অ্যাপশহর

শৈশব আর নস্ট্যালজিয়ার বছর কুড়ি পার, দেখা হল আবার

ছোটবেলার বন্ধুরা কখনও হারিয়ে যায় না

EiSamay.Com 13 Mar 2020, 7:10 pm

হাইলাইটস

  • টেকনোলজির যুগে সবাই সবাইকে দেখতে পায়,
  • চ্যাটিংয়ের দৌলতে বন্ধুত্বটুকু বেঁচে আছে এই বা কম কী...
  • কুড়ি বছর পর ফের দেখা হবে অরুণ, বনি, দত্ত আর নীলার
EiSamay.Com এই প্রথম জুটি বাঁধছেন আবির-অর্পিতা
এই প্রথম জুটি বাঁধছেন আবির-অর্পিতা
এই সময় বিনোদন ডেস্ক: টাইম মেশিনে চড়ে পিছিয়ে যাওয়ার সুযোগ থাকলে সবাই কিন্তু শৈসব আর স্কুলকেই বেছে নেন। সারা জীবনে যত বন্ধুই আসুক না কেন স্কুলের বন্ধুদের মতো বন্ধু কখনো হয় না। সেই অনাবিল হাসি ঠাট্টার দিনগুলো, স্বপ্ন দেখা এই সব কিন্তু স্কুলের বন্ধুদের সঙ্গেই হয়। টেকনোলজির যুগে সবাই সবাইকে দেখতে পায়, চ্যাটিংয়ের দৌলতে বন্ধুত্বটুকু বেঁচে আছে এই বা কম কী... কুড়ি বছর পর ফের দেখা হবে অরুণ, বনি, দত্ত আর নীলার।
বহুদিন ধরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁরা। স্কুলের গল্প, শৈশব আর নস্ট্যালজিয়ায় তারা ফিরে যাবে সেই সব সোনালি দিনে। বন্ধুত্ব, নস্ট্যালজিয়া, রিইউনিয়ান নিয়ে এর আগেও বাংলাতে ছবি হয়েছে। কিন্তু এবার নিজের অভিজ্ঞতা দিয়েই 'আবার বছর কুড়ি পরে' চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। শ্রীমন্তের কথায়, ‘এই ছবি বন্ধুত্বের। আবার নিজেকে ফিরে পাওয়ারও।’ একই শহরে থেকে উইকেন্ডেও দেখা করার সময় হয়ে ওঠে না।

সেখানে অরুণ, বনি, দত্ত আর নীলা বিভিন্ন শহরে থেকেও কুড়ি বছর পর একত্রিত হবে। কীভাবে? ‘সেখানেই রয়েছে গল্পের আসল ম্যাজিক,’ দাবি করছেন পরিচালক। সাড়ে তিন বছর ধরে মোনালি সেন চৌধুরীর সঙ্গে বসে এই গল্পটি লিখেছেন তিনি। যেখানে নিজেদের জীবনের গল্প যেমন রয়েছে, তেমনই পরিচিত বন্ধু-বান্ধবদের জীবনের গল্পও, জানালেন শ্রীমন্ত। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অর্পিতা আর আবির। থাকছেন তনুশ্রী চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আদতে কলকাতার ছেলে শ্রীমন্ত গত ১৫ বছর ধরে মুম্বইয়ের বাসিন্দা।এর আগে শর্ট ফিল্ম পরিচালনা করলেও ফিচার এই প্রথম। কাস্টিংয়ের বিষয়ে শ্রীমন্তর বক্তব্য, ‘ছবির কাস্টিং ভেবে প্রযোজকদের বলি। তাঁদের সাহায্যেই সকলকে গল্পটা শোনাই।’ ছবিতে ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে নব্বইয়ের দশককে তুলে ধরা হবে। চারজনের স্কুলের চরিত্রে অভিনয় করবেন আর্য দাশগুপ্ত, পূষণ দাশগুপ্ত, দিয়াশা দাস, তনিকা বসু। অন্যান্য চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়, রবি সাউ, অরিত্র দত্ত বণিক, রাজর্ষি নাগ। সুরকার রণজয় ভট্টাচার্য। চলতি মাসের ১৭ থেকে উত্তরবঙ্গে শ্যুটিং শুরু হবে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল