অ্যাপশহর

Ritabhari Chakraborty: লেসের ব্রা ও সাদা শার্টে হটনেসের ছড়াছড়ি! ঋতাভরীর দুর্দান্ত লুক দেখে প্রেমে পড়লেন সবাই

Ritabhari Chakraborty Bold Look: সম্প্রতি ওভারসাইজড সাদা শার্টে ক্যাজুয়াল লুকে ঋতাভরী চক্রবর্তী ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ঋতাভরীর এই লুকে রয়েছে একাধিক বোল্ড এলিমেন্ট। যা মুহূর্তেই নজর কাড়ছে সবার। তাঁকে দেখে কোনওভাবেই চোখ ফেরানোর উপায় নেই। ভীষণ সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে। ঋতাভরীর নতুন লুকের ছবি দেখেছেন? কোনওভাবেই মিস করবেন না কিন্তু...

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 25 Jul 2022, 5:45 pm
তাঁর মিষ্টি হাসি ও সৌন্দর্যের জন্যেই এক ডাকেই সবাই চেনেন। তাঁর অভিনয় দক্ষতারও যথেষ্ট প্রশংসা হয়। কিন্তু একইভাবে তাঁর স্টাইলিংও যে দারুণ, তা প্রমাণ করেন বারবার। কথা হচ্ছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)। শুধুমাত্র কিউট লুকই নয়, তিনি যে শুধুমাত্র একটি ওভারসাইজড শার্টের সাহায্যেও বোল্ড লুক তৈরি করতে পারেন, তা প্রমাণ করে দিয়েছেন।
EiSamay.Com ritabhari chakraborty styles an oversized white shirt adding a bold touch to the casual look
Ritabhari Chakraborty: লেসের ব্রা ও সাদা শার্টে হটনেসের ছড়াছড়ি! ঋতাভরীর দুর্দান্ত লুক দেখে প্রেমে পড়লেন সবাই


সম্প্রতি(White Oversized Shirt) সাদা ওভারসাইজড শার্টে ঋতাভরী চক্রবর্তী নতুন লুকের ছবি শেয়ার করেছেন। আর সেই লুক দেখে চোখ ফেরানোর উপায় নেই। এতটাই দুর্দান্ত দেখতে লাগছে তাঁকে। শুধুমাত্র একটি হোয়াইট শার্টেও যে এরকম বোল্ড লুক তৈরি করা যায়, তা প্রমাণ করে দিয়েছেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম @ritabhari_chakraborty)

সাদা শার্টের এই দিকেই নজর গেল সবার

একটি শুধুমাত্র একটি সাদা শার্ট রয়েছে ঋতাভরীর পরনে। কোনও ভারী গয়না নেই, কোনও জমকালো পোশাক নেই। শুধু একটি সাদা ওভারসাইজড শার্টেই স্টাইলিং করেছেন তিনি। আর এই শার্টে নজর কেড়েছেন সবার। সাদা ওভারসাইজড শার্ট তাঁকে দারুণ মানিয়েছে।

তাঁর ফিগারকে ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। এই শার্টের অধিকাংশ বোতামই খোলা রেখেছেন অভিনেত্রী। শুধুমাত্র বুকের কাছে একটি বা দুটি বোতাম লাগিয়ে রেখেছেন তিনি। আর এই বিষয়টিই লুকে হট টাচ দিয়েছে। দারুণ দেখাচ্ছে তাঁকে।

কাঁধ থেকে শার্ট সরাতেই…

ঋতাভরী চক্রবর্তী খুব ভালো করেই জানেন, কীভাবে একটি ওভারসাইজড সাদা শার্ট তিনি স্টাইলিং করতে পারেন। আর তাঁর এই লুকে প্রকাশ পেল সেই বিষয়টিই। ওভারসাইজড সাদা শার্ট স্টাইলিং করার সময় কাঁধ থেকে সামান্যই সরিয়ে দিলেন শার্ট।

আর এই বিষয়টিই তাঁর লুকে আরও বেশি হটনেস যোগ করল। দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। যে কোনও ওভারসাইজড মনোক্রম্যাটিক ড্রেসে স্টাইল করার সময় এই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। যেন আপনার লুকে এমন কোনও বিষয় থাকে, যা আউটফিটকে ইউনিক করে তোলে।

…যে কারণে নজর কাড়লেন

এই ড্রেসের সঙ্গে একটি নজরকাড়া লেসের অন্তর্বাস স্টাইল করেছেন তিনি। আর কোনওরকম ছুঁতমার্গ না রেখেই নিজের মতো করে এটি ঋতাভরী। দারুণ দেখতে লাগছে তাঁকে। লেসের অন্তর্বাসে উপচে পড়ছে হটনেস।

এই অন্তর্বাস বিষয়টির সঙ্গে যে কোনওরকম ছুঁতমার্গ জড়িয়ে থাকতে পারে না, তা অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন। কালো লেসের অন্তর্বাসটি সত্যিই দারুণ, আর সাদা মনোক্রম্যাটিক শার্টের সঙ্গে বেশ কনট্রাস্ট তৈরি হয়েছে। দুর্দান্ত দেখাচ্ছে ঋতাভরী চক্রবর্তীকে।

টোনড পা ফ্লন্ট করলেন জমিয়ে

এই শার্টটি থাই লেন্থ। তাই এই ছোট্ট ঝুলের ওভারসাইজড শার্টে নিজের টোনড সুন্দর পা ফ্লন্ট করার কোনও সুযোগই ছাড়লেন না অভিনেত্রী ঋতাভরী। তাঁকে দেখে সবাই মুগ্ধ।

এই লুকটি সম্পূর্ণ ক্যাজুয়ালই রাখতে চেয়েছেন তিনি। প্রকাশ পেয়েছে সেই বিষয়টিও। হাতে একটি কফি কাপ ধরে রেখেছেন। তাঁর মন মাতানো হাসিতেই পাগল হয়েছেন অনুরাগীরা।

সাদা শার্টে আপনি কীভাবে স্টাইল করতে পারেন?

শুধু ঋতাভরী চক্রবর্তীই নয়, অনেক বলিউড অভিনেত্রীও শুধুমাত্র সাদা শার্টে স্টাইলিং করেছেন। তার মধ্য়ে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। তাই অভিনেত্রীদের মতো সাদা শার্টে আপনিও স্টাইল করতে পারেন। এক্ষেত্রে লেদার স্কিনি প্যান্টের সঙ্গে পরতে পারেন এই ধরনের শার্ট।

এছাড়াও সাদা শার্টকে ড্রেসের মতোও পরতে পারেন। সেক্ষেত্রে লুকে একটি বেল্ট যোগ করতে ভুলবেন না। এটি আপনার লুককে আরও দারুণ করে তোলে। আপনি কোন লুকটি তৈরি করতে চান? আমাদের জানাতে ভুলবেন না…

আরও পডুন: ডিপনেক বডিফিট ড্রেসে বোল্ড ফটোশ্যুট নুসরত জাহানের! তৃণমূল সাংসদকে এই লুকে দেখে হাঁ সবাই

আরও পডুন: ডিপনেক ছোট্ট ড্রেসে উপচে পড়ছে হটনেস! ৪১ বছরেও আগুন লাগাচ্ছেন পাওলি দাম

লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর