অ্যাপশহর

উৎসব শেষ, তো? সিরিয়ালে এখনও পুজো

তিথি মেনে পুজো শেষ হলেও টেলি সিরিয়ালের পুজোপর্ব কিন্তু এখনও শেষ হয়নি।

EiSamay.Com 26 Oct 2018, 6:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পুজোর পর বিজয়ার শুভেচ্ছা জানাতে মনটা একটু খারাপ লাগে। পুজো আসছে তার প্রস্তুতি এই ব্যাপারটাই বেশি ভালো। আবার তো সেই একবছরের অপেক্ষা। তিথি মেনে পুজো শেষ হলেও টেলি সিরিয়ালের পুজোপর্ব কিন্তু এখনও শেষ হয়নি। পুজোর আয়োজন চলছে জোরকদমে। যেমন জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালে। শ্যামা এবার নিজ দায়িত্ব নিয়ে চৌধুরি বাড়ির মণ্ডপসজ্জায় হাত লাগিয়েছে। ধূমধাম করে চৌধুরিবাড়িতেও পুজো শুরু হয়েছে। গ্রাম থেকে শ্যামার বাড়ির লোকেরাও কলকাতা আসে পুজো দেখতে।
EiSamay.Com কৃষ্ণকলি
কৃষ্ণকলি

চৌধুরি বাড়িতে শ্যামা-নিখিল


এই খুশির মধ্যে রুক্মিনী আর দিশা যড়যন্ত্র করে শ্যামার বৌদি পার্বতীকে লোভ দেখিয়ে ঠাকুরের নথ চুরি করায়। এবং সেই দোষ সম্পূর্ণ এসে পড়ে শ্যামার উপর। নিখিলের মা শ্যামার পুজোমণ্ডপে আসার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে নিখিল শ্যামাকে ছাড়া পুজোর অঞ্জলি দিতেও অস্বীকার করে। সুজাতাকে জানায়, নিখিলকে ছাড়াও পুজোর অঞ্জলি শুরু হতে পারে। শ্যামা কি অন্যায়ের পক্ষ নিয়ে বৌদিকে রক্ষা করবে নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বরাবরের মতো সত্যি ঘটনা সকলের সামনে তুলে ধরবে?

পুজোর চমকে আর কী কী থাকছে সিরিয়ালে! চোখ রাখুন।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল