অ্যাপশহর

অবশেষে 'A' মার্কা 'পেহেরাদার পিয়া...'! বিতর্ক তবু থাকছেই

বিসিসিসি-র নির্দেশে প্রাইম টাইম থেকে সরল বিতর্কিত টিভি সিরিয়াল 'পেহেরেদার পিয়া কি'। বিসিসিসি বা Broadcasting Content Complaints Council টেলিভিশনের সেল্ফ-রেগুলেটরি বডি। এর নির্দেশেই সন্ধে ৮-৩০ এর বদলে এবার থেকে রাত ১০টায় দেখা যাবে এই সিরিয়ালটি।

EiSamay.Com 17 Aug 2017, 7:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিসিসিসি-র নির্দেশে প্রাইম টাইম থেকে সরল বিতর্কিত টিভি সিরিয়াল 'পেহেরেদার পিয়া কি'। বিসিসিসি বা Broadcasting Content Complaints Council টেলিভিশনের সেল্ফ-রেগুলেটরি বডি। এর নির্দেশেই সন্ধে ৮-৩০ এর বদলে এবার থেকে রাত ১০টায় দেখা যাবে এই সিরিয়ালটি।
EiSamay.Com bccc asks channel to shift controversial serial pehredaar piya ki to 10 pm slot
অবশেষে 'A' মার্কা 'পেহেরাদার পিয়া...'! বিতর্ক তবু থাকছেই


গত মাস থেকে সোনি চ্যানেলে শুরু হয়েছে ধারাবাহিক 'পেহেরেদার পিয়া কি'। শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে এই সিরিয়াল, য়ার মূল গল্প ৯ বছরের ছেলের (রতন) সঙ্গে ১৮-র কিশোরী দিয়ার বিয়ে। বিয়ে, ফুলশয্যার পর দেখানো হয়েছে হানিমুন পর্বও। এই ধারাবাহিক বাল্যবিবাহকে প্রশ্রয় দিচ্ছে - এই অভিযোগে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পিটিশন জমা পড়ে। সিরিয়ালটি বন্ধ করার দাবিতে সরব হবন দর্শকদের একাংশ।

আরও পড়ুন: ৯ বছরের ছেলে ১৮-র মেয়ের সঙ্গে চলল হানিমুনে! আপনি মেনে নেবেন?

কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশেই এই ডেলি সোপ প্রদর্শনের সময় বদলে দিল বিসিসিসি। রাত ১০টায় দেখানো হলে কম বয়সী ছেলে-মেয়েরা তা দেখবে না বলেই আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ধারাবাহিকটি চলার সময় ক্রল চালাতে হবে যে এই ধারাবাহিক বাল্য বিবাহ সমর্থন করে না।


খবরটি ইংরাজিতে পড়ুন।


# The self regulatory body for TV, BCCC, has directed Sony channel to move its controversial daily soap 'Pehredaar Piya Ki' to the 10 pm slot so that minors do not watch it, and run it with a scroll saying it does not promote child marriage, its chairman said today.

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল