অ্যাপশহর

ইরফানকে নিয়ে হেমলক সোসাইটির হিন্দি রিমেক বানাতে চেয়েছিলেন সৃজিত!

২০১২ সালে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত ছবি 'হেমলক সোসাইটি'। এবার সেই ছবিটির হিন্দি সংস্করণের কথা চিন্তা ভাবনা করেছিলেন সেকথা জানান সৃজিত। আর সেখানেই অভিনয় করার কথা ছিল ইরফান খানের জাননা সৃজিত (Srijit Mukherji)।

EiSamay.Com 19 Jan 2022, 8:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায় বাংলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছেন বলিউডে। এখন তিনি হিন্দি ভাষার দর্শকদের মধ্যেও সমান জনপ্রিয়। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবি ‘কাকাবাবুর প্রত্যবর্তন’। সৃজিতের কেরিয়ারের শুরুটা হয়েছিল অটোগ্রাফের হাতে ধরে। তারপর একে একে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘হেমলক সোসাইটি’ (Hemlock Society)-র মতো অসংখ্য হিট ছবি দিয়েছেন সৃজিত।
EiSamay.Com srijit mukherji shares that he wanted to make hemlock society remake with irfan khan
ইরফানকে নিয়ে হেমলক সোসাইটির হিন্দি রিমেক বানাতে চেয়েছিলেন সৃজিত!


সম্প্রতি এই ছবিটি নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এল একাধিক প্রসঙ্গ। যার মধ্যে অন্যতম হল সৃজিত জানান তিনি ‘হেমলক সোসাইটি’-র (Hemlock Society) হিন্দি রিমেক। পরিচালক জানান এই ছবিটির হিন্দি সংস্করণে অভিনয়ের জন্যে তিনি কথা বলেছিলেন ইরফান খানের সঙ্গে। কিন্তু সৃজিতের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ইরফান খান (Irfan Khan)।
মদনের বায়োপিকে কাজ করতে দিনে দেড় হাজার মহিলা ছবি পাঠাচ্ছেন! নাজেহাল পরিচালক
সৃজিত তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘আমি সত্যিই ইরফানের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। 'হেমলক সোসাইটি'-র (Hemlock Society) হিন্দি রিমেক নিয়ে ওঁর সঙ্গে অনেক কথাও হয়। 'হ্যাপি সিং'-এর চরিত্রে অভিনয় করার কথা ছিল ইরফান খানের (Irfan Khan)। কিন্তু, সেটা আর হয়ে উঠল না।’
হাতে কাজ নেই! বাড়িতে বসে আক্ষেপ CID খ্যাত শিবাজী সত্যমের
শুধু ইরফান নন, সৃজিত বলিউডে আরও অনেকের সঙ্গেই কাজ করতে চান। পরিচালক জানান, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পঙ্কজ কাপুর এবং বোমান ইরানির সঙ্গে তিনি কাজ করতে চান। এদিকে অভিনেত্রীদের মধ্যে সৃজিতের পছন্দ টাব্বু, শাবানা আজমি, কঙ্কনা সেন শর্মা ও আলিয়া ভাট।
'দেব দাকে বিয়ে করে নাও', শ্রাবন্তীকে পরামর্শ অনুরাগীর
ইতিমধ্যে Ray সিরিজের পর তিনি হইচই ফেলে দিয়েছে বলিউডে। হাতে রয়েছে একাধিক হিন্দি ছবির কাজ। যেমন সদ্য শ্যুটিং শেষ করেছেন ‘সাবাশ মিঠু’ ছবির কাজ। এখন তিনি ব্যস্ত ‘শের দিল’ ছবির শ্যুটিং। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। এদিকে ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিতের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটির। তবে করোনার কারণে শোনা যাচ্ছে হয়ত পিছিয়ে দেওয়া হতে পারে এই ছবির মুক্তির তারিখ।

এছাড়াও এই সাক্ষাৎকারে উঠে এসেছে কাকাবাবু প্রসঙ্গও। পরিচালক 'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়ে বলতে গিয়ে বলেন, ‘শিশুদের ফ্যান্টাসি বা শিশুদের অ্যাডভেঞ্চারের দেখার মতো দর্শক সব সময় থাকবে। আমরা দেখেছি 'স্পাইডার-ম্যান' বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে। তা বলে আমি কখনই স্পাইডারম্যানের সঙ্গে এর তুলনা টানব না কারণ কাকাবাবুর বাজেট, স্কেল, সমস্তটাই একেবারে ভিন্ন।আমি মনে করি সব রকমের দর্শকরা এই ছবিটি উপভোগ করতে পারে। এটি একটি সঠিক 'ট্রু-ব্লু -অ্যাডভেঞ্চার।'

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল