অ্যাপশহর

গামোসা নিতে অস্বীকার! অসমের মনে এভাবে আঘাত কেন দিলেন ইয়ামি...

অভিনেত্রী ইয়ামি গৌতমের বিরুদ্ধে অভিযোগ। গামোসা নিতে অস্বীকার করে তিনি নাকি আঘাত করেছেন অসমের মানুষের ধর্মীয় বিশ্বাসকে। সরব সোশ্যাল মিডিয়াকে থামাতে কোন পথে হাঁটলেন ইয়ামি?

EiSamay.Com 2 Mar 2020, 12:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিতর্কে জড়িয়ে পড়লেন ইয়ামি গৌতম। রবিবার গ্রেট গুয়াহাটি ম্যারাথনের সূচনা করতে অসম গিয়েছিলেন অভিনেত্রী। গুয়াহাটি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্যে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। ছিলেন তাঁর ভক্তরাও। তাঁদের মধ্যেই এক ব্যক্তি তাঁর গলায় অসমের ট্র্যাডিশনাল গামোসা পরিয়ে দিতে যান। আচমকা এমন কেউ এগিয়ে আসছে দেখে হাত দিয়ে তাঁকে সরিয়ে দেন ইয়ামি। পরে তাঁর দেহরক্ষীরাও ওই ব্যক্তিকে দূরে সরে যেতে বলেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন ইয়ামি। বলা হয় তিনি অসমের মানুষদের ধর্মীয় ভাবনায় আঘাত দিয়েছেন।
EiSamay.Com Yami Gautam criticised for disrespecting Assamese Gamosa, says she reacted in “self defence”
ইয়ামি গৌতম


এই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হওয়া শুরু হতেই সতর্ক ইয়ামি নিজেই ট্যুইট করে জানান তাঁর বক্তব্য। বলেন, আত্মীরক্ষায় তিনি সেদিন ওভাবে রিঅ্যাক্ট করেছিলেন। আর কী বললেন ইয়ামি? দেখে নিন তাঁর ট্যুইট...



পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল