অ্যাপশহর

‘ফিল্ম সার্টিফিকেশন নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি কি?’

একটা প্রশ্ন ভাবাচ্ছে পরিচালক অনীক দত্ত-কে৷ যাঁর তৃতীয় ছবি ‘মেঘনাদবধ রহস্য’ মুক্তি পাচ্ছে আজ৷

Ei Samay 21 Jul 2017, 11:11 am
একটা প্রশ্ন ভাবাচ্ছে পরিচালক অনীক দত্ত-কে৷ যাঁর তৃতীয় ছবি ‘মেঘনাদবধ রহস্য’ মুক্তি পাচ্ছে আজ৷ পরিচালকের সঙ্গে কথা বললেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com the dispute regarding meghnadbadh rahasya
‘ফিল্ম সার্টিফিকেশন নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি কি?’


পরিচালক অনীক দত্ত-র ‘ভূতের ভবিষ্যত্’ ছিল সুপারহিট৷ তারপর তিনি বানিয়েছিলেন ‘আশ্চর্য প্রদীপ’৷ বেশ কিছুদিন অপেক্ষা করানোর পর যে ছবি নিয়ে তিনি আজ দর্শকদের সামনে আসছেন, সেটি ‘মেঘনাদবধ রহস্য’৷ এই ছবিকে কি থ্রিলার বলা যায়? অনীক দত্ত বলছেন,‘রহস্য গল্প বলা যেতে পারে৷ রহস্য শব্দটা ছবির নামের মধ্যেও রয়েছে৷ এখন এই ছবি দেখে কেউ যদি থ্রিলড হন, তা হলে সেটা ভালো৷ তিনি এই ছবিকে থ্রিলার বলতেই পারেন৷’ ছবির মুক্তির দিনে দর্শকদের জন্য আপনার বার্তা কী? অনীক বলছেন, ‘এটা ভোটের আগে ভোটপ্রার্থীর হাত জোড় করে হাসি মুখে ভোট চাওয়ার মতো বিষয়৷ আমি দাবি করতেই পারি, ছবিটা আপনাদের ভালো লাগবে৷ কিন্ত্ত আমি এটা বললেই যে তাঁরা ছবিটা দেখতে আসবেন এমন নয়!’

প্রসঙ্গত পরিচালকের এ ছবিতে টালিগঞ্জের তাবড়-তাবড় অভিনেতারা অভিনয় করেছেন৷ যেমন সব্যসাচী চক্রবর্তী৷ ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়৷ অর্থাত্ দুই ফেলুদাকে এক ছবিতে দেখার সুযোগ পাবেন দর্শকরা৷ তারই সঙ্গে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে৷ এঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? অনীক বলছেন, ‘দু’টো জিনিস বলব৷ আমার ছবির চরিত্রদের সঙ্গে এঁরা মানানসই ছিলেন৷ তারপর এঁরা যেমন অভিনেতা বা এঁদের যেমন অভিজ্ঞতা, তাতে শ্যুটিং ফ্লোরে এঁদেরকে অভিনয় করা দেখিয়ে দিতে হবে না, সেটা জানতাম৷ এমন অভিনেতাদের পরিচালনা করার কাজটা অপেক্ষাকৃত সহজ৷ তাঁরা অভিনয়ের ব্যাপারটা নিজেরাই সামলে নিতে পারেন বলেই, শ্যুটিংয়ের সময় অন্যান্য খুঁটিনাটি দিকে নজর দেওয়া যায় অনেক বেশি৷ তবে এমন অভিনেতাদের নিয়ে কাজ করলে নিজের প্রস্ত্ততির একটা ব্যাপার থাকে৷ শ্যুটিং ফ্লোরে পৌঁছে পরিচালক হিসেবে যদি বলতে না পারি ঠিক কী চাইছি, তখন মুশকিল হয়৷ সেজন্যই ‘মেঘনাদবধ রহস্য’ পরিচালনা করার সময় এমন অভিনেতাদের সঙ্গে কাজ করছি বলে, পরিচালক হিসেবে প্রস্ত্ততি নিয়েছিলাম৷’

‘মেঘনাদবধ রহস্য’ মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ জুলাই৷ কিন্ত্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে গেল এক সপ্তাহ৷ এ ব্যাপারে আপনার কী মত? অনীক বলছেন, ‘ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়ে গিয়েছে এখন৷ কী কারণে ছাড়পত্র পেতে অতিরিক্ত সময় লাগল, তা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে৷ ডান অ্যান্ড ডাস্টেড! তবে একটা ছবি থেকে ‘রামরাজ্য’ বা ‘রামছাগল’ কী বাদ গেল, তারচেয়ে বড় কথা হল, সিবিএফসি একটা ছবিকে শুধুমাত্র সার্টিফাই করলেই ভালো হয় কিনা, সে ব্যাপারে আমরা কোনও সিদ্ধান্তে পেঁৗছতে পারছি কিনা৷ সিবিএফসি-তে যে অনলাইন পদ্ধতি চালু হয়েছে, তার জন্য ঠিক কতদিন হাতে রেখে এগোন উচিত, সে সম্পর্কেও একটা পরিষ্কার ধারণা দরকার৷ আমার ছবিতে হিন্দি ছবির মতো বিশাল লগ্নি না থাকলেও যে পরিমাণ আর্থিক বিনিয়োগ রয়েছে, সে কথা মাথায় রেখেই একটা মুক্তির দিন স্থির করে ফেলা হয়েছিল একটি প্ল্যানিংয়ের ওপর ভিত্তি করে৷ না হলে অনির্দিষ্টকাল অপেক্ষা করে সেন্সরের ছাড়পত্র পাওয়ার পর মুক্তির দিন স্থির করতে হবে৷ কিন্ত্ত সেন্সরের ছাড়পত্র পাওয়ার পর মুক্তির দিন চাইলেই যে সেটা পাওয়া যাবে এমন তো নয়৷’

বহুদিন পর অনীক দত্ত-র ছবি৷ দর্শকদের মধ্যে বাড়তি প্রত্যাশা আঁচ করা যাচ্ছে৷ অনীক বলছেন, ‘বেশি প্রত্যাশা নিয়ে দর্শক গেলেন, কিন্ত্ত ছবি দেখে মনে হল জমেনি, এমন হলেও তো মুশকিল৷ তারচেয়ে কোনও প্রত্যাশা ছাড়াই এ ছবি দেখতে যান৷’

‘ফ্রেন্ডস কমিউনিকেশন’, ‘মুন্ডুস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’, ‘ইন্ডিবিলি ফিল্মস’ প্রযোজিত ‘মেঘনাদবধ রহস্য’ মুক্তি পাচ্ছে আজ, ২১ জুলাই

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল