অ্যাপশহর

‘দীপিকা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে’, অকপট ভিন

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে 'xXx: Return of Xander Cage' মুক্তির। তার ঠিক আগেই ছবির প্রধান অভিনেতা ভিন ডিজেল যা বললেন তাতে হইচই পড়ে গিয়েছে সিনে মহলে।

EiSamay.Com 13 Jan 2017, 1:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে 'xXx: Return of Xander Cage' মুক্তির। তার ঠিক আগেই ছবির প্রধান অভিনেতা ভিন ডিজেল যা বললেন তাতে হইচই পড়ে গিয়েছে সিনে মহলে। বৃহস্পতিবার ছবির প্রোমোশনে এসে একটি সাংবাদিক বৈঠকে দীপিকা পাডুকোনের উদ্দেশে বলেন, তিনি ঠিক পরীর মতোই। এবং তাঁর মন বড়ই সুন্দর।
EiSamay.Com vin diesel deepika a beautiful soul and blessing in my life
‘দীপিকা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে’, অকপট ভিন


ভিন ডিজেলের বিপরীতে তাঁর হলিউড ডেবিউ করতে চলেছেন দীপিকা। তবে হলিউডের হৃদয় হরণ করার আগে ভিন-এর মনে ভালোই জায়গা করে নিয়েছেন দীপিকা। তাঁর প্রশংসায় পঞ্চমুখ ভিন জানিয়েছেন, ‘দীপিকা রানির মতো। পরীও বটে। ও আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। ওর সঙ্গে পর্দায় যে ম্যাজিক তৈরি হয়েছে, তা আমার কাছে খুবই স্পেশাল।’


এখানেই শেষ নয়। দীপিকা-স্তুতিতে ভিন ডিজেল বলেন, ‘দীপিকার মতো কেউ হতেই পারবে না। দীপিকার জন্ম ভারতে হলেও ও সারা বিশ্বের রানি। ওর বাজিরাও মস্তানি ছবিটি আমি দেখেছি। অসাধারণ করেছে ও।’

মুম্বইতে এসে ছবির প্রোমোশন ও প্রিমিয়ার করতে পেরে যে বেশ খুশি তিনি, তাও হাসিমুখে স্বীকার করেন ভিন ডিজেল।

# Hollywood action star Vin Diesel, who will be sharing the screen space with Deepika Padukone in 'xXx: Return of Xander Cage', on Thursday praised his actress and called her "an angel with a beautiful soul".

# "I was waiting for the opportunity to come here. And she is the queen and angel who is such a blessing in my life. She has a such a beautiful soul. To be a part of the magic that is made on-screen is a blessing of my life," said Vin about Deepika

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল