অ্যাপশহর

নানাকে 'ঝুঠা'র জবাব, যৌন হেনস্থায় থানায় অভিযোগ তনুশ্রীর

মি-টু'র লড়াইকে আইনি পথে টেনে নিয়ে যাওয়ার পথে পা বাড়ালেন প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী তনুশ্রী দত্ত।

EiSamay.Com 7 Oct 2018, 12:56 am
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ 'ঝুঠ' বলে নানা পাটেকর উড়িয়ে দেওয়ার পরেই মি-টু'র লড়াইকে আইনি পথে টেনে নিয়ে যাওয়ার পথে পা বাড়ালেন প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী তনুশ্রী দত্ত।
EiSamay.Com tanushree-dutta f


শনিবার মুম্বইয়ের ওশিওয়ারা থানায় তিনি নানা পাটেকরের বিরুদ্ধে লিখিত ভাবে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন। একইসঙ্গে তিনি প্রখ্যাত কোরিয়োগ্রাফার গণেশ আচার্যের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।

তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে বলিউড ছবি 'হর্ন ওকে প্লিজ'-এর সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা পাটেকর।
তনুশ্রীর অভিযোগ প্রসঙ্গে শনিবার নানা নীরবতা ভাঙার পরেই আইনের আশ্রয় নেন 'আশিক বানায়া আপনে', 'ঢোল'র মতো বেশ কয়েক'টি বলিউড ছবির এই অভিনেত্রী। তনুশ্রীর অভিযোগ উড়িয়ে এদিন নানা বলেন, 'যা মিথ্যে, তা তো মিথ্যেই' ('জো ঝুঠ হ্যায়, উও ঝুঠ হি হ্যায়')।

মুম্বইয়ের এই অভিনেত্রী এর আগে যৌন হেনস্থার প্রসঙ্গ তুলে নানা পাটেকরের দোসর হিসেবে কোরিয়োগ্রাফার গণেশ আচার্য, ডিরেক্টর রাকেশ সারাং ও প্রোডিউসার সামি সিদ্দিকির নামও জুড়ে দেন। চলচ্চিত্রকার বিবেক অগ্নিহোত্রীর দিকেও অভিযোগের আঙুল তোলেন। যার জেরে নানার সঙ্গে একইসময়ে তনুশ্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিবেক।

আইনের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে তনুশ্রী এদিন বলেন, এই নয় কী হঠাত্‍‌ করে আমি নীরবতা ভেঙে বেরিয়ে এলাম। ২০০৮ সালে আমার সঙ্গে ওই ঘটনার পর থেকেই বিচার পাওয়ার চেষ্টা করছিলাম। তাই আইনের আশ্রয় নিয়েছি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল