অ্যাপশহর

Summer Fashion: কিয়ারার শর্টস থেকে শ্রদ্ধার এই ড্রেস, গরমে আরাম দেবে আর স্টাইলিংয়েও ১ নম্বর! দেখে নিন আপনিও

গরমে এমন কিছু পোশাক পরা উচিত, যা আমাদের জন্য় যথেষ্ট আরামদায়ক হয়। সেরকম পোশাকই বেছে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর ও কিয়ারা আদবানি। এই গরমে উবর কুল শর্টস এবং টি-শার্টেই শহরের বিভিন্ন প্রান্তে তাঁদের দেখা যাচ্ছে। তাঁদের সামার ফ্যাশন দেখে আমাদেরই হিংসে হচ্ছে। তাঁদের আউটফিট গরমের পরার জন্য় আদর্শ পোশাকের উদাহরণ হয়ে উঠছে আমাদের কাছে। আপনি কি তাঁদের ছবিগুলো দেখেছেন?

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 6 May 2022, 10:14 am
গরমকালে নানারকম উজ্জ্বল রঙ নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতেই পারেন। শর্ট ড্রেসও পরা যায় এই সময়ে। বিশেষ করে আমাদের মধ্য়ে শর্টস খুব জনপ্রিয়। যাঁরা ছোট ঝুলের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁরা অন্তত এই পোশাকটি যথেষ্ট পছন্দ করেন। এইক্ষেত্রে আপনাকে বলে রাখি, শুধুমাত্র আপনি বা আমিই যে শর্টস পরতে পছন্দ করি তা নয়। বলিউড ডিভারাও কিন্তু এই গরমে শর্টসকেই বার বার প্রাধান্য় দিচ্ছেন। কিয়ারা আডবানি, শ্রদ্ধা কাপুরদের দেখা যাচ্ছে তাঁরা ক্যাজুয়াল শর্টস এবং টি-শার্ট পরেই ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের ড্রেসিং আমাদের 'সামার ড্রেস আপ'-এর জন্য় আদর্শ উদাহরণ হয়ে উঠেছে। কিয়ারা পরেছিলেন নীল ডেনিম শর্টস, এদিকে শ্রদ্ধা পরেছিলেন ব্লু সাইকলিং শর্টস।
EiSamay.Com Fashion

ছবি - instagram/shraddhakapoor


কিয়ারা ডেনিম শর্টস পরেছিলেন, সঙ্গে পরেছিলেন ক্রপ টপ। এর সঙ্গে একটি নিওন লাইম জ্যাকেট তিনি পরেছিলেন। সফট কার্ল আর ন্য়ুড মেকআপে কিয়ারাকে খুব সুন্দর দেখাচ্ছিল। পোশাকের সঙ্গে চোকার নেকলেস এবং সাদা স্ট্র্যাপ হিল পরে সত্য়িই ভালো লাগছিল তাঁকে।
অন্য়দিকে শ্রদ্ধা পরেন নীল রঙের সাইকলিং শর্টস। এর সঙ্গে নীল রঙের টি-শার্ট পরেন তিনি। শ্রদ্ধা অত্য়ন্ত অল্প মেকআপ করেছিলেন। সাদা ফ্রেমের সানগ্লাস এবং সাদা স্ট্র্যাপ হিল পরে দারুণ দেখাচ্ছিল তাঁকে।
আরও পড়ুন- গলায় মঙ্গলসূত্র, হাতকাটা ব্লাউজে নুসরতের জাদু! দেখে পাগল ভক্তরা...

ছবি - instagram/kiaraaliaadvani


কিয়ারার পছন্দের পোশাক আগেও তাঁর অনুরাগীদের মুগ্ধ করেছে। তাঁর ফ্যাশন সেন্সের প্রশংসা হয়েছে সব সময়। এর আগেও তাঁকে উজ্জ্বল হলুদ রঙের গাউন পরতে দেখা গিয়েছে। তার সঙ্গে কিয়ারা পরেছিলেন ন্য়ুড হিলস এবং সোনালি হুপ ইয়াররিংস। মেসি পনিটেল এবং ন্যুড মেকআপে কিয়ারাকে সত্য়িই দারুণ দেখাচ্ছিল। মনোক্রম্যাটিক এই ফ্যাশনে কিয়ারাকে দেখে চোখ ফেরানো দায়।

ছবি - instagram/shraddhakapoor


শ্রদ্ধার কথাই বা বাদ যায় কেন?শ্রদ্ধা প্যাস্টেল শেডের ফ্লোরাল লহেঙ্গা পরেছিলেন। ক্রিশা বাজাজ এই পোশাকটি ডিজাইন করেন। এতে বিডওয়ার্ক, এমবেলিশমেন্ট, স্টোন এবং সবুজ, সাদা, গোলাপি এবং হলুদ রঙের এমব্রয়ডারি কাজ করা। ডিপ নেকলাই এবং ফ্লোরাল এমবেলিশমেন্টের স্ট্র্যাপি ব্লাউজের সঙ্গে শ্রদ্ধা এই পোশাকটি পরেন। আপনারও কি মনে হয় না শ্রদ্ধাকে এই লহেঙ্গা আউটফিটে দারুণ দেখাচ্ছিল!
এই গরমে পোশাক বেছে নেওয়ার সময় আপনি শ্রদ্ধা বা কিয়ারার মতোই সামার আউটফিট বেছে নিতে পারেন। ক্যাজুয়াল ড্রেস আপ করার সময় আপনি এই ধরনের শর্টস, টি-শার্ট পরতে পারেন। ট্রেন্ডের কথা মাথায় রেখে গুরুত্ব দিতে পারেন নিওন রঙকে। এদিকে কোনও অনুষ্ঠানে বা পার্টিতে নিমন্ত্রণ থাকলে কিয়ারার মতো গাউন ও শ্রদ্ধার মতো একটি লহেঙ্গা আউটফিট পরতে পারেন আপনি। খুব সুন্দর দেখতে লাগবে।
লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর