অ্যাপশহর

‘তুলনা নয়, বিভূতিভূষণের প্রেরণাতেই আমাজন অভিযান’

গত সপ্তাহে সবচেয়ে বড় বাংলা ছবির পোস্টার তৈরি করে রেকর্ড গড়ে ফেলেছে আমাজন অভিযান। এক সপ্তাহের মধ্যে ফের এক অভিনব ঘটনার সূত্রপাত হল এই ছবিকে নিয়ে।

রজত কর্মকার | EiSamay.Com 11 Nov 2017, 8:36 pm
রজত কর্মকার
EiSamay.Com svf launches the amazon obhijaan graphic novel
‘তুলনা নয়, বিভূতিভূষণের প্রেরণাতেই আমাজন অভিযান’


ঝাঁ চকচকে শপিংমলে তখন পড়ন্ত বিকেলের রোদ লেগে রয়েছে। উঁচু বিল্ডিংয়ের গর্ভে বাইকটা পার্ক করে সটান ১৮ তলায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের দপ্তরে। রিসেপশনে বসে মনে হল, একটি প্রযোজনা সংস্থার দপ্তর বোধহয় এমনটাই হওয়া উচিত। চার দিকে সিনেমার নানা প্রপে ঠাসা। পুরনো দিনের পেপার কাটিং, ঠাকুরদা ঘড়ির আদলে সংবাদপত্রের র্যাাক, আরও কত কী! বড় টেলিভিশন স্ক্রিনে হইচই-এর বিভিন্ন সিরিজ এবং আমাজন অভিযানের টিজার ক্রমাগত চলছে। একটু অপেক্ষার পরই ডাক পড়ল। ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের মুখোমুখি হলাম অনুষ্ঠানের অনেক আগেই।

অনেক দিন ধরেই জিজ্ঞাসা ছিল, চাঁদের পাহাড়ের যে সিক্যুয়েল হতে পারে, তেমন ভাবনা এল কী ভাবে? কমলেশ্বর বলেন, ‘চাঁদের পাহাড় ছবিটা করার পর যখন সকলে তা পছন্দ করেন, তখন ভেবেছিলাম, ছবির নায়ক শঙ্করকে নিয়ে অন্য কোনও জঙ্গলে গিয়ে যদি কোনও ছবি করা যায়। সেখান থেকেই আমাজন অভিযানের ভাবনা আসে। এটা বিভূতিভূষণকে মাথায় রেখে, তাঁরই পদানুসরণ করে একটা সত্‍ প্রচেষ্টা বলা যেতে পারে। এখানে তুলনামূলক বিশ্লেষণের কোনও জায়গা নেই।’

গল্পের সূত্রপাত সেই ১৫০০ শতকে। ফ্রান্সিকো ডি ওরিলানা প্রথম আমাজনের স্প্যানিশ উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেন। তিনিই এই নদীর নামকরণও করেন। তাঁরই এক সহকারীর আঁকা একটি ম্যাপের টুকরো নিয়ে এই অভিযানের সূত্রপাত। পরে কী হয়, তা বড় পর্দায় দেখার জন্য আর মাস খানেকের অপেক্ষা।

গত সপ্তাহে সবচেয়ে বড় বাংলা ছবির পোস্টার তৈরি করে রেকর্ড গড়ে ফেলেছে আমাজন অভিযান। এক সপ্তাহের মধ্যে ফের এক অভিনব ঘটনার সূত্রপাত হল এই ছবিকে নিয়ে। মুক্তির আগেই ছবির সমস্ত ঘটনা নিয়ে প্রকাশিত হল গ্রাফিক নভেল। শিশুদের নিয়ে কাজ করা এনজিও CRY-এর তরফ থেকে ১০০ শিশুকে আমন্ত্রণ জানানো হয়। তাদের হাতে নায়ক দেবের অটোগ্রাফ দেওয়া একটি করে বই তুলে দেওয়া হয়।



বইটি প্রকাশ করেছে Bee Books. ইংরেজি এবং বাংলায় প্রকাশিত হয়েছে বইটি। বিভিন্ন ই-কমার্স সাইট এবং কিন্ডল, ডেইলিহান্ট-এ এটি পাওয়া যাচ্ছে। সংস্থার অন্যতম ডিরেক্টর মহেন্দ্র সোনি বলেন, ‘দর্শকরা ছবি দেখার আগেই ছবির গল্প জেনে যাবেন। এটা দেখে তাঁরা বুঝবেন, ছবিতে কী কী অপেক্ষা করে রয়েছে তাঁদের জন্য।
লেখকের সম্পর্কে জানুন
রজত কর্মকার

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল