অ্যাপশহর

'আমি চরিত্রহীন', অনুষ্কাকে বোঝাচ্ছেন শাহরুখ!

একদিকে যখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি, ঠিক তখনই মুক্তি পেল বিরাট-প্রেয়সী অনুষ্কা শর্মার আপকামিং ফিল্ম 'জব হ্যারি মেট সেজল'-এর মিনি ট্রেলার।

EiSamay.Com 18 Jun 2017, 5:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একদিকে যখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি, ঠিক তখনই মুক্তি পেল বিরাট-প্রেয়সী অনুষ্কা শর্মার আপকামিং ফিল্ম 'জব হ্যারি মেট সেজল'-এর মিনি ট্রেলার। ৩৬ সেকেন্ডের ট্রেলারে শাহরুখ-অনুষ্কার কথোপকথন নজর কেড়েছে দর্শকদের।
EiSamay.Com when harry met sejal mini trailer shah rukh khan explains his character to anushka sharma
'আমি চরিত্রহীন', অনুষ্কাকে বোঝাচ্ছেন শাহরুখ!


রব নে বনা দি জোরি ও জব তক হ্যায় জান-এর পর ফের স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা। এই ফিল্মে হরিন্দর সিং অর্থাত্‍‌ হ্যারির চরিত্রে দেখা যাবে বলিউডের বাদশাকে। আর সেজলের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা। প্রাগ, আমস্টারডম, বুদাপেস্ট ও লিসবনেরই এই ফিল্মের বেশিরভাগ শ্যুটিং হয়েছে।

মিনি ট্রেলারে দেখা গিয়েছে, রোম্যান্সের রাজা কিং খান অনুষ্কাকে বোঝাচ্ছেন যে মহিলাদের প্রতি তাঁর নজর কতটা খারাপ। এক কথায় তিনি চরিত্রহীন। এই কথা হেসেই উড়িয়ে দিচ্ছেন অনুষ্কা। মিনি ট্রেলারে নজর কেড়েছে অনুষ্কার গুজরাটি কথা। এদিন শাহরুখ খান তাঁর টুইটারে মিনি ট্রেলারটি প্রকাশ করে লেখেন,




Sejal, maine toh pehle se hi bataya tha ki main thoda sa cheap hoon! Aur kal kuch aur batata hoon. @AnushkaSharma https://t.co/n864hYRtFf — Shah Rukh Khan (@iamsrk) June 18, 2017
ফিল্মের নামটি 'জব হ্যারি মেট সেজল' আসে রণবীর কাপুরের মাথায়। এই নিয়ে কিং খানের সঙ্গে বেট লড়ে ৫,০০০ টাকা জিতেছিলেন তিনি। ইমতিয়াজ আলির এই ছবি মুক্তি পাবে ৪ অগাস্ট।



ছবিটি ইংরাজিতে পড়তে Click করুন।

#Much to the respite of the eager fans, the first mini trailer of Shah Rukh Khan and Anushka Sharma's 'When Harry Met Sejal' has been dropped.

#With the theme - Character kharaab, the king of romance SRK finds himself in a Catch-22 situation as he tries to explain to Anushka about what's wrong with him.

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল