অ্যাপশহর

যিশু ভাওয়াল, জয়াও ছবিতে

ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করবেন একটি ছবি, সে খবর জানিয়েছিলাম আমরা৷

EiSamay.Com 6 Oct 2017, 11:05 am
ভাওয়াল সন্ন্যাসীর মামলা অনুপ্রাণিত সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি৷ লিখছেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com srijit mukherjees upcomingmovie on bhawal sanyasi
যিশু ভাওয়াল, জয়াও ছবিতে


ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করবেন একটি ছবি, সে খবর জানিয়েছিলাম আমরা৷ প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’৷ এই মুহূর্তে সৃজিত ব্যস্ত সেই প্রযোজনা সংস্থা প্রযোজিত ‘উমা’ ছবির শ্যুটিংয়ে৷ ‘উমা’ ছবির শ্যুটিং শেষ হলেই শুরু করবেন এই নতুন ছবির ওয়ার্কশপ৷ ছবিটি পিরিয়ড পিস৷ থাকবে কোর্টরুম ড্রামাও৷ ছবির লোকেশন কোথায় হবে, তা নিয়েও এই মুহূর্তে চিন্তাভাবনা করছেন সৃজিত৷ বলছেন, ‘ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হলে বাংলাদেশেও এই ছবির শ্যুটিং করতে পারি৷ ভাওয়ালের রাজত্ব যে অংশ জুড়ে ছিল, সেখানে ছবির শ্যুটিং করার ইচ্ছে রয়েছে৷’


ভাওয়াল সন্ন্যাসীর গল্পটি সকলেরই জানা৷ ভাওয়ালের জমিদারের জীবন ছিল রঙিন৷ একটি বিশেষ অসুখে তার মৃত্যু হয় এবং সত্কারের আয়োজন করা হয়৷ কিন্ত্ত মৃত্যুর ১২ বছর পর তিনি ফিরে আসেন৷


তখন সম্পত্তি নিয়ে লড়াই শুরু হয়৷ ১৬ বছর ধরে চলে মামলা৷ এই গল্পের দিকে চোখ রাখলে বোঝা যায়, ছবিতে প্রধান চরিত্র চারটে৷ ছবির প্রোটাগনিস্ট ভাওয়ালের রাজা৷ সৃজিত বলছেন, ‘এর বাইরে অন্য তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র হল উকিলের চরিত্র৷ ভাওয়ালের রাজার বোনের চরিত্র৷ আর ভাওয়ালে রাজার শালার চরিত্র৷ এর বাইরে ভাওয়ালের স্ত্রীর চরিত্রটিও গুরুত্বপূর্ণ৷’


কে হবেন ভাওয়ালের রাজা? সৃজিত মুখোপাধ্যায়ের মাথায় টালিগঞ্জের তিন নায়কের নাম ছিল৷ এরপর তিনি গত এক মাস ধরে আলোচনা পর্ব শুরু করে দেন কাস্টিং ঠিক করতে৷ টালিগঞ্জের প্রযোজক-পরিচালক, সাংবাদিক, সাধারণ দর্শক সকলের সঙ্গে কথা বলতে শুরু করেন৷ শেষ পর্যন্ত সৃজিত মুখোপাধ্যায়ের ছবির ভাওয়াল সন্ন্যাসী হচ্ছেন যিশু সেনগুপ্ত৷ কেন যিশু সেনগুপ্ত? সৃজিত বলছেন, ‘এমন অভিনেতারাই এই ছবিতে থাকছেন, যাঁরা শ্যুটিং শুরু হওয়ার একমাস আগে থেকে ওয়ার্কশপের জন্য সময় দিতে পারবেন৷ যেহেতু এটা কাল্পনিক ন্যারেটিভ, মূল চরিত্রদের চেহারার সঙ্গে সাদৃশ্য রেখেও আমি অভিনেতা নির্বাচন করিনি৷ ট্যুইটারে আমাকে একজন লিখেছিলেন, ‘যিশুকে লিড চরিত্রে ভাবুন’৷ তাতে আমি বলেছিলাম, ‘এরপর তো ওকে নায়ক-নায়িকা দু’টো চরিত্রই দিতে হবে৷’ যিশু আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা হওয়া সত্ত্বেও, আমি তিনটে নাম নিয়ে বহুদিন ভেবেছি৷ তারপর সবদিক বিচার করেই মনে হয়েছে যিশু এই টাইটেল রোল ডিসার্ভ করে৷ যিশু এই চরিত্র করছে ঠিক হওয়ার পর বুঝতে পারছি ও বেশ খেটে কাজটা করতে চায়৷ ওয়ার্কশপের জন্য সময় দিচ্ছে৷ চেহারায় যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে কাজ শুরু করেছে৷ ঘোড়ায় চড়া শিখতে হবে যিশুকে৷ যখন ফার্স্ট লুক আসবে, তখন দেখে মনে হবে, এই চরিত্র যিশু ছাড়া আর কেউ করতে পারত না৷’


যিশুর মতোই সৃজিতের আরেক প্রিয় মানুষ জয়া এহসান থাকছেন এই ছবিতে৷ ভাওয়ালের বোনের চরিত্রে৷ সৃজিত বলছেন, ‘জয়া দুই বাংলার সেরা তিনজন অভিনেত্রীর মধ্যে একজন৷ আমি জয়ার অভিনয়ের ভক্ত৷ চাই সব সময় চ্যালেঞ্জিং চরিত্র করুক৷ কিন্ত্ত জয়া এমন একজন যাকে অথরব্যাকড চরিত্র না দিলেও দারুণ কিছু করে দেখাতে পারে৷ সে কারণেই এই ছবিতে জয়াকে কাস্ট করার কথা ভাবলাম৷’ এই ছবিতে থাকছেন অনির্বাণও৷ ভাওয়াল রাজার শালার চরিত্রে৷ তবে উকিলের চরিত্র কে করবেন, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সৃজিত৷ ভাওয়ালের স্ত্রীর চরিত্রেও একবারে নতুন প্রজন্মের এক নায়িকার নাম মাথায় আছে পরিচালকের৷ বাকিটা ক্রমশ প্রকাশ্য!

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল