 2:06 pm
মাছ-মাংস তো আমরা রোজই খেয়ে থাকি । এবার একটু জিভের স্বাদ বদল করা যাক। তবে নিরামিষ খাবার তৈরি করতে হলে তেমন কোন প্ররিশ্রম না করলেও স্বাদ বজায় রাখতে ভাল মানের রেসিপি জানতে হয়। মা-ঠাকুমাদের হাতে ঐতিহ্যবাহী নিরামিষ তরকারি সবাই কিন্তু হাত চেটে খায়। তাই আজকে আপনাদের জন্য রইল পোলাও রাজনন্দিনী
EiSamay.Com polaoo


পোলাও রাজনন্দিনী

উপকরণ
গোবিন্দভোগ চাল (১ কেজি), ঘি (১০০ গ্রাম), কড়াইশুঁটি (১০০ গ্রাম), ফুলকপি (১০০ গ্রাম), কিশমিশ (১০ গ্রাম), ছোট এলাচ (৫ গ্রাম), লবঙ্গ (৫ গ্রাম), জায়ফল (১০ গ্রাম), জয়ত্রি (৫ গ্রাম), দারচিনি (৫ গ্রাম), তেজপাতা (১ টা), নুন-চিনি (স্বাদমতো), কাজু (১০০ গ্রাম), কেশর (১ গ্রাম)।

পদ্ধতি
গোবিন্দভোগ চাল জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ফুলকপিটা ছোট ছোট টুকরোতে কেটে তেলে ভেজে তুলে রাখুন।
এর পর কড়াইশুঁটি সেদ্ধ করে নিন। হাঁড়িতে জল ফুটিয়ে তার মধ্যে দিন গরম মশলা, নুন, ঘি, চিনি এবং পুরোটা মিনিট ১৫ ফোটান। এবার অর মধ্যে একে একে ভেজানো চাল, কেশর, কাজু ও কিশমিশ দিন। এরপর দিন ফুলকপি, কড়াইশুঁটি এবং ভালভাবে মিশিয়ে দিন।

হাঁড়ির ঢাকনা বন্ধ করে রান্না করুন। এবার আঁচে চাটু বা তাওয়া বসিয়ে তার ওপর বসান পোলাও-এর হাঁড়ি। ভাপের তাপে রান্না করুন পোলাও রাজনন্দিনী।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল