অ্যাপশহর

পদ্মাবতী বিতর্কে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

পদ্মাবতী ছবি মুক্তির বিরোধিতার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। গ্রাহ্য হল না কিছু দৃশ্য বাদ দেওয়ার আর্জিও।

EiSamay.Com 20 Nov 2017, 8:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পদ্মাবতী ছবি মুক্তির বিরোধিতার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে গ্রাহ্য হল না ছবির কিছু দৃশ্য বাদ দেওয়ার আর্জিও।
EiSamay.Com supreme court rejects plea to delete objectionable scenes from padmavati
পদ্মাবতী বিতর্কে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট


সঞ্জয় লীলা বনশালি নির্দেশিত পদ্মাবতী ছবির কিছু দৃশ্য বাদ দেওয়ার জন্য আবেদন সোমবার খারিজ করল সুপ্রিম কোর্ট। আবেদনকারী আইনজীবী এম এল শর্মার বক্তব্য ছিল, ছবির ওই সমস্ত দৃশ্যে রানি পদ্মাবতীর ভাবমূর্তি বিকৃত করা হয়েছে। শুধু তাই নয়, সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়ার আগেই ছবির নাচ-গানের দৃশ্য সম্প্রচার করা হচ্ছে বলেও আপত্তি জানানো হয়।

আরও পড়ুন: ​ আধার থেকে পদ্মাবতী: ‘ওরা শয়তানি করেই খুশি থাকে’, কেন্দ্রকে তোপ মমতার

এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দিয়েছে, 'এই আবেদনের বিষয়ে আমাদের মন্তব্য করা অনধিকার চর্চা হয়ে যাবে, যা আমরা করতে চাই না।'

প্রসঙ্গত, পদ্মাবতী ছবির মুক্তির দিন ইতোমধ্যে পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে নির্মাতা ভায়াকম ১৮ সংস্থা। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত তা বাতিল করা হয়েছে। ছবিটিতে রানি পদ্মিনীর সম্মান খর্ব করা হয়েছে বলে প্রতিবাদ জানায় করনি সেনা। ক্রমে রাজনৈতিক সমর্থন পেয়ে বিক্ষোভ জোরদার হয়েছে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল