কপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট সিজন ১

কপিল শর্মা
Hindi, Comedy0 Hrs 54 Min
সমালোচকের রেটিং3.0/5পাঠকের রেটিং3/5
EiSamay.Com 29 Jan 2022, 1:15 pm
অল্প গল্প: কপিল শর্মা। তিনি দেশের অন্যতম সাকসেসফুল স্ট্যান্ড আপ কমেডিয়ান। তাঁর নামে একটা গোটা শো চলছে বছরের পর বছর। সেই কপিল শর্মা এবার ওয়েব ডেবিউ করলেন। আর সেই ডেবিউর জন্য বেছে নিয়েছেন নেটফ্লিক্স। তা কোন সিরিজে ডেবিউ করলেন কপিল? এখানেও কপিল নিজেরই নাম ভূমিকা। I’m not done yet season 1 যে তাঁরই সফর নামা।

কেমন হল?

প্রায় এক দশক আগে সোলো স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আত্মপ্রকাশ করেন কপিল শর্মা। কিন্তু সফর শুরুর পরের যাত্রা পথ কেমন ছিল কপিলের?কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে?আর্থিক সংকট, অবসাদের সঙ্গে ক্রমাগত লড়াই, মদ্যপান, প্রফেশনাল ফেলিওয়র... সবকিছু কীভাবে সামলে আজকের এই কপিল শর্মা হয়ে উঠেছেন তিনি?এই সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করেছেন কপিল শর্মা। তাই যাঁরা টিপিকাল কপিল শর্মা ব্র্যান্ড অফ কমেডির আশায় রয়েছেন তাঁদের আগেই জানিয়ে দিচ্ছি এই সিরিজ দেখে আপনাদের মন ভরবে না। তারচেয়ে বরং দ্য কপিল শর্মা শোয়ের কয়েকটি এপিসোড দেখে নিন। কাজে দেবে।

৫০ মিনিটের এই অ্যাক্ট আপনাকে এমন এক কপিল শর্মার সঙ্গে পরিচয় করিয়ে দেবে যিনি আজ পর্যন্ত বাবার মৃত্যুর শোক থেকে বেরিয়ে আসতে পারেননি। গোটা শোয়ে হাসির খোরাক আপনি খুব কমই পাবেন। ইমোশনাল অত্যাচার বলা যায় না, তবে এই শোয়ে সেল্ফ পিটি অনেক বেশি জায়গা করে নিয়েছে।

যদিও ইমোশনাল লেভেলে হয়তো অনেকেই কপিল শর্মার জীবনের সঙ্গে নিজেদের এক্সপিরিয়েন্সের প্যারালাল পেয়ে যাবেন, কিন্তু ইন জেনারেল যে এক্সপেকটেশন থাকে কপিল শর্মার থেকে সেখানে কমপ্লিট আশাহত হতে হবে। কোনও সেলিব্রেটি কমেডিয়ানের শো নয়, মনে হবে কোনও ইমোশনাল সাগা দেখতে বসেছেন।

এবার নেক্স অবভিয়াস প্রশ্ন, নেটফ্লিক্সে এই সিরিজ বসে দেখা যায় কি না। সেটা বুঝলেন ডিপেন্ড করছে আপনার মুডের ওপরে। আপনি যদি উইকএন্ডেও ইমোশনের হাই ডোজে বুঁদ হয়ে থাকতে চান, নিজের দুঃখ কষ্টের কাহিনি টিভির পর্দার রিটেলিকাস্ট দেখতে চান, তাহলে নিশ্চয় দেখতে পারেন এই শো। কিন্তু সারা সপ্তাহের স্ট্রেস কাটিয়ে ফুরফুরে মেজাজে থাকতে চান, তাহলে প্লে বাটন অন করার আগে একটু ভেবে নেবেন প্লিজ। আমি এই সিরিজকে ভেবে চিন্তে ৩টে স্টার দিলাম।

পরের রিভিউ

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল