অ্যাপশহর

পরিবেশ দূষণে মৃত্যু তালিকায় শীর্ষে ভারত

ভারতে বিভিন্ন প্রকার দূষণ ও তার প্রভাব নিয়ে সংবাদমাধ্যম দিস্তে দিস্তে নিউজপ্রিন্ট ও চ্যানেলে -চ্যানেলে দেদার এয়ারটাইম খরচ করে চলেছে দিনের পর দিন৷

EiSamay.Com 21 Oct 2017, 1:36 pm
এই সময় : ভারতে বিভিন্ন প্রকার দূষণ ও তার প্রভাব নিয়ে সংবাদমাধ্যম দিস্তে দিস্তে নিউজপ্রিন্ট ও চ্যানেলে -চ্যানেলে দেদার এয়ারটাইম খরচ করে চলেছে দিনের পর দিন৷ প্রাইমটাইমে শাসক -বিরোধীদের মধ্যে হামেশাই চলে রাজনৈতিক তরজা কার আমল বেশি ‘দূষিত’? দূষণের ভরা বাজারে বেজায় ব্যস্ত পরিবেশবিদরাও৷ প্রতিকার -প্রতিরোধের নানা দাওয়াই -নিদান বাতলাচ্ছেন তাঁরা৷ একাধিক পদক্ষেপ করছে প্রশাসনও৷ তবুও শেষমেষ ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়ল৷ দূষণে মৃত্যুর তালিকায় বিশ্বে ‘ফার্স্টবয় ’ ভারত৷
EiSamay.Com india tops the world in pollution related deaths
পরিবেশ দূষণে মৃত্যু তালিকায় শীর্ষে ভারত


বিশ্ববিখ্যাত জার্নাল ল্যানসেট বিশ্বজুড়ে দূষণের প্রভাবের উপর তাদের দু’বছর ধরে চালানো সমীক্ষার যে রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ করেছে , তাতে ‘কাঁটার মুকুট ’ ভারতেরই দখলে৷ হিসেব দেখাচ্ছে , ২০১৫ সালে বিশ্বে দূষণজনিত কারণে মারা গিয়েছেন ৯০ লক্ষ মানুষ৷ এর মধ্যে ২৫ লক্ষ ভারতেই৷ ১৮ লক্ষ মৃত্যু নিয়ে দু’নম্বরে রয়েছে চিন৷ সমীক্ষায় আরও দেখা গিয়েছে , ২০১৫ সালে বিশ্বে প্রতি ছ’জনের মধ্যে একজনের মৃত্যুর কারণ ছিল দূষণ৷ আর ওই একই সময়ে ভারতে প্রতি চারজনের মধ্যে একজনের প্রাণ কেড়েছে দূষণ৷ যেখানে মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে ছোঁয়াচে নয় এমন সব কারণ , যেমন হূদরোগ , স্ট্রোক , ফুসফুসের ক্যান্সার , ক্রনির অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি ) এবং ‘দূষিত ’ জলবাহী রোগ৷ জার্নাল সূত্রে দাবি করা হয়েছে , বিশ্বজুড়ে সব ধরণের দূষণজনিত কারণের জেরে হওয়া যাবতীয় শারীরিক অসুবিধা -রোগ এবং মৃত্যুর খতিয়ান নিয়ে এ রকম সামগ্রিক গবেষণা এর আগে চালানো হয়নি৷ সব মিলিয়ে দেখা গিয়েছে , দূষণজনিত কারণে বিশ্বের আর্থিক ক্ষতির পরিমাণ চোখ কপালে তোলার মতো৷ বছরে ৩১৩ লক্ষ কোটি টাকা , যা বিশ্বের সামগ্রিক আর্থিক উত্পাদনের ৬.২%৷

দূষণের পরিমাণ এমন জায়গায় পৌঁছে গিয়েছে , যে যুদ্ধ বা হিংসা -হানাহানি , ধূমপান বা খাদ্যের অভাব , প্রাকৃতিক বিপর্যয়জনিত কারণ কোনও কিছুই দূষণের থেকে বেশি প্রাণ কাড়তে পারেনি বিশ্বজুড়ে৷ এইডস , টিউবারকুলোসিস এবং ম্যালেরিয়ায় সম্মিলিত ভাবে যত মানুষ প্রাণ হারিয়েছেন , তার থেকে অনেক বেশি প্রাণহানি ঘটিয়েছে পরিবেশ দূষণ৷ তালিকায় চোখ রাখলে আশ্চর্য হওয়ার আরও উপাদান রয়েছে৷ হামেশাই চোখে পড়া পথ দুর্ঘটনায় যত মানুষ প্রাণ হারিয়েছেন , তার ছ’গুণ প্রাণ গিয়েছে দূষণের ছোবলে৷

একই সঙ্গে দূষণজনিত মৃত্যুর ক্ষেত্রে উন্নত দেশগুলিকে ‘ব্যাকবেঞ্চার ’ করে দিয়েছে ভারতের মতো উন্নয়নশীল এবং গরিব দেশগুলি৷ আইআইটি নয়াদিল্লি -সহ বিশ্বের একাধিক নামী সংস্থার গবেষকদের দিয়ে করানো এই সমীক্ষায় দেখা গিয়েছে , দূষণের জেরে বিশ্বজুড়ে ৯২ % মৃত্যুই এই দেশগুলিতে ঘটছে৷ ভারতের সঙ্গে পাকিস্তান , চিন , বাংলাদেশ , মাদাগাস্কার , উত্তর কোরিয়া , দক্ষিণ সুদান , হাইতি এবং কিনিয়ার মতো দেশগুলিকে একসঙ্গে ধরলে দূষণজনিত কারণে মৃত্যুর পরিমাণ মোট মৃত্যুর ২০ -২৫ % ক্ষেত্রে দায়ী৷

‘দ্য ল্যানসেট কমিশন অন পলিউশন অ্যান্ড হেলথ ’ শীর্ষক সমীক্ষার অন্যতম লেখক কার্তি শাণ্ডিল্য সংবাদসংস্থাকে জানিয়েছেন , সাম্প্রতিক কালে বাজারের বিশ্বায়ন , খনিজ উত্পাদন এবং শিল্পায়ন উন্নত দেশগুলির থেকে ক্রমশ গরিব দেশগুলিতে ছড়িয়ে পড়ছে৷ এইগুলির প্রসারে এইসব দেশগুলিতে পরিবেশ দূষণ সংক্রান্ত আইন এবং তার প্রয়োগ ইচ্ছামতো শিথিল করে নিচ্ছেন শিল্পপতি -ব্যবসায়ীরা৷ ফলে , প্রশাসনের নাকের ডগায় লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে দূষণ৷ দূষণে মৃত্যুর তালিকায় সবার আগে রয়েছে , বায়ুদূষণ -জনিত মৃত্যু৷ ২০১৫ সালে বায়ুদূষণ জনিত কারণে প্রাণ হারিয়েছেন ৬৫ লক্ষ মানুষ৷ তালিকায় পরের দু’টি স্থানে রয়েছে জলদূষণ (১৮ লক্ষ মৃত্যু ) এবং কার্যস্থল সংক্রান্ত দূষণ (৮ লক্ষ মৃত্যু )৷ উদাহরণ হিসেবে নয়াদিল্লির কথা জানিয়েছেন কার্তি৷ তাঁর কথায় , ‘নয়াদিল্লির মতো শহর , যেখানে বায়ু দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত রকম বেশি , সেখানে আর্থিক কারণে বাতানুকূল যানবাহনে চলাচল করার মতো শ্রমিক -পথচারীর সংখ্যা উন্নত কোনও দেশের শহরের থেকে অনেক বেশি৷ ফলে , সেই দূষণ থাবা বসাচ্ছে তাঁদের শরীরে৷ পরিস্থিতির গুরুত্ব বিচার করেই বিশ্বব্যাঙ্ক সম্প্রতি জানিয়ে দিয়েছে , দূষণ , তা যে কোনও প্রকারই হোক না কেন , বিশ্বজুড়ে তাকে রোখাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত , সামগ্রিক ভাবে মানবজাতির কল্যাণের কথা ভেবে৷ এই বিপদের গুরুত্ব সম্পর্কে সবাইকে আরও বেশি করে অবহিত করতে আগামী ডিসেম্বর মাসে ‘দূষণ ’-এর উপর প্রথম সম্মেলন আয়োজন করতে চলেছে রাষ্ট্রপুঞ্জ৷

পরের খবর

Year enderসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল