অ্যাপশহর

'জগত্‍‌ জননী'-র সাফল্যের এক সন্ধে

সিরিয়ালটির যে কতটা জনপ্রিয়, নজরুলমঞ্চে উপচে পড়া ভিড়ই তা জানান দেয়।

অরিন্দম গুপ্ত | EiSamay.Com 8 Oct 2017, 9:00 pm
রামকৃষ্ণদেব যে ভক্তিবাদের উত্থান ঘটিয়েছিলেন তামাম দুনিয়ায়, তার অন্যতম ধারক বাহক সারদামণি। নিঃসন্দেহে। অতি সাধারণ ঘরের মহিলা। অসাধারণ ব্যক্তিত্ব। রামকৃষ্ণদেবের তিরোধানের পর লক্ষ লক্ষ ভক্তকে এক সুতোয় বেঁধেছিলেন তিনি। আজও বেঁধে রেখেছেন। ভক্তদের বিশ্বাস, 'কোনও ভয় নেই। আমাদের মা আছেন।'
EiSamay.Com celebration of the success of jagat janani maa sarada serial
'জগত্‍‌ জননী'-র সাফল্যের এক সন্ধে


রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক জীবনের উপর বহু নাটক, সিরিয়াল, সিনেমা হয়েছে। কিন্তু সারদামণির জীবন নিয়ে সিরিয়াল বা সিনেমা বিশেষ হয়নি। এখানেই সফল 'আকাশ ৮'। সফল চ্যানেলটির মেগা সিরিয়াল 'জগত্‍‌ জননী মা সারদা'। রবিবার নজরুলমঞ্চে যার প্রত্যক্ষ প্রমাণ মিলল। সিরিয়ালটির যে কতটা জনপ্রিয়, নজরুলমঞ্চে উপচে পড়া ভিড়ই তা জানান দেয়। বাংলার বিভিন্ন জায়গা থেকে এই সিরিয়ালের ভক্তরা হাজির ছিলেন।

সিরিয়ালটি উপস্থাপনার জন্য যে যথেষ্ট গবেষণা করা হয়েছে সারদামণির জীবনের উপর। পাছে ভুল তথ্য পরিবেশিত হয়, তার জন্য সারদামণির জীবন নিয়ে যথেষ্ট পড়াশোনা করতে হয়েছে, তা বোঝা যায়। যার নির্যাস, ব্যাপক সাফল্য। অভিনয়ের জগতে একেবারেই নতুন মুখ সুমন কুন্ডু (রামকৃ্ষ্ণের ভূমিকায়), অর্পিতা মণ্ডল (সারদামণি) ও দেবাঞ্জন চট্টোপাধ্যায় (স্বামী বিবেকানন্দ)-এর কাছে আক্ষরিক অর্থেই এই সিরিয়ালে অভিনয় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তাঁরা সফল ভাবেই ঊত্তীর্ণ।

'আকাশ ৮'-এর ডিরেক্টরের কথায়, 'চন্দননগর, দুর্গাপুর, মেদিনীপুর, কৃ্ষ্ণনগর ও আসানসোলে 'জগত্‍‌ জননী মা সারদা' সিরিয়ালের কলাকুশলীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে ব্যাপক সাড়া পাওয়ার পর কলকাতাতেও একই রকম ভাবে সফল।'
লেখকের সম্পর্কে জানুন
অরিন্দম গুপ্ত

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল