অ্যাপশহর

বিয়ের পোশাকে সেলেব ছোঁয়া

বিয়ের মরশুমে সেলিব্রিটিরাও এক এক করে ছাদনাতলায়। সামনে আপনারও বিয়ে? আপনার বিয়ের অনুষ্ঠানও হয়ে উঠতে পারে সেলিব্রিটিদের মতো৷ এই টিপসগুলো নিতে পারেন সেলেবদের সাজগোজ থেকে।

Authored byদেবলীনা ঘোষ | Ei Samay 19 Feb 2021, 8:31 am
দেবলীনা ঘোষ : গৌরব-দেবলীনা, ত্বরিতা-সৌরভ, নীল-তৃণা আর ইমন-নীলাঞ্জন-এঁদের প্রত্যেকের বিয়ের পোশাক আর স্টাইলিং-এর দায়িত্ব ছিলেন ডিজাইনার অভিষেক রায়। তিনি জানালেন কী কী জিনিস মাথায় রেখেছিলেন সেলেবদের সাজানোর আগে।
EiSamay.Com Neel and Trina
নীল-তৃণার রিসেপশন (সৌজন্যে neel_bhattacharya)


বিয়ের শাড়ি

লাল রঙের শাড়ি কিন্তু কখনও পুরোনো হয় না। তাই ইমন থেকে তৃণা সবাই বেছে নিয়েছেন লাল রং। তবে শেড প্রত্যেকের আলাদা। তাই আপনিও বেনারসি কেনার সময় লাল রঙের কথা ভাবতে পারেন। একটু রোগার দিকে চেহারা হলে চওড়া পাড় বাছতে পারেন। যেমন বেছেছেন তৃণা। আর চেহারা ভারী হলে সরু পাড় ভালো লাগবে। আপনি আপনার চেহারা অনুযায়ী শাড়ির পাড় আর ভিতরের কাজ বেছে নিন।

ব্লাউজের কাট

এটা পুরোপুরি নির্ভর করবে আপনার গয়নার উপর। তৃণা বিয়ের হার চওড়া। তাই ওঁর ব্লাউজের কাট একরকম। ইমন আর দেবলীনার সাজ খুব সাবেকী। তাই ব্লাউজও তাঁরা বেছেছেন সেরকমই। তবে ইমন যেহেতু ওড়না নেননি, ওঁর কিন্তু ব্লাউজের কাটটা একটু আলাদা। ত্বরিতার শাড়িতে সিকুইন। তাই ব্লাউজেও সেই কাজ। কাট নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করেননি তিনি।

ওড়না

বিয়ের ওড়না বেশিরভাগ সময়ই কাজে লাগে না আর। তাই এমন ওড়না বাছুন যা পরে আনারকলি বা কুর্তার সঙ্গে পরতে পারবেন। যেমন পরেছেন তৃণা। আবার ইমন কিন্তু ওড়না পরেননি বিয়েতে। সেই ব্যবস্থাও মন্দ নয়। ত্বরিতার পাতলা ওড়নারও কিন্তু দিব্যি চলতে পারে কুর্তার সঙ্গে।

বরের পোশাক

কনের সঙ্গে মানানসই পোশাক থাকুক বরের। বা একেবারে কনট্রাস্ট। যেমন দেবলীনা পরেছিলেন লাল শাড়ি। আর গৌরবের পাঞ্জাবি ছিল সাদা। নীলাঞ্জন, সৌরভ, নীল প্রত্যেকেই অবশ্য লালের একটা ছোঁয়া রেখেছিলেন পাঞ্জাবিতে। যেহেতু প্রত্যেকের কনের শাড়ির রং ছিল লাল।

গয়না, মেকআপ, চুলের সাজ

বিয়ের দিন কিন্তু সাবেকী সাজই বেছে নিয়েছেন সেলেবরা। কেউ একটু তুলে খোঁপা করেছেন আবার কেউ লো বান। সেই মতো খোঁপার গয়না বা ফুলও বেছেছেন সেলেবরা। কপালে চন্দন কিন্তু পরেছেন প্রত্যেকে। তা সে যত হাল্কা করেই হোক না কেন। তাই এই মরশুমে যে সাবেকী সাজ ইন তা আর বলার অপেক্ষা রাখে না।
লেখকের সম্পর্কে জানুন
দেবলীনা ঘোষ

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল