অ্যাপশহর

সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে গর্জে উঠবে অ্যাস্থেটিকস

৬ই ডিসেম্বর তারিখটা ভারতের ইতিহাসে আজও দগদগে ক্ষত'র মতো। বাবরি মসজিদ ধ্বংস এবং তাঁর পরবর্তী সাম্প্রদায়িক হিংসা ভারতবাসীর স্মৃতিতে অমলিন

EiSamay.Com 4 Dec 2019, 11:41 pm
এই সময় বিনোদন ডেস্ক: ৬ই ডিসেম্বর তারিখটা ভারতের ইতিহাসে আজও দগদগে ক্ষত'র মতো। বাবরি মসজিদ ধ্বংস এবং তাঁর পরবর্তী সাম্প্রদায়িক হিংসা ভারতবাসীর স্মৃতিতে অমলিন। বহু 'স্বাধীন' সংগঠনই ওইদিনটাকে 'সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী' দিবস হিসেবে পালন করে। নৈহাটি ঐকতানে অ্যাস্থেটিকস নাট্য সংস্থা আগামী ৬ই ডিসেম্বর আয়োজন করছে একটি ব্যতিক্রমী নাট্যসন্ধ্যার। থাকছে সংস্থার নিজস্ব প্রযোজনা "যে কথা বলোনি আগে"।
EiSamay.Com নাটকের একটি দৃশ্য
নাটকের একটি দৃশ্য


যে নাট্যে বর্তমান ভারতবর্ষে ধর্মীয় উন্মাদনা ও উগ্র জাতীয়তাবাদের এক নগ্নরূপ তুলে ধরা হয়েছে।আদিবাসী-দলিতদের হয়ে কথা বলার জন্য,নাট্যের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে 'সন্দেহজনক' আখ্যা দিয়ে কারাগারে বন্দি করে রাষ্ট্র।ঠিক যেভাবে বর্তমান ভারতবর্ষে বহু সমাজকর্মীকে 'আরবান নকশাল'এর তকমা দিয়ে জেলে ভরা হচ্ছে,সেরকমই একটি চরিত্র সব্যসাচী। গৌরি লঙ্কেশ- কালবর্গিদের হত্যা,গো-রক্ষক বাহিনীর তান্ডব,ধর্মীয় মৌলবাদীদের আগ্রাসন সবই ফুটে উঠবে মঞ্চে।

এই নাট্যের সঙ্গেই থাকছে বঙ্কিম স্মৃতি সংঘের নাটক, 'বন্ধুরা ভালো দিন এসে গেছে' এবং চন্দননগর বর্ণকথা,ব্যারাকপুর প্রয়াস সংস্থার আরো দুটি একাঙ্ক নাটক।সংস্থার কর্ণধার শমিতের কথায়," আসলে ভীষণ অসহিষ্ণু সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। চারিদিকে একটা ভয়ের পরিবেশ।কেউ মন খুলে কোনো কথা বলতে পারছেনা।

কিছুদিন আগেই এদেশের কয়েকজন বুদ্ধিজীবী-চলচ্চিত্র পরিচালক-নাট্য ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রীকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চিঠি লিখলেন,অথচ দেখা গেল উল্টে তাদের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু হলো! প্রশ্ন করলেই,আপনাকে 'অ্যান্টি ন্যশনালিস্ট' কিংবা 'পাকিস্তানের দালাল' বলে দাগিয়ে দেওয়ার যে প্রবণতা আজকের ভারতবর্ষে শুরু হয়েছে,এর বিরুদ্ধেই প্রতিবাদ করবে অ্যাস্থেটিকস। বিশ্বাস আজও এইদেশে শিরদাঁড়াযুক্ত মানুষ আছেন। তাঁরা সকলেই পাশে থাকবেন।

পরের খবর