অ্যাপশহর

মঙ্গলে প্রশংসা, বুধে সৃজিতকে একহাত তসলিমার

‘RAY’ দেখে সৃজিত মুখোপাধ্যায়ের কাজের প্রশংসা করেন তসলিমা নাসরিন। কিন্তুু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পরিচালককে নিয়ে হতাশ হলেন তাসলিমা নাসরিন। লেখিকার হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কী? বিস্তারিত জানতে নীচে পড়ুন...

EiSamay.Com 30 Jun 2021, 10:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ‘RAY’ ওয়েব সিরিজের জন্য সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু, একদিন যেতে না যেতেই পরিচালকের কাজে হতাশ তিনি। ঠিক কী হয়েছিল? মঙ্গলবার লেখিকা তাঁর সামাজিক পাতায় লেখেন, আঁতেলদের নিন্দে মন্দ শুনেই ‘RAY’ দেখতে উৎসাহী হন তিনি। কয়েক দশক পুরোনো গল্পের এমন আধুনিকীকরণ তাঁর কাছে অবিশ্বাস্য। করতে সাহস, কল্পনাশক্তি ও শিল্পবোধ দরকার বলে মন্তব্য করেন।
EiSamay.Com Taslima & Srijit
সৃজিত মুখোপাধ্যায় ও তাসলিমা নাসরিন ( ফাইল চিত্র)

কিন্তু, একদিন কাটতে না কাটতে পরিচালকের কর্মকাণ্ডে হতাশ লেখিকা। আসলে মঙ্গলবারই ছিল সৃজিতের নতুন বাংলা ছবি ‘X=Prem’ এর মহরত। পরিচালক মহরত পুজোর ছবি নিজের ফেসবুকে পোস্টও করেন। তা দেখেই লেখিকা নিজের সামাজিক পাতায় লেখেন ‘কাল রাতেই সৃজিতের ফরগেট মি নট দেখে তাঁকে চৃড়ান্ত স্মার্ট বলেই রায় দিয়েছিলাম ‘। ‘স্মার্ট মানেই তো আমার চোখে লৌকিকে বিশ্বাসী, অলৌকিকে নয়’।
সন্দীপ রায়ের পর এবার ‘রে’ নিয়ে মুখ খুললেন পরিচালক বিশাল ভরদ্বাজ

আসলে লেখিকা সৃজিতের নতুন সিনেমা ‘X=Prem’ এর ছবি দেখে হোঁচট খান। লেখিকা নিজে নাস্তিক ও নিরীশ্বরবাদী। কখনওই কোনও ধর্ম বা তাঁর বিশ্বাসে নিজেকে সীমাবদ্ধ করেননি। তাই সৃজিত প্রসঙ্গে লেখেন, ‘ঈশ্বরবিশ্বাসীরাও ট্যালেন্টেড হতে পারেন, তা তিনি অস্বীকার করছেন না’। তিনি আরও লেখেন, ‘সৃজিত ঠিকই নিরীশ্বরবাদী, ছবির প্রযোজক পুজোর আয়োজন করেছেন, প্রযোজকদের টাকা পয়সা থাকলেই হয়, ট্যালেন্ট না থাকলেও চলে’। লেখিকার মতে, ‘প্রযোজক নেপথ্য থাকেন বলেই পরিচালকদের দিয়ে এই অভ্যেস করিয়ে নেন’।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল