অ্যাপশহর

‘GST’ নিয়ে খোরাক, BJP-র রোষে এই সুপারস্টারের সিনেমা

চটেছে BJP

EiSamay.Com 20 Oct 2017, 9:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘সিঙ্গাপুরে ৭% GST দিয়েও নিখরচায় চিকিৎসা পান নাগরিকরা। কিন্তু, এদেশে ২৮% GST সত্ত্বেও পর্যাপ্ত চিকিৎসা জোটে না।’ তামিল ছবি ‘মের্শেল’-এর একটি সংলাপ। আর এতেই চটেছে BJP।
EiSamay.Com tamil actor vijays film mersal mocks modis gst digital india
‘GST’ নিয়ে খোরাক, BJP-র রোষে এই সুপারস্টারের সিনেমা


দীপাবলি উপলক্ষে মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার বিজয়-এর ‘মের্শেল’। মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। মাত্র ২ দিনেই ৮০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে সিনেমাটি। কিন্তু, ছবিটি নিয়ে অসন্তুষ্ট তামিলনাড়ু BJP।

বিজয়-এর এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘ডিজিটাল ইন্ডিয়া’ এবং ‘GST’-কে কটাক্ষ করা হয়েছে। আর এতেই চটেছে রাজ্য BJP। তামিল BJP-র প্রধান টি এন সৌন্দরাজন বলেন, ‘এমন দৃশ্যগুলি অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত।’ যদিও তামিল ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি।

তামিলনাড়ুতে সিনেমার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রাজনীতি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতাও তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। রজনীকান্ত, কমল হাসান-এর মতো তামিল ছবির কিংবদন্তী অভিনেতারাও প্রায়ই রাজনীতি নিয়ে মন্তব্য করেন।

আরও পড়ুন: নোটবন্দিকে সমর্থন করায় ক্ষমা চাইলেন কমল হাসান

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল