অ্যাপশহর

'পদ্মাবতী' নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সময় চাইল সেন্সর বোর্ড

পদ্মাবতী নিয়ে 'ভারসাম্যমূলক সিদ্ধান্ত' নেওয়া হবে। তার জন্য সময় ও সুযোগ প্রয়োজন, জানালেন সেন্সর বোর্ড প্রধান।

EiSamay.Com 20 Nov 2017, 10:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পদ্মাবতী নিয়ে 'ভারসাম্যমূলক সিদ্ধান্ত' নেওয়ার চেষ্টা চলেছে। তবে তার জন্য যথেষ্ট সময় ও সুযোগ থাকা প্রয়োজন, জানালেন সেন্সর বোর্ড প্রধান প্রসূন জোশি।
EiSamay.Com trying to reach a balanced decision on padmavati censor board chief
'পদ্মাবতী' নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সময় চাইল সেন্সর বোর্ড


সোমবার দিল্লিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমকে প্রসূন জোশি জানান, সঞ্জয় লীলা বনশালি নির্দেশিত ছবি পদ্মাবতীকে ছাড়পত্র দেওয়ার জন্য ৬৮ দিন সময় চেয়েছে সিবিএফসি। তিনি বলেন, 'আমাদের বুঝতে হবে যে, সিবিএফসি-কে ভারসাম্যমূলক সিদ্ধান্ত নিতে হবে। পদ্মাবতী ছবি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সেন্সর বোর্ডের কোনও অবদান নেই। পথে পথে যে বিক্ষোভ দেখা দিয়েছে, তার সহ্গে সিবিএফসি-র কোনও সম্পর্ক নেই। সংবাদ মাধ্যমকে ছবি দেখিয়ে সমালোচনা আদায় করা হচ্ছে, আবার পাশাপাশি সিবিএফসি-র থেকে সুচিন্তিত সিদ্ধান্ত আশা করা হচ্ছে-- দু'টো জিনিস কী করে এক সঙ্গে সম্ভব?'

আরও পড়ুন: ​ পদ্মাবতী বিতর্কে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, পদ্মাবতী সিনেমার নির্মাতারা চিতোরের রানির ভাবমূর্তি কলুষিত করেছেন, এই অভিযোগে তীব্র বিক্ষোভ তৈরি হলে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে নারাজ হয় সেন্সর বোর্ড। নির্মাতাদের জানিয়ে দেওয়া হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এদিন জোশি জানিয়েছেন, 'আমরা খুব বেশি সময় চাইছি না। বেশির ভাগ ক্ষেত্রে ৬৮ দিনের আগেই ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে পরিস্থিতির কারণে সময় দরকার। সেন্সর বোর্ডে এমন ঘটনা নতুন নয়। যদি কিছু লোক ছবি দেখতে না চান, তা তাঁদের সিদ্ধান্ত।'

আরও পড়ুন: ​ ‘অনিবার্য কারণে’ মুক্তি পিছিয়ে গেল ‘পদ্মাবতী’-র

তিনি আরও বলেন, 'ব্যক্তিগত ভাবে সঞ্জয় লীলা বনশালিকে সম্মান করি। সিনেমা পরিবারের সদস্য হওয়ার কারণে তাঁকে বুঝতে পারি। কিন্তু বিষয়টি শুধুমাত্র বনশালিকে নিয়ে নয়। আসল আপত্তি ছবিটি নিয়ে। সিদ্ধান্ত যা-ই হোক, আমাদের ধৈর্য ধরতে হবে। দুশ্চিন্তা, আগ্রহ, আক্রমণ ও ধৈর্যহীনতার এই আবহ শেষ হওয়া দরকার। অন্যথায় সিবিএফসি-র প্রতি অবিচার করা হবে কারণ এই পরিস্থিতি আমরা তৈরি করিনি।'

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল