অ্যাপশহর

রোজগারে ‘জুলফিকার’ই কি এগিয়ে

২০১৬-র দুর্গাপুজোয় মুক্তি পাওয়া ছ’টা ছবির মধ্যে কে কাকে পিছনে ফেলবে, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে টলিউডে৷

EiSamay.Com 7 Dec 2022, 12:50 am
২০১৬-র দুর্গাপুজোয় মুক্তি পাওয়া ছ’টা ছবির মধ্যে কে কাকে পিছনে ফেলবে, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে টলিউডে৷ পুজো শেষ হওয়ার ঠিক পরদিনই অবশ্য প্রযোজক শ্রীকান্ত মোহতার গলায় আত্মবিশ্বাস, ‘‘জুলফিকার’ এই পুজোর সর্বোচ্চ গ্রসার৷ যা নিয়ে খুশি আমরা৷’ আসলে এবার পুজোয় ছিল টলিউডের প্রায় সব বড় তারকাদের ছ’টা ছবি৷ সেইসব ছবি একে অন্যের ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তা নিয়ে কোনও সংশয় নেই৷ কিন্ত্ত তা সত্ত্বেও খুব অল্প সময়ে লাভের মুখ দেখল ‘জুলফিকর’ই৷ প্রযোজক মহেন্দ্র সোনি বলছেন, ‘‘জুলফিকার’ মুক্তির দিন থেকেই যেভাবে ব্যবসা করেছে আর সেই সঙ্গে ছবি মুক্তির আগেই মিউজিক এবং টেলিভিশন রাইটস থেকে যে অঙ্কের টাকা এসেছে, তাতে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে এই ছবি লাভ করছে৷’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যোগ করছেন, ‘‘জুলফিকর’-এর প্রথম তিনদিনে কালেকশন এক কোটি ৩৩ লক্ষ৷ ছবির মুক্তির অষ্টম আর নবম দিনের মাঝামাঝি তিন কোটির কালেকশন ছুঁয়েছে এই ছবি৷ ‘জুলফিকর’ ছবির যা বাজেট, সেই নিরিখে ছবির ব্রেক-ইভেন পয়েন্ট এটাই৷’ প্রসঙ্গত পরিচালক সূত্রে জানা যাচ্ছে ছবির বাজেট তিন কোটি ৭৫ লক্ষ৷ এর মধ্যে ছবির টেলিভিশন আর ডিজিটাল রাইটস বিক্রি মারফত এসেছে দু’কোটি ২৫ লক্ষ৷ যে কারণে এই ব্রেক-ইভেন সম্ভব হয়েছে৷
EiSamay.Com Zulfiqar



বাংলা ছবি ব্রেক-ইভন করল কিনা, লাভ নাকি লোকসান, এ প্রসঙ্গ অনেক সময়ই এড়িয়ে যান পরিচালক-প্রযোজকরা৷ তা হলে সৃজিত কেন হাঁটছেন উল্টোপথে? সৃজিত বলছেন, ‘আমার মনে হয় দর্শকদের এই হিসেবটাও জানার অধিকার রয়েছে৷’
‘জুলফিকার’ নিয়ে প্রথম থেকেই ‘মিক্সড’ রিভিউ৷ সেরকম অবস্থায় দাঁড়িয়ে ছবির কালেকশন কি তাঁর মুখে হাসি আনছে? সৃজিত বলছেন, ‘আমি যে লক্ষ্য নিয়ে ছবিটা তৈরি করেছি, অর্থাত্ একটা বৃহত্তর পরিসরের দর্শককে ছবি দেখানো, সেই লক্ষ্যে যে পৌঁছেছি, তার প্রমাণ ‘জুলফিকার’-এর এই বিপুল অঙ্কের কালেকশন৷’ সামনে দিওয়ালি৷ এই উত্সবের মরশুমে যে একটা নজরকাড়া অঙ্কে গিয়ে থামবে ‘জুলফিকার’-এর কালেকশন, তেমনটাই আশা পরিচালকের৷

তবে সৃজিত ভক্তদের হতাশ হওয়ার অন্য একটি কারণ আছে৷ আগামী পুজোয় সৃজিতের ছবি দেখা যাবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন পরিচালক স্বয়ং৷ সম্ভাবনা বেশ কম, তেমনটাই মনে করছেন তিনি৷ তবে ২০১৭-এ পুজো বাদ দিলে, বাকি বছর যে মাতিয়ে রাখবেন পরিচালক, তা আঁচ করা যাচ্ছে এখনই৷ কারণগুলো ১৷ আগামী বছর সৃজিত পরিচালিত প্রথম হিন্দি ছবি দেখা যাবে৷ ২৷ সৃজিতের পরবর্তী ছবিগুলির ঘোষণাও যে বেশ ‘বড়’ হবে, সেটা আঁচ করা যায়৷ ৩৷ সৃজিত পরিচালিত আরও কয়েকটি বাংলা ছবির হিন্দি রিমেক হতে পারে বলেও খবর৷
বাকিটা? ক্রমশ প্রকাশ্য! - ভাস্বতী ঘোষ

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল