অ্যাপশহর

Sohini Sarkar: আলতা রাঙানো পা, পিঠে এলানো খোলা চুল! ব্যাকলেস ব্লাউজ ও বেনারসিতে সোহিনী সরকারকে দেখে ঘুম ছুটল ফ্যানদের

Sohini Sarkar Photos: ইনস্টাগ্রামে লাল বেনারসি পরে সোহিনী সরকার ছবি শেয়ার করেছেন। এই বেনারসি শাড়িতে চমৎকার দেখাচ্ছে তাঁকে। কোনওভাবেই তাঁর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। সোহিনীর সেই ছবি মিস করবেন না।

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 30 Nov 2022, 5:00 pm
Sohini Sarkar Hot in Saree: সোহিনী সরকারের রূপে মুগ্ধ তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও তো কম নয়। অসাধারণ অভিনয় দক্ষতায় সবাইকে ইতিমধ্য়েই মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। তবে তাঁর সৌন্দর্য ও অভিনয়ের জন্যই যে তিনি এত জনপ্রিয়, তা কিন্তু নয়। একইসঙ্গে সোহিনী সরকারের স্টাইলিং(Sohini Sarkar Instagram) নিয়েও বারবার আলোচনা করা হয়। যেরকম আউটফিটেই তিনি সাজুন না কেন, অপরূপ দেখায় তাঁকেও। কোনওভাবেই যেন তাঁর দিক থেকে চোখ ফেরানোর উপায় নেই।
EiSamay.Com sohini sarkar styles red banarasi silk saree with a stunning monochromatic blouse
Sohini Sarkar: আলতা রাঙানো পা, পিঠে এলানো খোলা চুল! ব্যাকলেস ব্লাউজ ও বেনারসিতে সোহিনী সরকারকে দেখে ঘুম ছুটল ফ্যানদের


কখনও বোল্ড পশ্চিমী পোশাকেও নজর টানেন সোহিনী। আবার শাড়িতে তিনি অপরূপা। এই অভিনেত্রী যখন লাল রঙের বেনারসি পরে ফটোশ্যুট করেন, তখন তাঁর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। লাল বেনারসির সঙ্গে লাল রঙের ব্লাউজেই সেজেছিলেন সোহিনী সরকার। ( ছবি- ইনস্টাগ্রাম @Sohinisarkar)

কেমন সেজেছিলেন Sohini Sarkar?

সোহিনী সরকার এই লুকের জন্য় লাল রঙের একটি শাড়ি বেছে নিয়েছিলেন। এই শাড়িতে তাঁকে সত্যিই দারুণ দেখাচ্ছিল। লাল মনোটোনে সোহিনীর অপূর্ব সাজ দেখে সবাই প্রশংসা করেছেন। আসলে দুর্গাপুজো উপলক্ষে ফটোশ্য়ুট করেছিলেন অভিনেত্রী।

আর সেই সময়েই এই অপূর্ব লাল বেনারিসতে সেজেছিলেন তিনি। লাল রঙের এই শাড়িতে মাত্র ২-৩টি ছবি শেয়ার করেছেন তিনি। তবে প্রত্যেক ছবিতেই দারুণ দেখাচ্ছে তাঁকে। আপনি নজর সরাতে পারবেন না। সেই ছবি দেখে নিন। সঙ্গে সোহিনীর সাজের খুঁটিনাটিও নজর করবেন কিন্তু।

লাল বেনারসিতে উপচে পড়ল সৌন্দর্য

এই সাজের জন্য সোহিনী একটি লাল রঙের বেনারসি পরেছেন। ডিজাইনার রাজ বন্দ্যোপাধ্যায়ের কালেকশন থেকে এই শাড়ি নেওয়া হয়েছে। যাতে চমৎকার দেখাচ্ছে তাঁকে। আটপৌরে ধাঁচেই এই শাড়ি পরেছেন সোহিনী সরকার।

বাঙালি শৈলীতে শাড়ি পরায় তাঁর লুকে একটি সাবেকি ছোঁয়া এসেছে। লাল রঙের ব্লাউজটি পরে সোহিনী যখন এই লাল বেনারসির আঁচল কাঁধে ফেলেছেন, তখন তাঁর দিক থেকে চোখ ফেরানো যায়নি। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বেনারসির কারুকার্য ছিল দেখার মতোই

সোহিনীর বেনারসিতে অপূর্ব কারুকার্য করা হয়েছে। যেমন এই লাল বেনারসির উপর রয়েছে সোনালি জরির কাজ। সম্পূর্ণ জমিনে ছোট ছোট বুটি এমব্রয়ডারি করা হয়েছে। তবে পাড়ের নকশা সত্যিই প্রশংসা করার মতোই। পাড়ের ভারী কারুকার্য আলাদা করে নজর কেড়েছে।

হ্যান্ড ক্রাফটেড এই বেনারসিতে উপচে পড়েছে সৌন্দর্য। আঁচলেও অপূর্ব কাজ করা হয়েছে। যা শাড়ির শোভা বাড়িয়েছে।

লাল ব্লাউজে মোহময়ী

এই শাড়ির সঙ্গে লাল ব্লাউজেই স্টাইল করেছেন অভিনেত্রী। কোনওভাবেই লাল মনোটোন ব্রেক হতে দেননি। কনট্রাস্ট এলিমেন্ট রাখেননি লুকে। লাল রঙের এই বেনারসির সঙ্গে সোহিনী যে ব্লাউজটি পরেছেন, তা সম্পূর্ণ ব্যাকলেস। জরির অপূর্ব কাজ করা হয়েছে।

এলবো স্লিভ ব্লাউজের নেকলাইনও যথেষ্ট ডিপ। ব্লাউজের স্লিভে ও নেকলাইন বরাবর যে কারুকার্য করা হয়েছে, তা সত্যিই দারুণ। কী সুন্দর মানিয়েছে অভিনেত্রীকে।

কী বললেন ইশা, অদ্রিজা?

যাই হোক, বেনারসি পরে হাত ও পায়ে আলতায় রাঙিয়েছেন সোহিনী সরকার। গলায় ও কানে সুন্দর গয়না পরেছেন। সোনালি এই গয়নায় খুব ভালো দেখাচ্ছে তাঁকে। কপালে তিনি যে টিকলি পরেছেন, তা প্রশংসা করার মতোই।

চুল খোলা রেখেছেন সোহিনী। কপালে লাল টিপ তাঁর সৌন্দর্য বাড়িয়েছে। কাজল কালো চোখে তাঁকে আরও মায়াবী দেখাচ্ছে। অভিনেত্রী ইশা সাহা ও অদ্রিজাও সোহিনীর এই সাজের প্রশংসা করেছে। আপনার কেমন লাগল? কমেন্টে অবশ্যই জানাবেন।

দামি দামি ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করেন মিমি-নুসরতরা, যার দাম শুনলে চোখ কপালে উঠবে আচ্ছা আচ্ছা লোকেরও!

হাজার লড়াই পেরিয়ে অবশেষে 'মালা বদল' ফতিমা-আদিলার, লহেঙ্গায় অপূর্ব সাজ, মুহর্তে ভাইরাল বিয়ের ছবি!

লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর