অ্যাপশহর

প্রশংসিত হলিউডেও, তবু পা ছিল মাটিতেই বাংলা-প্রিয় ইরফানের

চলে গেলেন বলিউডের অভিনেতা ইরফান খান। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ছিলেন ইরফান খান। হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

EiSamay.Com 29 Apr 2020, 1:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েও এক গাল হাসি নিয়ে জীবনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বসেছিলেন তিনি। ২০১৮ সালে বিরল ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার পরও হার মানেননি। বরং আরও বেশি করে জীবনকে আঁকড়ে ধরেছিলেন ইরফান খান। আর এই লড়াইয়ে পাশে পেয়েছিলেন স্ত্রী ও পরিবারকে। ছবিই ছিল তাঁর প্রাণ, তাই সামান্য সুস্থ হতেই ফিরে এসেছিলেন লাইট.. ক্যামেরা... অ্যাকশনের দুনিয়ায়। শেষ ছবি আংরেজি মিডিয়ামেও মাতিয়ে দিয়েছিলেন।
EiSamay.Com sudden demise of actor irrfan khan left bollywood in shock
প্রয়াত ইরফান


তাঁর প্রতি ট্যুইটেই বার বার ঝলক পাওয়া গিয়েছে জীবনের প্রতি অগাধ আস্থা আর ভালোবাসার। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মঙ্গলবারই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন ইরফানের মা সায়েদা বেগম। লকডাউনের কারণে জয়পুরে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি ইরফান। তিনি মুম্বইতেই ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। তাই ভিডিয়ো কলেই পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে যাবতীয় কাজ সেরেছেন।

শুধু বলিউডই নয়, হলিউডেও নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন ইরফান। কাজ করেছেন একাধিক নামী পরিচালকের সঙ্গে। কিন্তু কখনও মাটি থেকে পা সরে যায়নি বাংলার প্রিয় জামাইয়ের।

১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্ম ইরফানের। এমএ পড়ার সময়েই ১৯৮৪ সালে হাতে আসে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার জন্যে স্কলারশিপ। তারপর থেকে মঞ্চ এবং সিলভার স্ক্রিনই হয়ে ওঠে জীবনের ধ্যান-জ্ঞান। আর তাঁর এই কর্মযজ্ঞে সবসময়ে পাশে পেয়েছেন স্ত্রী সুতপা সিকদারকে। বিভিন্ন সাক্ষাত্‍কারে বার বার তাই অকপটে স্বীকার করেছেন তাঁর জীবনের চালিকা শক্তিই স্ত্রী সুতপা।

ইরফান খানের অকাল প্রয়াণে শোকের ছায়া বলিউডে। তাঁর মৃত্যুর খবর প্রথম ট্যুইট করেন তাঁর প্রিয় বন্ধু পরিচালক সুজিত সরকার। আর তার পরেই একের পর এক শোকবার্তায় ভেসে যায় ট্যুইটার। টলিউডও জানাল শ্রদ্ধা...























পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল