অ্যাপশহর

Paayel Sarkar: থাই স্লিট স্কার্টে ঝড় তুললেন ফ্যানেদের মনে, ডিপনেক টপে ৪০ ছুঁইছুঁই পায়েলকে দেখে থ নেটপাড়া!



Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 19 Apr 2023, 11:24 am
Paayel Sarkar in Co-ord Set: সুন্দর এবং আকর্ষণীয় পোশাকে উপর সবারই নজর পড়ে। এই ধরনের কিছু আউটফিট সবাই সংগ্রহে রাখতে পছন্দ করেন। কোনও অ্যাওয়ার্ড শো-তে তারকারা ঠিক কেমন ধরনের পোশাক পরে গেলেন, কী স্টাইল করলেন, সেসব দিকে নজর থাকে আমাদের প্রত্যেকেরই। তারকাদের ফ্যাশন স্টেটমেন্ট মুগ্ধ করে তাঁর অনুরাগীদের।
EiSamay.Com paayel sarkar looks jaw dropping in sequin co ord set for her photoshoot
Paayel Sarkar: থাই স্লিট স্কার্টে ঝড় তুললেন ফ্যানেদের মনে, ডিপনেক টপে ৪০ ছুঁইছুঁই পায়েলকে দেখে থ নেটপাড়া!

বাঙালি অভিনেত্রী পায়েল সরকারের এরকম একটি লুকই আজ ফিরে দেখলাম আমরা। একটি অসাধারণ কো-অর্ড সেটে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তাঁর ফটোশ্যুটের এক একটি ছবি দাগ কেটে গিয়েছিল অনুরাগীদের মনে…(ইনস্টাগ্রাম @paayelsarkar )

ফ্যাশন গোলস সেট করলেন পায়েল সরকার!

পার্টি আউটফিট প্রত্যেকেই কালেকশনে রাখতে পছন্দ করেন। এক একটি পার্টি ড্রেস আমাদের এতটাই মুগ্ধ করে যে, স্মৃতি থেকে চাইলেও মুছে ফেলা সম্ভব হয় না। পায়েল সরকারের এই আউটফিটটি ঠিক সেরকমই। কী চমৎকার দেখাচ্ছে অভিনেত্রীকে।

কো-অর্ড সেটটি বং বিউটির সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তাঁর দিক থেকে চোখ ফেরানোর কোনও উপায়ই নেই। আমাদের জন্যে দুর্দান্ত ফ্যাশন গোলস সেট করে দিয়েছেন অভিনেত্রী।

কে সেট করেছিলেন পায়েলের এই লুকটি?

পায়েল সরকারের এই লুকটি সেট করেছেন জিৎ সত্য। ক্লোদিং ব্র্যান্ড ‘পশমিনা’-এর থেকে এই আউটফিটটি বেছে নেন পায়েল। আউটফিটের এক একটি ডিটেলিং চোখ ধাঁধানো। প্রশংসা না করে কোনও উপায় নেই।

এই কো-অর্ড সেটে ছিল একটি ক্রপড টপ এবং স্কার্ট। একরঙা এই গর্জিয়াস আউটফিটটি পরে চমৎকার লুক সেট করেছিলেন পায়েল। তাঁকে খুব সুন্দর দেখাচ্ছিল, এই কথা স্বীকার করতেই হয়।

টপের এদিকেই গেল সবার নজর

ক্রপড টপে প্লাঙ্গিং ভি নেকলাইন দেওয়া হয়েছিল। এর উপরে দুর্দান্ত সিকুইন ওয়ার্ক করা হয়েছিল। ছোট ছোট এমবেলিশমেন্ট টপে একটি ব্লিং এফেক্ট দিয়েছিল। তবে এই টপের অন্যতম আকর্ষণ ছিল এর স্লিভ ডিটেলিং।

স্লিভের উপরে চোখ ধাঁধানো রাফেল ডিটেলিং দেওয়া হয়েছিল, যা এই ক্রপড টপে যোগ করেছিল একটি ড্রামাটিক ছোঁয়া। দারুণ দেখাচ্ছিল পায়েলকে!

হাই স্লিট স্কার্টে ঝড় তুললেন!

টপের সঙ্গে একই প্যাটার্নের স্কার্টও স্টাইল করেছিলেন অভিনেত্রী। স্কার্টের উপরেও সিকুইন ওয়ার্ক করা হয়েছিল। শিয়ার ফ্যাব্রিক স্কার্টে দিয়েছিল বোল্ড ছোঁয়া। তবে নজর কেড়েছিল আরও একটি বিষয়।

স্কার্টের বাম দিকে হাই থাই স্লিট দেওয়া হয়েছিল। পায়েলের লুককে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল এই ডিটেলস। পোজ দেওয়ার সময়ে স্লিটে নিজের টোনড পা ফ্লন্ট করার কোনও সুযোগই হাতছাড়া করেননি অভিনেত্রী। এছাড়াও, স্কার্টের কোমরে ছিল থ্রিডি ফ্লোরাল ওয়ার্ক। তাঁর কিলার লুক সহজেই মন জয় করেছিল সবার।

পায়েলের লুকটি কেমন লাগল আপনার?

একটি অ্যাওয়ার্ড শো-এ এই লুক ক্যারি করেছিলেন অভিনেত্রী। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করেছিলেন। তাঁর হেয়ারস্টাইলও ছিল দেখার মতো। গ্ল্যাম মেকআপ সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। মানানসই হিলস এবং জুয়েলারিও পরেছিলেন তিনি।

চাঙ্কি ইয়াররিংস আলাদা করে নজর কেড়েছিল। এক একটি ছবি মুহূর্তেই আগুন লাগিয়েছিল সোশ্য়ালে। পায়েল সরকারের এই লুকটি আপনার কেমন লাগল? কমেন্টে অবশ্য়ই জানান নিজের মতামত।

আরও পড়ুন: স্লিভলেস কালো গাউনে নজরকাড়া শ্রাবন্তী, কিলার পোজ রাতের ঘুম কাড়ল ফ্যানেদের!

আরও পড়ুন: নববর্ষ উদযাপনে শাড়িতে অপরূপা পার্নো-ইশা, দু'জনের মধ্য়ে কে নজর কাড়লেন বেশি?

লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর