অ্যাপশহর

পুজোর ফ্যাশনে এবার থাক রাজকীয় 'Hakoba'ছোঁয়া

যতই অন্য রকম পোশাক থাকুক ঝুলিতে, এথনিক ছাড়া পুজো জমে না। আর এথনিক বলতেই প্রথম যে পোশাকের কথা মাথায় আসে তা হল শাড়ি-পাঞ্জাবি। অষ্টমীর অঞ্জলি শাড়ি ছাড়া মেয়েরা ভাবতেই পারেন না

EiSamay.Com 24 Sep 2021, 6:06 pm
এই সময় জীবনযাপন ডেস্ক: মুখ ভার আকাশের। কখনও মেঘ, কখনও বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলতে ব্যস্ত সে। তবে মাঝে মধ্যে অবশ্য পেঁজা তুলোর মতো মেঘ দেখা দিচ্ছে আকাশে। পুজো আসছে মনে পড়লেই মন আনন্দে নেচে ওঠে। নতুন জামা তো আছেই। সঙ্গে হেয়ার কাট, নতুন জুতো, কুশান কভার, পর্দা সবেতেই আসে রদল বদল। সারা বছর ধরেই পুজোর এই দিনগুলোর জন্য প্ল্যান করে রাখেন সকলেই। সপ্তমীর দিন কী পরবেন, অষ্টমীর সকালে সিল্ক নাকি হ্যান্ডলুন এসব নিয়ে নানা পরিকল্পনা চলতেই থাকে। শপিং করতে কিন্তু সকলেই মোটামুটি ভালোবাসেন। বিশেষত মেয়েরা। আর তাই পুজোর আগে কলকাতায় নতুন স্টোর নিয়ে হাজির হল Ummaira।
EiSamay.Com হাকোবা কালেকশন
হাকোবা কালেকশন


এই রকম ব্লাউজ এবার খুবই জনপ্রিয়


উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন ফ্যাশন ও অভিনয় দুনিয়ার অনেকেই। এথনিক ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। যে কারণে ডিজাইনার ব্লাউজ, শাড়ি, লেহেঙ্গা, স্কার্ট, সিল্কে তাদের সম্ভার সাজিয়েছে উমাইরা। সেই সঙ্গে হাকোবার নতুন কালেকশনও নিয়ে এসেছে উমাইরা। এই প্রজন্মের কাছে হাকোবা খুবই জনপ্রিয়। হাকোবা শব্দের অর্থ হল সংমিশ্রণ। একেবারে পুরনো ডিনের কিছু ডিজাইনের সঙ্গে নতুন নকশার মেলবন্ধনে তৈরি হয় এই হাকোবা। আগেকার দিনে রাজা-রানিদের এমন পোশাক পরতে দেখা যেত। সিল্ক, লেস, সুতির সংমিশ্রণে তৈরি হয় হাকোবা। Ummaira-এর কালেকশনেও রয়েছে তার ছোঁয়া। পুজোর আগে অবশ্যই এবার ঢুঁ মেরে আসুন। পছন্দ হবেই।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল