অ্যাপশহর

মিতালির চরিত্রে তাপসী

‘একজন ক্রিকেটার হিসেবেই যে শুধু মিতালি মাঠে ‘রাজ’ করেছেন তা নয়, একজন মহিলা হিসেবেও সত্য-আদর্শের সামনে দাঁড়াতে গিয়ে তিনি অত্যন্ত সাহসী, দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন।'

EiSamay.Com 4 Dec 2019, 1:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জন্মদিন। আর সেই জন্মদিনের দিনই আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছে মিতালিকে নিয়ে তৈরি হতে চলেছে যে বায়োপিক, তাতে মিতালির চরিত্রে অভিনয় করতে চলেছেন তাপসী পান্নু। ছবির নামকরণ স্থির হয়েছে ‘শাবাশ মিতু’। ছবি পরিচালনা করতে চলেছেন রাহুল ঢোলাকিয়া। মিতালি রাজের মতো দেশের এক নম্বর ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তাপসী জানিয়েছেন, ‘সত্যি বলতে মিতালির মতো সফল, নামকরা এক ক্রিকেটারের চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। শুধু তাই নয়, ওঁর মতো এক মহান ক্রিকেটারের চরিত্র করার প্রস্তাব পাওয়া মাত্র মনে মনে এখন থেকেই বেশ একটা চাপ অনুভব করছি। কারণ চরিত্রটার নাম যে মিতালি রাজ। ব্যাট-বল হাতে মাঠে যার সাফল্য দেখেছেন সকল ভারতবাসী, সেখানে পর্দায় তাঁকে ঠিকমতো ফুটিয়ে তোলাটা বেশ চ্যালেঞ্জিং।’
EiSamay.Com D4
মিতালির চরিত্রে তাপসী


মিতালির চরিত্রে তাপসী



শুধু এই কথাই নয়, মিতালি প্রসঙ্গে বলতে গিয়ে তাপসী আরও জানিয়েছেন, ‘একজন ক্রিকেটার হিসেবেই যে শুধু মিতালি মাঠে ‘রাজ’ করেছেন তা নয়, একজন মহিলা হিসেবেও সত্য-আদর্শের সামনে দাঁড়াতে গিয়ে তিনি অত্যন্ত সাহসী, দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন। ফলে মিতালি নামটা শুনলে আমার মনে ক্রিকেটারের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বের ব্যাপারটাও ভেসে ওঠে। একে আমি এই প্রথম এমন এক ছবিতে কাজ করতে চলেছি রাহুল ঢোলাকিয়ার সঙ্গে, অন্যদিকে আবার চরিত্রটা মিতালির মতো এক নামকরা মহিলার ক্রিকেটারের, ফলে এই মুহূর্তে আমি বেশ রোমাঞ্চিত।’

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল