অ্যাপশহর

25 Years of DDLJ: রাজের চরিত্র করতে মোটেই রাজি ছিলেন না শাহরুখ! কিন্তু কেন...

২৫ বছর আগে বলিউড পেয়েছিল তার স্বপ্নের রোম্যান্টিক হিরোকে। যদিও সেই হিরোর এই চলচ্চিত্র জগতে প্রথম খ্যাতি অর্জন অ্যান্টি-হিরো হিসেবেই। কিন্তু দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বদলে দিয়েছিল শাহরুখ খানের কেরিয়ার গ্রাফ...

EiSamay.Com 21 Oct 2020, 3:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৯৯৫ সালের ২০ অক্টোবর ওলট পালট হয়ে গিয়েছিল সব চেনা ছক, সমীকরণ। আত্মপ্রকাশ ঘটেছিল রাজের। এমন এক চরিত্র যা দেশের পাশাপাশি বিদেশি যুবতীদের হৃদয়েও তুলেছিলে প্রেমের জোয়ার। প্রত্যেক যুবতীই নিজের প্রিয় মানুষের মধ্যে খুঁজে বেড়াতেন রাজের ছায়া। কিন্তু জানেন কি এই চরিত্র করতে শুরুতে মোটেই রাজি ছিলেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। শুনে অবাক লাগছে? কিন্তু এটাই যে সত্যি।
EiSamay.Com why did shah rukh khan shy away from doing romantic role of raj in ddlj
রাজের চরিত্রে শাহরুখ খান


২০১৫ সালে ছবির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে তিন ভাগের একটি তথ্যচিত্র ইউটিউবে প্রকাশিত হয়েছিল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর তরফে। সেখানেই যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া জানিয়েছিলেন, সবচেয়ে বড় নেতিবাচক উত্তর এসেছিল স্বয়ং শাহরুখ খানের থেকে। এই বিষয়ে কথা বলতে গিয়ে শাহরুখ খান জানান, ‘আমার মনে হয় চিত্রনাট্য পড়ে শোনানোর এক-দু’দিন ওঁরা মনে করেছিলেন আমার এটি একেবারেই পছন্দ হয়নি। তাই আদি যশজিকে বলেছিল আমার সঙ্গে কথা বলতে। আমি কখনওই রোম্যান্টি রোল করতে চাইতাম না সেই সময়ে। কারণ আমি যখন ছবির দুনিয়ায় পা রাখি তখন আমার বয়স ২৬। সাধারণত রোম্যান্টিক ছবি বলতে আমার মনে হত কলেজ পড়ুয়াদেরই সবচেয়ে ভালো মানায়, বা সদ্য কলেজ থেকে পাশ করা। মনে হয়েছিল রোম্যান্টিক হিরো হওয়ার জন্যে আমার বয়স অনেক বেশি। একই সঙ্গে আমি বিশ্বাস করতাম রোম্যান্টিক হিরোদের হ্যান্ডসাম এবং গুড লুকিং হওয়া মাস্ট। আমি তার কোনওটাই ছিলাম না। তাই গোটা ছবি জুড়ে আমার বার বার একটাই প্রশ্ন থাকত... আরে ভাই আমাকে দিয়ে কেন এই সব করাচ্ছ!’



আড্ডার মাঝে পামেলা চোপড়া জানান, ছবির শেষে শাহরুখ একটা অন্তত ফাইট সিক্যুয়েন্স চেয়েছিল। শাহরুখও সুর মিলিয়ে বলেন, তিনি অ্যাকশন ভালোবাসলেও যশ চোপড়া এবং আদিত্য চোপড়ার এই আইডিয়াটা একেবারেই ভালো লাগেনি।

আরও পড়ুন: ২৫ বছরে দিলওয়ালে দুলহানিয়া... প্রশংসায় পঞ্চমুখ আমির খান

এতই যখন অপছন্দ ছিল রোম্যান্টিক রোল, তাহলে শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন কেন? উত্তরে কিং খান জানান, ‘যশজির একটা কথা মনে ধরেছিল খুব। উনি বলেছিলেন, জীবনে একটাও রোম্যান্টিক ছবি না করলে আমি কোনওদিন বড় স্টার হতে পারব না। উনি আমাকে এও বলেছিলেন অভিনেতা হিসেবে আমি খুবই ভালো এবং পরিশ্রমও করি। কিন্তু আমি ডিডিএলজে করেছিলাম একটামাত্র কারণে... যশজির প্রতি আমার শ্রদ্ধা এবং আদির প্রতি ভালোবাসা। ওঁদের খুবই বিশ্বাস করতাম। মজার কথা হল, নিজেকে মাচো মনেই হচ্ছিল না ছবিটা করতে গিয়ে। শ্যুটিং করতে করতে একদিনও ঘামিনি। আর আমার মনে হত, ঘাম ঝরেনি মানে আমি কোনও কাজই করিনি!’

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল