অ্যাপশহর

ওলা’তে আক্রান্ত বিখ্যাত অভিনেতা! হামলার অভিযোগ ড্রাইভারের বিরুদ্ধে

শনিবার সকালে শ্যুটিংয়ে যাওয়ার জন্য ক্যাব বুক করেন ওই অভিনেতা

EiSamay.Com 5 Jun 2017, 8:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অ্যাপ বেসড্ ক্যাব সার্ভিসের ড্রাইভারদের হাতে সাধারণ যাত্রীদের হয়রানির অভিযোগ বহুবার উঠেছে। বহু ক্ষেত্রে অপরাধের জন্য হাজতবাসও হয়েছে ড্রাইভারের। এবার জনপ্রিয় এক টিভি অভিনেতাকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল ওলা’র এক গাড়িচালকের বিরুদ্ধে।
EiSamay.Com ola cab driver assaults famous tv actor in mumbai
ওলা’তে আক্রান্ত বিখ্যাত অভিনেতা! হামলার অভিযোগ ড্রাইভারের বিরুদ্ধে


টিভির দুনিয়ায় পরিচিত মুখ নকুল মেহতা সম্প্রতি অভিযোগ জানান যে এক ওলা চালক তাঁকে হেনস্থা করেছে। এমনকী শারীরিকভাবেও আক্রান্ত হয়েছেন তিনি। নিজের ট্যুইটারেও অভিযোগের ঘটনা তুলে ধরেছেন নকুল।

শনিবার সকালে শ্যুটিংয়ে যাওয়ার জন্য ক্যাব বুক করেন নকুল। অভিনেতার অভিযোগ, ‘শুরু থেকেই অদ্ভুত ব্যবহার করছিল ওই চালক। আন্ধেরির লিঙ্ক রোডে আরেক ড্রাইভার ওকে ওভারটেক করলে, গাড়ির স্পিড বাড়িয়ে দেয় ড্রাইভার। এরপর বিপজ্জনক ভাবে অন্য গাড়িটিকে ওভারটেক করে গালি দিতে শুরু করে।’

এমন সময়ে ‘আস্তে চালাতে’ বলেন অভিনেতা নকুল। এতেই যাত্রীর উপর ক্ষেপে নকুল মেহতাকেই গালি দিতে শুরু করে ওই ড্রাইভার। এমন সময় নকুল তাকে ‘ঠিক করে গাড়ি’ চালাতে বলেন। অভিনেতাকে চমকে দিয়ে ক্যাব দাঁড় করিয়ে নকুলকে নেমে যেতে বলে ওই ড্রাইভার। তাতে রাজি হলেও, পরের ক্যাব আসা পর্যন্ত গাড়িতে বসতে চান নকুল। তাঁর সঙ্গে অনেকগুলি ব্যাগ থাকায় রাস্তায় অপেক্ষা করতে চাইছিলেন না অভিনেতা। কিন্তু, তাতে রাজি হয়নি ওলা ড্রাইভার। ফের অন্যদিকে গাড়ি চালাতে শুরু করে সে।
.@Olacabs Had the most horrendous experience with your driver this morning. Trust you to take immediate action. pic.twitter.com/NiCjvqH8Zz — Nakuul Mehta (@NakuulMehta) June 3,2017 এমন সময়ে গাড়ি থামাতে স্টিয়ারিং ধরেন নকুল। অভিযোগ, সে সময়ই নকুলের হাতে ঘুষি চালান ওই ড্রাইভার। ঘটনাচক্রে দ্বিতীয় ক্যাবটি চলে আসায়, তৎক্ষণাৎ নেমে পড়েন অভিনেতা। পরে গোটা ঘটনা নিয়ে অভিযোগ জানান তিনি।

অভিনেতার অভিযোগে সাড়া দিয়ে ওই ড্রাইভারকে সাসপেন্ড করেছে ওলা। নকুলকে টাকাও রিফান্ড করে দেওয়া হয়েছে। এরজন্য ক্যাব সার্ভিসকে ধন্যবাদও জানিয়েছেন নকুল মেহতা।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল