অ্যাপশহর

বিশ্ব সঙ্গীত দিবস পালন করুন Gaana-র সঙ্গে, সামিল ৫০ দেশ...

ভারতের সবচেয়ে প্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ গানা আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ সব সুযোগ। পঞ্চাশটি দেশ এদিন অংশগ্রহণ করছে এই সেলিব্রেশনে। আপনি ঘরে বসেই ৫০টি দেশের অতুলনীয় সব গান শুনতে পারবেন গানা-তে।

EiSamay.Com 20 Jun 2019, 10:38 pm
এই সময় বিনোদন ডেস্ক: সঙ্গীতের জন্য সারা জীবন। বিশেষ একটি দিনে সঙ্গীতকে সেলিব্রেট করা। তাই হল ২১ জুন। এই দিনটিকে কীভাবে সেলিব্রেট করছেন আপনি?
EiSamay.Com Gaana


ভারতের সবচেয়ে প্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ গানা আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ সব সুযোগ। পঞ্চাশটি দেশ এদিন অংশগ্রহণ করছে এই সেলিব্রেশনে। আপনি ঘরে বসেই ৫০টি দেশের অতুলনীয় সব গান শুনতে পারবেন গানা-তে।

ডেস্কটপ ও মোবাইল অ্যাপে 'মিউজিক ডে' লেখায় ক্লিক করলেই খুলে যাবে বিশ্ব গানের দরজা। দেশ পছন্দ করে শুনতে পারবেন বিভিন্ন গান। এতে বিভিন্ন দেশের শিল্পীদের গান আপনি শুনতে পারবেন নিমেষে।

গানা-র সিইও প্রশান আগরওয়ালের কথায়, '... আমরা সব গানপ্রেমীদের স্বাগত জানাই গানায়। ব্যালকনিতে কফির কাপে চুমুক দিতে দিতে আপনি গানের ওয়ার্ল্ডট্যুর করতে পারবেন।'

ক্লিক করুন এই লিংকে...Gaana : gaa.na/WorldMusicOnGaana

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল