অ্যাপশহর

স্বাদে-গন্ধে অতুলনীয়, ইফতারের জন্যে এবার বিশেষ থালি!

ঘরের খাবার তো আছেই, তারপরও কখনো স্বাদ বদলাতে, কখনো পরিবার বা বন্ধুদের সঙ্গে, কখনওবা আনুষ্ঠানিক আয়োজনে বাইরে ইফতার করাটা এখন একটা অংশ হয়ে উঠেছে।

EiSamay.Com 15 May 2019, 3:02 pm
এই সময় জীবনযাপন ডেস্ক: শুরু হয়ে গিয়েছে রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাসের গুরুত্ব অপরিসীম। গোটা রমজান মাস রোজা বা উপবাস রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই সময় সারা দিনে মাত্র দু-বার খাবার খান। এছাড়াও রমজান মাসে পবিত্র ভাবে জীবন যাপনের নির্দেশ রয়েছে কোরানে।
EiSamay.Com ইফতার থালি
ইফতার থালি


কিন্তু আজকের দিনে ব্যস্ত সকলেই। ঘরের খাবার তো আছেই, তারপরও কখনো স্বাদ বদলাতে, কখনো পরিবার বা বন্ধুদের সঙ্গে, কখনওবা আনুষ্ঠানিক আয়োজনে বাইরে ইফতার করাটা এখন একটা অংশ হয়ে উঠেছে। ইফতার উপলক্ষ্যে বিশেষ থালি নিয়ে এসেছে কোয়েস্ট মলের কিউ কোর্টের দেশি স্ট্রিট। যার নাম ইফতার থালি। শস্যদানা থেকে শুরু করে সরবত, ফল-মিষ্টি প্রায় সব কিছুই পেয়ে যাবেন একটি থালির মধ্যে। এর জন্য দাম ধার্য করা হয়েছে ১৭৫টাকা। রমজান মাসকে আরও সুন্দর করে তুলতে আত্মীয় বন্ধুদের সঙ্গে নিয়ে চলে যান। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল