অ্যাপশহর

তবে কি ভেবেচিন্তেই এই পদক্ষেপ! আগে থেকেই ম্যানেজার ও পরিচারকদের বেতন মিটিয়ে দিয়েছিলেন সুশান্ত...

আত্মহত্যার পথই শেষ পর্যন্ত বেছে নিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু কেন এই চরম পদক্ষেপ করলেন তিনি? তা নিয়ে কোনওভাবেই কাটছে না ধোঁয়াশা। তদন্তে মুম্বই পুলিশ...

EiSamay.Com 18 Jun 2020, 1:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এক লহমায় সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে চিরবিদায় নিলেন এই পৃথিবী থেকে। আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে একটি সুইসাইড নোট লেখার মতোও প্রয়োজনীয়তা অনুভব করেননি তিনি। যেন, কারও বিরুদ্ধে কোনও অভিযোগই আর জানাতে চাননি। বরং বেছে নিতে চেয়েছেন নিজের জন্যে পরম শান্তির আশ্রয়।
EiSamay.Com Sushant Singh Rajput Cleared Staff Dues Before Death; Went Into A Shell After Ex-Secretary Suicide In June
সুশান্ত সিং রাজপুত


কিন্তু মৃত্যু আগের কিছুদিন কেমন কেটেছিল তাঁর? এই সিদ্ধান্ত কি আকস্মিক ছিল, নাকি বেশকিছুদিন ধরেই মাথার মধ্যে ঘুরছিল মৃত্যুভাবনা। যদি আকস্মিকই হয়ে থাকে এই চরম পদক্ষেপ, তাহলে মৃত্যুর তিন দিন আগে সবার সব দেনা, বেতন মিটিয়ে দিয়েছিলেন কেন সুশান্ত? এখানেই শেষ নয়, বেতন মিটিয়ে দেওয়ার সময়ে তিনি এও বলেছিলেন যে অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দেওয়ায় আগামীদিনে হয়তো তাঁদের বেতন আর দিতে পারবেন না তিনি।

জিজ্ঞাসাবাদের সময়ে বান্দ্রা পুলিশকে দেওয়া বয়ানে সুশান্তের এক ম্যানেজার জানিয়েছেন এই কথা। একই কথা বলেছেন তাঁর ঘনিষ্ঠ এক পরিচারক। বয়ানে সেই পরিচারক জানান, যেদিন সুশান্ত তাঁকে এমন কথা বলেন তার উত্তরে তিনি বলেছিলেন, ‘আপনি সব সময়ে আমাদের সব রকম খেয়াল রেখেছেন। আপনি এভাবে বলবেন না। আমরা সবাই মিলে কিছু না কিছু উপায় ঠিক বের করে নেব।’

এক সূত্রের খবর তাঁর প্রাক্তন ম্যানেজার প্রয়াত দিশা সালিয়ানের (Disha Salian) সাহায্যে প্রায় ১৪ কোটি টাকার একটি ওয়েব সিরিজের চুক্তি সই করার কথা ছিল সুশান্তের। ৮ জুন দিশার আত্মহত্যার পর তাই নাকি নিজেকে আরও গুটিয়ে নিয়েছিলেন তিনি। সুশান্তের ম্যানেজারও জানিয়েছেন, দিশার মৃত্যুর পর নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন তিনি। কারও সঙ্গে বিশেষ কথা বলছিলেন না, বেশিরভাগ সময়ই নিজের ঘরের ভিতরে কাটাতেন। তবে এই তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকরা অবশ্য জানিয়েছেন, দিশা এবং সুশান্তের শেষ কথা হয় WhatsApp-এ মার্চ মাসে। তার পর আর তাঁদের কথা হয়েছে বলে জানা যাচ্ছে না।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল