অ্যাপশহর

Ishaa Saha: সাদা-লাল শাড়ি পরে গোলাপ ফুলে সাজলেন ইশা সাহা, যিনি দেখলেন তিনিই প্রেমে পড়লেন

Ishaa Saha Photos: সম্প্রতি সাদা লাল শাড়িতে ইশা সাহা ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই শাড়ি পরে খুব খুব ভালো দেখাচ্ছে তাঁকে। ইশা সাহার থেকে চোখ সরানোর উপায় নেই। ঠিক কেমন ছিল তাঁর সাজ? পড়ুন বিস্তারিত...

Produced byইন্দ্রাণী বসু | EiSamay.Com 27 Sep 2022, 3:09 pm
ইশা সাহা (Ishaa Saha) সেই সুন্দরীদের মধ্য়েই একজন, যিনি তাঁর সৌন্দর্যের জন্য বারবার প্রশংসা পেয়েছেন। এমনকী তাঁর স্টাইলিং ও ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয়। সে জন্য অনুরাগীদের মধ্য়ে খুব খুব জনপ্রিয় তিনি। তাই অভিনয়ের জন্য তিনি যেমন প্রশংসা পান, একইভাবে তাঁর স্টাইলিংয়ের জন্যেও আলাদা করে নজর কাড়েন তিনি। ছক ভাঙা স্টাইলিং করে প্রায় সব সময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
EiSamay.Com ishaa saha looks elegant in traditional white saree with red border detailing by parama
Ishaa Saha: সাদা-লাল শাড়ি পরে গোলাপ ফুলে সাজলেন ইশা সাহা, যিনি দেখলেন তিনিই প্রেমে পড়লেন


কখনও জিন্সের সঙ্গে শাড়ি ড্রেপ করেন। আবার কখনও শাড়ির সঙ্গে কেপ জ্যাকেট পরে তাক লাগিয়ে দেন ইশা(Ishaa Saha in Saree)। এবার যদিও সে পথে হাঁটলেন না। তবে অসাধারণ একটি শাড়িতে ফটোশ্যুট করলেন তিনি। যাতে ইশাকে দেখে চোখ ফেরানোর কোনও উপায় ছিল না। কেমন লাগছিল তাঁকে? খুঁটিনাটি দেখে নেব আমরা। (ছবি- ইনস্টাগ্রাম @ishaasaha_official, arnabchakraborty7)

অপরূপ ইশা!

মুক্তি পেতে চলেছে কর্ণসুবর্ণের গুপ্তধন ও কাছের মানুষ। এই দুই ছবিতেই অভিনয় করেছেন ইশা। পুজোর মুখে তাঁর পর পর দুটি ছবিই মুক্তি পাচ্ছে। যাই হোক, তাঁর অভিনয়ের জন্য ইতিমধ্য়েই তিনি অনুরাগীদের মন জয় করেছেন। এমনকী শাড়িতেও ইশাকে খুব সুন্দর লাগে। এবারও তাই হল। একটি সাদা রঙের শাড়িতে যখন ফটোশ্যুট করলেন, তখন সবাই প্রশংসা করলেন। সাদা শাড়ির সঙ্গে এলবো স্লিভ সুন্দর একটি লাল ব্লাউজও পরেছিলেন ইশা। সব মিলিয়ে ভীষণ স্নিগ্ধ ছিল তাঁর এই লুকটি।

অনুরাগীরা ভরালেন ভালোবাসায়

ইশা সাহাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এই কথা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ, তাঁর ছবিতে অনুরাগীদের কমেন্টই প্রমাণ করে দিচ্ছিল তা। হাজার হাজার লাইক পড়েছে তাঁর এই ছবিতে। পাশাপাশি অনুরাগীরা ভালোবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁর ছবি। কেউ লিখেছেন, “ক্রাশ”। কেউ বা শুধু ইমটিকনের ব্যবহারেই বুঝিয়েছেন ভালো লাগা। সাদা-লাল শাড়ির বেশে ইশার এই অপরূপ সাজ প্রশংসা করার মতোই।

এই শাড়ির বিশেষত্ব কী?

যাই হোক, ইশা সাহার শাড়ির প্রসঙ্গে আসা যাক। বিখ্যাত ডিজাইনার ‘পরমা’-এর ব্র্যান্ড লেবেল রয়েছে এই শাড়িতে। পরমার এক একটি শাড়িই খুব সুন্দর। এই ক্ষেত্রেও তাই। বাঙালির ট্র্যাডিশনাল সাদা-লাল পাড় শাড়িকে যে এত এলিগেন্ট একটি টাচ দেওয়া যায়, তা বুঝিয়ে দিয়েছে ডিজাইনার।

এই সুতির জামদানির সাদা জমিনে লাল পাড় যোগ করা হয়েছে। সরু লাল পাড় ছাড়াও সম্পূর্ণ শাড়িজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি বুনন। লাল সুতোর কাজে অপূর্ব একটি ছোঁয়া পেয়েছে শাড়িটি।

সবার নজর গেল এদিকেই

এই শাড়ির সঙ্গে একটি লাল রঙের এলবো স্লিভ ব্লাউজ পরেছেন অভিনেত্রী। যা একটি কনট্রাস্ট ডিটেলিং যোগ করেছে। লাল ব্লাউজে রয়েছে ফ্রিল ডিটেলিং এবং লাল রঙের উপর সাদা সুতোর এমব্রয়ডারি কারুকার্য করা হয়েছে।

শাড়ির এই সুন্দর সাজে ইশাকে বেশ মিষ্টি দেখাচ্ছে। চুল খোলাই রেখেছেন অভিনেত্রী। তবে এর সঙ্গে বিশেষ অ্যাকসেসরিজও ক্যারি করেছেন ইশা সাহা। যদিও কানে কোনও দুল পরেননি। কিন্তু গলায় অসাধারণ দুটি নেকপিস পরেছেন তিনি। চুল খোলা রেখে এক দিকে রেখেছেন। গোলাপ ফুলে সাজিয়েছেন। তাঁর মেকআপও দেখার মতো। স্নিগ্ধতা ধরে রেখেছে। কপালে লাল টিপ সম্পূর্ণ করেছে ইশার সাজ।

...একবারই নয়

তবে এই একবারই নয়, আগেও অন্য ধরনের শাড়িতে তাক লাগিয়েছেন ইশা। যেমন একটি C O L O R O S O ক্লোদিং স্টোর-এর বিশেষ কালেকশন এই বেনারসি শাড়ি। আহা, সত্যিই চোখ ফেরানো দায়। সম্পূর্ণ হাতে বোনা হয়েছে এই বেনারসি। এটি বেনারসের সবথেকে সফিস্টেকেটেড এবং জটিল হ্যান্ডলুম উইভিং স্টাইল। এই বেনারসির ফ্যাব্রিক বেশি যত্ন করে তৈরি করা হয়। রেশমের সাহায্য়েই তৈরি করা হয়।

খুব যত্ন করে হাতে বোনা হয় এই ধরনের শাড়ি। বেনারসিতে রুপোলি জরির কাজ করা ছিল। সম্পূর্ণ বেনারসিতেই ছোট ছোট ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল। রুপোলি জরি দিয়ে ফুল ও পাতার নকশা ছিল সম্পূর্ণ কালো বেনারসিতে। বেনারসির কালো রঙের সঙ্গে রুপোলি জরি একটি কনট্রাস্ট তৈরি করেছিল। যে কনট্রাস্টটি সব সময়ই সুন্দর ও প্রশংসা করার মতো।

আরও পড়ুন: হলুদ বেনারসিতে সামনে আসতেই বাঁধ ভাঙল হটনেস! সোহিনীর চোখের নেশায় এভাবেই মন হারাল নেটপাড়া

আরও পড়ুন: ডিপনেক ব্লাউজে সামনে আসতেই সবার নজর মধুমিতার দিকে! ফিকে পড়লেন এই সুন্দরীরা

লেখকের সম্পর্কে জানুন
ইন্দ্রাণী বসু
"ইন্দ্রাণী বসু একজন সুলেখিকা এবং সাংবাদিক। ডিজিটাল মিডিয়ায় তাঁর হাতেখড়ি। প্রায় ৪ বছর ধরে তিনি ডিজিটাল মিডিয়ায় কর্মরত। সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তিনি এই পেশায় তাঁর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁর চর্চিত প্রিয় বিষয়গুলো হল বিউটি, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই সমস্ত বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। ইন্দ্রাণী এই সময় ডিজিটালের বিউটি, ফ্যাশন এবং সম্পর্ক বিভাগ সামলাচ্ছেন। তাঁর লেখার মধ্যে সর্বদাই এই বিষয়গুলো নিয়ে তাঁর বিশেষ ভাবনার প্রতিফলন পাওয়া যায়। তিনি যে লিখতে ভালোবাসেন তার প্রমাণ তাঁর কাজেই খুঁজে পাওয়া যায়। তাঁর পাঠকসংখ্যা প্রচুর। তাঁরা প্রতিদিন নিয়ম করে ইন্দ্রাণীর তথ্যসমৃদ্ধ লেখা পড়েন এবং আরও পড়তে চান। পেশার পাশাপাশি ইন্দ্রাণীর নিজস্ব কিছু ভালোলাগা রয়েছে। তিনি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন। তাঁর লেখা কবিতা অনেক পত্রিকাতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে ইন্দ্রাণীর। বইয়ের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয় একদিন কোনও উপন্যাস লিখবেন। ইন্দ্রাণী ছবি দেখতেও ভালোবাসেন। এছাড়া তিনি ‘বটল আর্ট’ করেন এবং গাছের পরিচর্যা করেন। ‘গাছের সংসার’ সামলাতে সামলাতে তাঁর অনেকটা অবসর কেটে যায়। তিনি একজন ‘প্ল্যান্ট পেরেন্ট’!"... আরও পড়ুন

পরের খবর