অ্যাপশহর

ব্লাউজের ডিজাইনেই ট্রেন্ড সেট করে দেন নীতা আম্বানি

দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ঘরণীই নয়, বরং পৃথক পরিচয় রয়েছে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির। নানান ব্যবসা ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি। তবে এ সবেরই মাঝে তাঁর ফ্যাশান সেন্সও সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকে। শাড়ি বা লেহেঙ্গায় অপূর্ব সুন্দর এবং ফিট দেখায় পঞ্চাষোর্ধ্ব নীতা আম্বানিকে। তবে শুধু শাড়ি বা লেহেঙ্গার ডিজাইনই নয়, বরং তাঁর ব্লাউজও সকলের নজর কাড়ে।

Lipi 17 Nov 2021, 4:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক:বিশেষ বিশেষ অনুষ্ঠানে ট্রাডিশনাল শাড়ি বা লেহেঙ্গা পরে থাকেন নীতা আম্বানী। অসাধারণ সেসব পোষাক। দেখলে মোটের উপর চোখ ফেরানোই যায় না। তবে তাঁর এই ট্রাডিশনাল পোশাকে সবচেয়ে বেশি কারুকার্য করা থাকে তাঁর ব্লাউজে। তাই সেদিকেই বিশেষ নজর থাকে সকল মানুষের। যেখানেই তিনি যান ক্যামেরার মুখ শুধু থাকে সেদিকেই। তিনিই সবার মধ্যমণি। স্টাইল স্টেটমেন্টের এক অনবদ্য উদাহরণ। তাই তাঁকে নিয়ে ফ্যাশন প্রিয় মানুষদের মধ্য বিশেষ আকর্ষণ রয়েছে। অনেকে তাঁকে নকল করেও চলেন। তাই ফ্যাশানের হাল হকিকত জানতে চোখ রাখতেই হবে নিতা আম্বানির ফ্যাশানের দিকে। তবেই আপনি থাকবেন আপ টু দ্য মার্ক। তাই আর দেরি নয়। আসুন দেখে নেওয়া যাক আম্বানী ঘরণীর সেই ফ্যাশান স্টেটমেন্ট।
EiSamay.Com reliance owner mukesh ambani wife nita ambani style trend
ব্লাউজের ডিজাইনেই ট্রেন্ড সেট করে দেন নীতা আম্বানি


ব্লাউজের সঙ্গে এক্সপেরিমেন্ট

ছেলে আকাশের বিয়েতে কাস্টমাইজ ব্লাউজ পরেছিলেন নীতা। তাতে শুভ বিবাহ এবং ছেলে ও পুত্রবধূর নাম লেখা ছিল। আবার আর একটি কাস্টামাইজ ব্লাউজে আরাধ্য দেবতা শ্রীনথজির নকশা করা ছিল। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

ম্যাচিং ব্লাইজ

সাদা হাল্কা কাজ করা শাড়িতে ম্যাচিং ব্লাইজ পরে তাঁকে যেমন সুন্দর দেখায়, তেমনই কন্ট্রাস্ট জড়োয়া ব্লাউজেও লাস্যময়ী দেখায় তাঁকে। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

ট্রাডিশনাল জড়োয়া ব্লাউজ

অনেক সময় কোমর পর্যন্ত লম্বা ট্রাডিশনাল জড়োয়া ব্লাউজ পরে থাকেন তিনি। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

খচিত ব্লাউজ

আবার মেয়ে ইশার বিয়েতে মা-মেয়ে দুজনেই পাথর খচিত ব্লাউজ পরেছিলেন। সাদা ড্রেসে রঙীন পাথর খচিত ব্লাউজ এখন সবচেয়ে বেশি ফ্যাশানে রয়েছে। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

ব্লাউজের হাতার দৈর্ঘ্য কনুই পর্যন্ত

নীতা আম্বানির প্রায় সমস্ত ব্লাউজের হাতার দৈর্ঘ্য কনুই পর্যন্ত হয়। এতে লেস বা পাথর দিয়ে ডিজাইন করা থাকে। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম

পরের খবর