অ্যাপশহর

আবার কি সংসারে ছন্দে ফিরতে পারবে ইরাবতী-মহুল-মিনুরা?

পুজো শেষ। ফিকে হয়েছে উৎসবের মরসুম। এরই মধ্যে নানারকম ঝামেলা বিভ্রাটে জর্জরিত মিনু, ইরাবতী, মহুলরা। তারা প্রত্যেকেই নিজেদের মতো করে স্বামী-সংসার বাঁচানোর চেষ্টা করছে।

EiSamay.Com 27 Oct 2018, 7:06 pm
EiSamay.Com ইরাবতীর চুপকথা
ইরাবতীর চুপকথা
এই সময় ডিজিটাল ডেস্ক: পুজো শেষ। ফিকে হয়েছে উৎসবের মরসুম। এরই মধ্যে নানারকম ঝামেলা বিভ্রাটে জর্জরিত মিনু, ইরাবতী, মহুলরা। তারা প্রত্যেকেই নিজেদের মতো করে স্বামী-সংসার বাঁচানোর চেষ্টা করছে। রোদ্দুরকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা মহুলের, কোর্টে হেরে আশ্রয় খুইয়ে আবার নিজের পায়ে দাঁড়াতে চায় ইরাবতী, স্বামীর অত্যাচার সকলের সামনে লুকিয়ে রাখতে চাইছে মিনু। কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারের সফল চাবিকাঠি থাকে মেয়েদের হাতেই।

সোম ( বাজল তোমার আলোর বেনু)


যেমন সংসারের সব দায়িত্ব একার হাতে সামলায় ইরাবতী। কিন্তু আকাশের সঙ্গে বাড়ি দখলের মামলায় হেরে যায় সে। কিছুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে দিতে হবে তাকে। যদিও আকাশ তাকে শেষ সুযোগ দিতে রাজি। এবং হোটেলের ঘরে রাত্রে তাকে একা ডেকে পাঠায় আকাশ। ইরা স্তম্ভিত! কী করবে এবার।

ইরাবতীর চুপকথা


এদিকে সোম আর মিনুর বিয়ের পর একের পর এক ঘটনা ঘটাতে থাকে জাহ্ণবী। আত্মহত্যার চেষ্টা করে, সোমের বাবা-মাকে মিথ্যে দোষারোপ করে। ফলে সোম একদিন নেশার ঘোরে মিনুকে মারধোর করে। সেই মারের দাগ মিনু আড়াল করার চেষ্টা করলেও দুর্গাচরণ তা দেখে ফেলেন। আঘাতের কারণে মিনু প্রতিমা তৈরির কাজেও অসুবিধে হয়। মিনু কী পারবে সোমদের পুরনো ব্যবসা আবার ফিরিয়ে আনতে?

মহুল


হাসপাতালে মহুলকে দেখে জ্ঞান ফেরে রোদ্দুরের। এদিকে রোদ্দুরের মা মহুলকে যাচ্ছেতাই রকম অপমান করে হাসপাতাল থেকে বের করে দিতে গেলে রোদ্দুর বাধা দেয়। এবং সে বলে মহুলকে ছাড়া কিছুতেই বাড়ি ফিরবে না। কীভাবে স্বামী, সংসার ফিরে পাবে তারা...শেষ পর্যন্ত কী আঁধার কেটে শান্তি আসবে তাদের জীবনে?

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল