অ্যাপশহর

সোফির ওয়েডিং ড্রেস বানাতে কত সময় লেগেছে জানেন?

প্রথম বিয়ের অনুষ্ঠানে ক্যাজুয়াল ড্রেসে থাকলেও রীতি মেনে ফ্রান্সে বিয়ের অনুষ্ঠানে দুজনেই পড়েছিলেন ওয়েডিং ড্রেসে। প্রখ্যাত ডিজাইনার লুইস ভুইট্টনের ডিজাইনে সিল্ক গ্যাজর গাউন সঙ্গে ফুলের এমব্রয়ডারির ট্যুলে ছিল সোফ্র প্রথম পছন্দ।

EiSamay.Com 5 Dec 2022, 4:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মে মাসে, লাস ভেগাস বিয়ের বাঁধনে জড়ান হলি সেলেব সোফি টার্নার ও গায়ক জো জোনাস। সম্প্রতি ফ্রান্সে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিলেন তাঁরা। উপস্তিত ছিলেন পরিবারের সদস্যরা ও বন্ধুবান্ধবরা।
EiSamay.Com sophie turner
ফাইল ফটো


প্রথম বিয়ের অনুষ্ঠানে ক্যাজুয়াল ড্রেসে থাকলেও রীতি মেনে ফ্রান্সে বিয়ের অনুষ্ঠানে দুজনেই পড়েছিলেন ওয়েডিং ড্রেসে। প্রখ্যাত ডিজাইনার লুইস ভুইট্টনের ডিজাইনে সিল্ক গ্যাজর গাউন সঙ্গে ফুলের এমব্রয়ডারির ট্যুলে ছিল সোফ্র প্রথম পছন্দ। রূপথার বিয়েতে স্বপ্নের ওয়েডিং ড্রেস পড়বেন, তা বলাই বাহুল্য। গাউনের সঙ্গে অপটিক্যাল হোয়াইট লেদার সাটিন বেল্ট, ১৪ মিটার এমব্রয়ডারি ট্যুলে। সবচেয়ে আশ্চর্যের কথা, সোফির ওয়েডিং ড্রেসের এই অংশটি বানাতে সময় লেগেছে মোট ৭৫ ঘন্টা। গোটাটাই ডিজিটাল ডিজাইনে তৈরি ও ৬৫০ হাজার সেলাই রয়েছে এতে।



৫০,৪০০ ক্রিস্টাল একল্যাটস ও ৫০,৪০০ সাদা বিডস রয়েছে ওয়েডিং ড্রেসে। গোটা ওয়েডিং গাউনিটি তৈরি করতে দিনরাত এক করেছেন ১০ জনের বেশি শিল্পী। সময় লেগেছে ১০৫০ ঘন্টা।

অন্যদিকে, অতিব সুন্দর ভেইলের ডিজাইনও ছিল ইউনিক। প্রতিটি এমব্রয়ডারির কাজ ছিল হাতে বোনা। সময় লেগেছে ৪৮ঘন্টা।

উল্লেখ্য, ২৯ জুন মাসে ফ্রান্সে বিয়ে করেন জো জোনাস ও সোফি টার্নার। ইন্সটাগ্রামে তাঁদের বিয়ের প্রথম ছবি পোস্ট করেন জো জোনাস। আর সেই ছবিই এখন বাইরাল নেট দুনিয়ায়।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল