অ্যাপশহর

‘পোস্ত’য় বলিউড কোণঠাসা

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবি, ‘সোমবার ‘পোস্ত ’ এক কোটির অঙ্ক ধরে ফেলল৷ প্রথম ক’দিন অধিকাংশ শো হাউজফুল৷ কল্যাণীর সিনেমাহলে যেমন ‘পোস্ত’-র কোনও টিকিট পড়ে ছিল না, তেমনই বোলপুরের সিনেমাহল থেকেও ‘পোস্ত’ হাউজফুল হওয়ার খবর এসেছে৷

EiSamay.Com 17 May 2017, 12:32 pm
বাহুবলী ২’-এর বন্যাতে বাঁধ না দিলেও মাথা তুলে সোজা দাঁড়িয়ে আছে ‘পোস্ত ’৷ তার জেরে নতুন দুই হিন্দি ছবিও শহরে কোণঠাসা৷ বক্স অফিসে খবর নিয়ে লিখছেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com with postos success nandita and shivprasad have proven yet again that they understand the taste of middle class bengali
‘পোস্ত’য় বলিউড কোণঠাসা



‘বাহুবলী টু’ বন্যায় বাঁধ দিতে কি তৈরি ‘পোস্ত ’---প্রশ্ন ছিল সেটাই ! ‘বাহুবলী টু’ বন্যা অব্যাহত৷ কিন্তু সেই বন্যার মাঝে যেভাবে মাথা তুলে দাঁড়াল বাংলা ছবি ‘পোস্ত’, তা তারিফযোগ্য৷ পরিচালক নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষ দুই ছবি বক্স অফিস কাঁপিয়েছে৷ ‘পোস্ত’ সেই পর্যায়ে পৌঁছবে কিনা, তা নিয়ে জল্পনা ছিল৷ তবে ‘বেলাশেষে ’ আর ‘প্রাক্তন’-এর পর সুপারহিটের হ্যাটট্রিক চান্সে মুখে হাসি পরিচালকদ্বয়ের৷

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবি, ‘সোমবার ‘পোস্ত ’ এক কোটির অঙ্ক ধরে ফেলল৷ প্রথম ক’দিন অধিকাংশ শো হাউজফুল৷ কল্যাণীর সিনেমাহলে যেমন ‘পোস্ত’-র কোনও টিকিট পড়ে ছিল না, তেমনই বোলপুরের সিনেমাহল থেকেও ‘পোস্ত’ হাউজফুল হওয়ার খবর এসেছে৷ শহরের ‘বিজলী ’ বা ‘রক্সি ’ সিনেমাহল থেকে হাউজফুলের খবর পেয়ে আমিও চমকে গিয়েছি৷ ’ প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিত্ দত্ত সোমবার সন্ধেবেলা জানাচ্ছেন , ‘‘প্রিয়া ’-তে আজও হাউজফুল হয়েছে ‘পোস্ত ’৷ সে কারণেই ভাবছি আগামী সন্তাহে দু’টো শো -এ ‘পোস্ত ’ চালাতে পারি কিনা৷ ’ অন্যদিকে নবীনা সিনেমাহলের কর্ণধার নবীন চৌখানি যোগ করছেন , ‘শনিবার আর রবিবার ‘পোস্ত ’ হাউজফুল ছিল৷ সোমবারে যে কালেকশন সেটা ওপেনিং ডে কালেকশনের মতো৷ অর্থাত্ এই ছবি বেশ ভালো করছে৷ আগামী সপ্তাহে ‘নবীনা’-তে ‘পোস্ত ’র একটা শো থাকছে৷

‘বাহুবলী টু’র তিনটে শো -তেও কোনও পরিবর্তন হবে না৷ কারণ ‘বাহুবলী টু’র কালেকশন তৃতীয় সন্তাহেও দুর্দান্ত৷ ’‘প্রাক্তন ’ মুক্তি পেয়েছিল ১০০ -র বেশি সিনেমাহলে৷ সেখানে ‘পোস্ত ’ মুক্তির সময় প্রযোজকদের সেই ইচ্ছা থাকলেও ‘বাহুবলী টু’কে কিছু সিনেমাহল ছেড়ে দিতে হয়৷ তাই প্রথম সন্তাহে ‘পোস্ত ’র সিনেমাহলের সংখ্যা ৭৫৷ কিন্ত্ত তুলনায় কম সংখ্যক সিনেমাহলে মুক্তি পাওয়ার পর ‘পোস্ত ’ মাত্র চারদিনে এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বলেই দাবি পরিচালকদের৷ প্রযোজক অতনু রায়চৌধুরী জানাচ্ছেন , ‘এত ভালো পারফর্ম করার কারণেই দ্বিতীয় সন্তাহে আমরা এই রাজ্যে ৯০টির কাছাকাছি সিনেমাহলে ‘পোস্ত ’ দেখাতে পারছি৷ একই সঙ্গে দেশজুড়েও মুক্তি পাবে এই ছবি৷ ’ সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়া বলছেন , ‘২০১৭ -য় মুক্তি পাওয়া কিছু বাংলা ছবি শুধুমাত্র সন্তাহান্তে সিনেমাহল ভরিয়ে দর্শক এনেছে৷ কিন্ত্ত ‘পোস্ত ’-র শো সন্তাহের যে কোনও দিনই হাউজফুলের কাছাকাছি৷ মাল্টিপ্লেক্সে ব্যাক টু ব্যাক শো হাউজফুল হয়েছে৷ তাই আগামী সন্তাহে মাল্টিপ্লেক্সে ‘পোস্ত ’-র শো কমছে না৷ এমনকী ‘বিসর্জন ’ আর ‘দুর্গা সহায় ’-এর কিছু শো -তেও ভিড় ছিল সন্তাহান্তে৷ তাই এই দুই সিনেমাও শো পাবে৷ অন্যদিকে গরমের ছুটি পড়ার সঙ্গে -সঙ্গে ‘বাহুবলী টু’-তে ভিড় বাড়ছে৷ মাল্টিপ্লেক্সে ‘বাহুবলী টু’-র টিকিটের দামও এবার কিছুটা কম করা হচ্ছে৷ সে কারণে আগামী দশদিন সাংঘাতিক ভিড় থাকবে ‘বাহুবলী টু’-তে , তেমন আশা করছি৷ ’‘বাহুবলী টু’ আর ‘পোস্ত ’র সঙ্গে লড়াইয়ে এ শহরে ‘মেরি পেয়ারি বিন্দু’ আর ‘সরকার থ্রি ’ যে একেবারে কোণঠাসা হয়ে পড়বে , তেমনটা আঁচ করেছিলাম আমরা৷ হয়েছেও ঠিক তেমনটাই৷ আর শহরের বক্স অফিসে সৌমিত্র চট্টোপাধ্যায় ভার্সেস অমিতাভ বচ্চনের ছবির যে লড়াই , সেখানে এবারও জয় ছিনিয়ে নিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ! দেশজুড়ে ‘মেরি পেয়ারি বিন্দু’ শুক্র-শনি -রবিবারে ৬.৫০ কোটি টাকার ব্যবসা করেছে৷

‘সরকার থ্রি ’ তিনদিনে করেছে ৬.৭৫ কোটি টাকা৷ এদিকে ‘বাহুবলী টু’ ছবির তৃতীয় সন্তাহে শুক্র-শনি -রবির কালেকশন যথাক্রমে ১০ .০৫ কোটি , ১৪ .৭৫ কোটি আর ১৭.৭৫ কোটি৷ মোট ৪২ .৫৫ কোটি৷ প্রসঙ্গত আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ‘হাফ গার্লফ্রেন্ড ’ এবং ‘হিন্দি মিডিয়াম ’৷ সেই দুই ছবিও এমনই কোণঠাসা হয়ে পড়বে কি ? প্রশ্ন সেটাও!

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল