অ্যাপশহর

সদ্যোজাত সন্তানের ছবি প্রকাশ শ্রাবন্তীর

৭ জুলাই মা হন অভিনেত্রী শ্রাবন্তী। বিয়ে সাত বছরের মাথায় শ্রাবন্তীর কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান। একরত্তি ছেলের ছোট্ট দু'টি পায়ের ছবি দিলেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়।

EiSamay.Com 27 Jul 2021, 10:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই মা হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যেপাধ্যায়। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রাবন্তী। বিয়ের সাত বছর পর মা হন অভিনেত্রী। এবার তার ছবি প্রকাশ করলেন তিনি। একরত্তি ছেলের ছোট্ট দু'টি পায়ের ছবি দিয়ে পরিচয় করালেন অভিনেত্রী। ছবিতে ক্যাপশন, ‘প্রত্যেকটি দিন আমার ঈশ্বরের আর্শীবাদ বলেই মনে হয়’।
EiSamay.Com srabanti banerjee
ছেলের ছবি দিলেন শ্রাবন্তী (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)


View this post on Instagram A post shared by Srabanti Banerjee (@srabantibanerjee1000)

গতবছর অক্টোবর মাসে মা হওয়ার খবর পান অভিনেত্রী। তবে প্রায় পাঁচ মাস পর্যন্ত গোপন রাখেন সেই খবর। পরে নিজেই তাঁর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় দেন। অবশেষে ৭ জুলাই এল সেই সুখবর। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ শ্রাবন্তী। বহু বছর ধরে কাজ করছেন ধারাবাহিকে। সম্প্রতি ‘লালবাজার’ ও ‘জাজমেন্ট ডে’ এই দুটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে।

পোষ্যের মাধ্যমে একসঙ্গে থাকার ঘোষণা যশরতের?
ফিটনেসের বিষয়ের আগাগোঁড়াই সচেতন অভিনেত্রী। এককথায় তিনি ফিটনেস ফ্রিক। পাশাপাশি ফিগার নিয়ে সচেতন অভিনেত্রী। তাই অন্তঃসত্বা অবস্থাতেই শরীরচর্চায় ফাঁক রাখেননি শ্রাবন্তী। প্রেগন্যান্সির ভরা মাসেও যোগ ব্যায়াম থেকে করেছে তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতে কীভাবে মানসিক ও শারীরিক ভাবে যোগার মাধ্যমে ভালো থাকা যায় তাঁর টিপস দিয়েছেন অন্যান্য 'মম টু বি'-দের। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ তিনি।
এবার তামিল ভূমে বাংলার ‘মিঠাই’-এর স্বাদ

প্রেগন্যান্সি ক্রেভিং-এর ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। এসবের পাশাপাশি বই পড়া, গান শোনা, রান্না বান্না করা শখ তাঁর। ৭ জুলাই ছেলের জন্ম খবর ও অভিনব কায়দায় দেন ইনস্টগ্রামে। তাঁর ও ছেলের হাতের ছবি দিয়ে পোস্ট করেন শ্রাবন্তী। ছবিতে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল