অ্যাপশহর

সুইমিং পুলে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ শ্রুতি দাস

ছুটি কাটাতে সমুদ্র সৈকতে অভিনেত্রী শ্রুতি দাস। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সুইমিং পুলে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। এই মুহূর্তে শ্রুতিকে দেখা যাচ্ছে ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রে। বিস্তারিত জানতে পড়ুন...

EiSamay.Com 16 Jul 2021, 3:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী শ্রুতি দাসকে নিয়ে বিস্তর বির্তক হয়েছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও অভিনেত্রীকে রেসিজমের স্বীকার হতে হয়েছে। তাঁর গাঁয়ের রং নিয়ে নানা কুমন্তব্য শুনতে হয়। তবে এসব কিছু পেরিয়ে শ্রুতি সময় কাটাচ্ছেন তাঁর প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। আসলে বেড়াতে গিয়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সেখানে গিয়ে সুইমিং পুলে দু'জনের একান্ত মুহূর্তের কিছু ছবি শেয়ার করলেন শ্রুতি।
EiSamay.Com shruti & swarnendu
একান্তে শ্রুতি ও স্বর্ণেন্দু (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)

View this post on Instagram A post shared by Shruti Das (@shrutidas_real)


'দ্বীপ জ্বেলে যাই'–এর হিন্দি রিমেক, মুখ্য চরিত্রে ক্রুশল আহুজা
এই মুহূর্তে শ্রুতিকে দেখা যাচ্ছে ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রে। তবে তাঁর টেলিভিশনের যাত্রা শুরু হয় ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে। সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। শ্রুতির বিরুদ্ধে প্রেমিককে ধরে কাজ পাওয়ার মতো অভিযোগ তোলেন নেটিজেনরা। হুমকি ফোনও পান তিনি। অবশেষে আইনের সাহায্য নিয়েছেন অভিনেত্রী। তবে সব কিছু পেরিয়ে এখন কিছুটা ফাঁকা সময় পেয়েছেন। তাই বেরিয়ে পড়েছেন দু'জনে উই টাইম কাটাতে।
View this post on Instagram A post shared by Shruti Das (@shrutidas_real)


শ্রীজাতর ছবিতে পরম-প্রিয়াঙ্কা জুটি
বেশ অনেকগুলি ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিয়ো শেয়ার করেন শ্রুতি নিজের ইনস্টাগ্রামে। কখনও গিলা গিলা গানে পুলে স্বর্ণেন্দুর সঙ্গে খুনসুটিতে মত্ত নায়িকা। কখনও পুলে একান্ত সময় কাটাচ্ছেন। কখনও আবার সমুদ্রের বিচে ফ্লোরাল ড্রেস পরে প্রেমিকের হাত ধরে হেঁটে যাচ্ছেন। বরাবরই নিজের লাভ লাইফ নিয়ে ভোকাল শ্রুতি। কোনও কিছুই লুকিয়ে রাখেননি অভিনেত্রী। এই মুহূর্তে নিজের কাজ ও লাভ লাইফ দু'টিই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল