অ্যাপশহর

OMG: পর্ন-র থেকেও জনপ্রিয় এখন এই সিরিজ!

পর্ন সাইট 'পর্নহাব'-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, তাদের অনলাইন ভিউয়ারশিপ এক ধাক্কায় ৪ শতাংশ পড়ে গিয়েছে।

EiSamay.Com 30 Apr 2016, 8:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছিল খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য। আগাম স্ক্রিনিংয়ের ব্যবস্থাও হয়নি। তাই সকলেই ছিলেন অন্ধকারে। প্রথম পর্ব সম্প্রচারিত হতেই যেন বিস্ফোরণ। হ্যা, কথা হচ্ছে 'গেম অফ থ্রোনস' নিয়ে। এই মার্কিন টেলিভিশন ধারাবাহিক ঘিরে চলছে বুঁদ তামাম দুনিয়া। তার প্রমাণ, 'গেম অফ থ্রোনস'-এর জনপ্রিয়তা হারিয়ে দিল পর্নোগ্রাফিকে।
EiSamay.Com this tv series has become so popular people are choosing it over porn
OMG: পর্ন-র থেকেও জনপ্রিয় এখন এই সিরিজ!


'আ সং অফ আইস অ্যান্ড ফায়ার' উপন্যাস অবলম্বনে তৈরি টেলিভিশন সিরিজ 'গেম অফ থ্রোনস' মার্কিন মুলুকে আপাতত জনপ্রিয়তার তুঙ্গে। আপাদমস্তক অ্যাডভেঞ্চার, থ্রিলারে ভরা এই ধারাবাহিকের ষষ্ঠ সিজনের প্রথম পর্ব সোমবার সম্প্রচারিত হয়েছে ভারতে অনলাইনে। ওই দিন রাতে অনলাইনে এতটাই জনপ্রিয় হয়েছে 'গেম অফ থ্রোনস' যে পর্ন সাইটে ক্লিক করেননি বহু মানুষ। আক্ষরিক অর্থেই একটি জনপ্রিয় টিভি সিরিয়াল দশ গোল দিল পর্নোগ্রাফির নেশা বা জনপ্রিয়তাকে।

পর্ন সাইট 'পর্নহাব'-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, তাদের অনলাইন ভিউয়ারশিপ এক ধাক্কায় ৪ শতাংশ পড়ে গিয়েছে। মার্কিন মুলুকে 'গেম অফ থ্রোনস' শুরু হতেই পর্ন সাইটে ক্লিক করার সংখ্যা কমতে শুরু করে দিয়েছে। এবং এক ঘণ্টার ওই টেলিভিশন সিরিজ শেষ হওয়ার পরেও ৪ ঘণ্টা পর্ন সাইটের ভিউয়ারশিপ নিম্নগামী ছিল। 'গেম অফ থ্রোনস'-এর জনপ্রিয়তা রীতিমতো ভাবাচ্ছে মার্কিন পর্ন সাইটগুলিকে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল