অ্যাপশহর

আলফানসো নাকি আম্রপালী? সেরা আমের বিচারে Twitter-এ ধুন্ধুমার লড়াই!

আম খেতে ভালোবাসেন না, এ দেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! এখন আমের ভরা মরসুম। কাঁচা হোক বা পাকা, প্রায় প্রতিদিনের বাজারের সঙ্গেই আম আসছে বাড়িতে। আলফানসো-প্রেমীরা ঝাঁপিয়ে পড়েন তাঁদের এই আমের প্রজাতিকে বাঁচাতে।

EiSamay.Com 13 Apr 2021, 11:54 am

হাইলাইটস

  • আম খেতে ভালোবাসেন না, এ দেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল!
  • এখন আমের ভরা মরসুম। কাঁচা হোক বা পাকা, প্রায় প্রতিদিনের বাজারের সঙ্গেই আম আসছে বাড়িতে।
  • তাপমাত্রার পারদ যখন ক্রমশ উর্দ্ধমুখী, তখন গরম সহ্য করা যায় যদি পাতে থাকে ফ্রিজে রাখা ল্যাংড়া, ফজলি, আম্রপালি বা হিমসাগর আমের মোলায়ম কয়েক টুকরো।
EiSamay.Com mango
আম
এই সময় ডিজিটাল ডেস্ক: আম খেতে ভালোবাসেন না, এ দেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! এখন আমের ভরা মরসুম। কাঁচা হোক বা পাকা, প্রায় প্রতিদিনের বাজারের সঙ্গেই আম আসছে বাড়িতে। তাপমাত্রার পারদ যখন ক্রমশ উর্দ্ধমুখী, তখন গরম সহ্য করা যায় যদি পাতে থাকে ফ্রিজে রাখা ল্যাংড়া, ফজলি, আম্রপালি বা হিমসাগর আমের মোলায়ম কয়েক টুকরো।
বেশ কিছু বাঙালি আছেন, আমের জন্যেই গরম কাল প্রিয় তাঁদের। এখন ফলের বাজারে গেলে যেন আমের গন্ধ পাগল করে দেয়। বাজারে থরে থরে সাজানো পাকা আম। কিন্তু কিনতে গেলেই অনেকের মনে খটকা লাগে, এত আমের মধ্যে আসলে কিনব কোন আম? কোনটা বেশি স্বাদের হবে?

এমনই এক আমের সেরা কে, তা নিয়ে যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে শুরু হয় আলফানসো আম দিয়ে। এক নেটিজেন বলেন, যে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব পায় আলফানসো। একমাত্র ব্র্যান্ড সচেতন ব্যক্তিরাই এর স্বাদ পান। অনেকেই তাঁর এই কথা সমর্থন করে নেন।



এদিকে, আলফানসো-প্রেমীরা ঝাঁপিয়ে পড়েন তাঁদের এই আমের প্রজাতিকে বাঁচাতে। এর মধ্যে একজন নেটিজেন মন্তব্য করেন, যাঁরা ওটিটি দেখেন তাঁরা রেডিও শোনার মজা কী ভাবে বুঝবেন? ব্যাস শুরু হয়ে যা, ধুন্ধুমার লড়াই। বাদ যায়নি ল্যাংড়া ও দশেরিও। কয়েকটা ভোট পেয়ে যায়। থেমে থাকেননি কলকাতার বাসিন্দারা। তাঁরাও রীতিমতো কোমর বাঁধেন যুদ্ধে সামিল হয়ে যায়ন। সব আমই ভালো তাবলে হিমসাগর আর মালদার আম ফেলনা নাকি! কিন্তু নেটিজেনরা বুঝতে পারছেন না এক নম্বরে কাকে রাখা যায়।


ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের এবং বিভিন্ন স্বাদের আম পাওয়া যায়। আর সেই নিয়েই Twitter-এ জমে উঠেছে লড়াই। আর এই মিষ্টি লড়াইয়ের বিষয় হল কোন প্রদেশের কোন জাতের আম সেরা। ম্যাংগো ওয়ার হ্যাশট্যাগ দিয়ে সবাই নিজের নিজের অঞ্চলের আমকে এক নম্বরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। কেউ কেউ বলছেন, দক্ষিণ ভারতের বনগণপল্লীও পিছিয়ে নেই। স্বাদে গন্ধে যে এই আমও অতুলনীয়।


একজন নেটিজেন তো বলেন যে কাদের কাদের এই আম চাই, তিনি ঝুড়ি ভর্তি করে পাঠিয়ে দেবেন। শেষমেশ অনুরাধা শুক্লা বলে এক নেটিজেন এই যুদ্ধে সমাপ্তি করেন। তিনি লিখেছেন, প্রতিটি আমই ভালো, তাই তাকে খাস করেই রাখা হোক!

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল